Monday, August 25, 2025

বিচার ছাড়াই মিডিয়া ট্রায়াল! সাগর দত্ত-এর ‘সাজানো’ হামলার পর্দাফাঁস WBJDA-র

Date:

তিন মাস ধরে লাগাতার হেনস্থা। কলকাতা হাইকোর্টে মামলা বিচারাধীন থাকা সত্ত্বেও মিডিয়া ট্রায়ালের মুখে সাগর দত্তের (Sagar Dutta Medical College and Hospital) ১৫ পড়ুয়া চিকিৎসক। এর আগেই অভিযোগকারী চিকিৎসক কিভাবে বেআইনি চিকিৎসার সঙ্গে যুক্ত তা ফাঁস করেছিলেন WBJDA-এর সদস্যরা। কিন্তু তা সত্ত্বেও ক্রমাগত হেনস্থার মুখে পড়ে ফের সাগর দত্ত মেডিকেল কলেজের ৫ সেপ্টেম্বর এর ঘটনার ছবি সহ সত্যি ফাঁস করলেন সংগঠনের সদস্যরা।

সাগর দত্ত মেডিকেল কলেজে সিনিয়র চিকিৎসকদের উপর জুনিয়রদের হামলার অভিযোগ তুলে কামারহাটি থানায় অভিযোগ দায়ের করা হয় ১৫ জুনিয়র চিকিৎসকের বিরুদ্ধে। শুক্রবার সেই জুনিয়র চিকিৎসকরা ছবি তুলে ধরে দাবি করেন, যে কাঁচ ভেঙে অভিযোগকারী চিকিৎসক মনোজিৎ মুখোপাধ্যায় আহত হওয়ার অভিযোগ করেছিলেন, আদতে সেই কাঁচ ভেঙে তার আঘাত লাগে নি। আগেই একটি চেয়ারে লেগে আহত হন চিকিৎসক মুখোপাধ্যায়। তা সত্বেও সংগঠনের চিকিৎসকদের ওপর প্রাণঘাতী হামলার (attempt to murder) অভিযোগ থানায় দায়ের হয়।

সেই সঙ্গে তাঁদের প্রশ্ন, যে কাঁচটি ভাঙার অভিযোগ করা হয়েছে সেই কাঁচের পিছনে লাগানো কাগজটি কাঁচ ভাঙা সত্ত্বেও কেন ছেড়েনি। ঘটনার পরে কর্তৃপক্ষ বা সিনিয়র চিকিৎসকদের সঙ্গে বিষয়টি নিয়ে বারবার আলোচনার চেষ্টা করলেও তাদের সেই অনুমতি দেওয়া হয়নি বলে অভিযোগ তুলে তারা।

অভিযোগের তিরে থাকা চিকিৎসকদের দাবি, এই ঘটনা নিয়ে দুদিন পরে হাসপাতাল (Sagar Dutta Medical College and Hospital) কর্তৃপক্ষ অভিযোগ দায়ের করে। সেই অভিযোগও হাসপাতাল কর্তৃপক্ষের উপর চাপ দিয়ে দায়ের করায় আরডিএ (RDA) এবং ডব্লিউবিজেডিএফ (WBJDF)। ভিডিও সহ সেই তথ্য পেশেরও দাবী জানান তাঁরা। সব ধরনের প্রমাণ তাঁদের কাছে। সেই সঙ্গে এই মামলা কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারাধীন। তা সত্ত্বেও মিডিয়া ট্রায়ালের (media trial) কারণে তাঁদের এবং তাঁদের পরিবারকে সামাজিক হেনস্থার মুখে পড়তে হচ্ছে দাবি সংগঠনের চিকিৎসকদের।

Related articles

আদিবাসী উন্নয়ন আরও সুদূর প্রসারি করার বার্তা মুখ্যমন্ত্রীর, সৌজন্য উড়িয়ে বৈঠকে অনুপস্থিত বিজেপি

আদিবাসী উন্নয়ন নয়, রাজনীতিই যে তাদের লক্ষ্য তা আরও একবার প্রমাণ করল বিজেপি (BJP)। আমন্ত্রণ পেয়েও সৌজন্যের জবাব...

DHFC-র হারের পরই ক্লাব থেকে কর্তাদের ছোট করার চেষ্টা, জবাব দিলেন মানস

ডুরান্ড কাপের(Durand Cup) ফাইনালে পৌঁছে সকলকে চমকে দিয়েছিল ডায়মন্ডহারবার এফসি(DHFC)। বাংলার ফুটবলকে যে দল নতুন স্বপ্ন দেখাচ্ছে, তাদের...

আধারের অভাবে রেশন বঞ্চনা নয়, কড়া নির্দেশ খাদ্য দফতরের 

আধার কার্ড না–থাকা বা বায়োমেট্রিক যাচাই না–হওয়ার কারণে আর কোনও বৈধ রেশন গ্রাহককে খাদ্যসাথী প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত...

হাওড়ায় বৃদ্ধ খুনের নেপথ্যে সমকামী সম্পর্ক-ব্ল্যাকমেইল! তদন্তে চাঞ্চল্যকর তথ্য

হাওড়ায় বৃদ্ধ খুনের নেপথ্যে চাঞ্চল্যকর তথ্য। হাওড়ার গোলাবাড়ি থানার সালকিয়ার অরবিন্দ রোডের বাসিন্দা অসীম দে (Asim de) খুন...
Exit mobile version