Friday, November 7, 2025

কৃষক বিরোধী বিজেপি সরকারের বিরুদ্ধে শুক্রবার লোকসভায় সুর চড়িয়েছিলেন কংগ্রেস সাংসদ সোনিয়া গান্ধী (Priyanka Gandhi)। আদতে দেশের কৃষকদের কেন্দ্রের মোদি সরকার কোন পরিস্থিতিতে রেখেছে তার ছবি ফুটে উঠলো শনিবার দিল্লির শম্ভু সীমান্তে (Shambhu border)। শান্তিপূর্ণ আন্দোলনে দিল্লি প্রবেশে পুলিশের বাধায় আহত অন্তত ছয় কৃষক।

ফেব্রুয়ারি থেকে শম্ভু ও কনৌরি সীমান্তে নিজেদের দাবিতে অনড় কৃষকরা অবস্থানে বসে রয়েছেন। কিন্তু তাতে মন গলেনি কেন্দ্রের মোদি সরকারের। অতঃপর দিল্লি অভিযানের (Dilli Chalo) ডাক দেয় কৃষকরা। লাগাতার প্রায় ১৫ দিন ধরে দিল্লিতে ঢোকার চেষ্টা করলেও পাহাড় প্রমাণ পুলিশির ব্যারিকেডে তারা আটকে গিয়েছেন। কোনও গাড়ি, ট্রাক্টর ছাড়া ১০১ জনের প্রতিনিধি দল পায়ে হেঁটে দিল্লিতে ঢুকবে। কেন্দ্রীয় সরকারের সঙ্গে কথা বলবে। তাতেও অনুমতি দেয়নি দিল্লি পুলিশ (Delhi police)।

শনিবার সকাল থেকে ফের কৃষকরা (farmers) শম্ভু সীমান্ত দিয়ে দিল্লি প্রবেশের চেষ্টা করেন। তাদের প্রতিহত করতে প্রথমেই ছোড়া হয় কাঁদানে গ্যাসের সেল (tear gas cell)। ব্যাপক জল কামান (water canon) প্রয়োগ করা হয়। এর জেরে ঘটনাস্থলে আহত হন ৬ কৃষক। তাদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপরেও অন্তত ৩১ শে মার্চ পর্যন্ত যে দিল্লী যাওয়ার আশা ছাড়ছেন, না স্পষ্ট করে দেন কৃষক নেতারা। তাঁরা জানান ৩১ শে মার্চ ১০১ জনের প্রতিনিধি অবশ্যই দিল্লিতে প্রবেশ করে কেন্দ্রের সরকারের সঙ্গে কথা বলবে।

Related articles

ব্রিটিশ-তোষণে লেখা ‘জন গণ মন’! বিজেপি সাংসদের অপমানজনক মন্তব্যের তীব্র প্রতিবাদ তৃণমূলের

ব্রিটিশদের তোষণ করতেই নাকি লেখা হয়েছিল ‘জন গণ মন’। ভারতের জাতীয় সঙ্গীত নিয়ে এই ন্যক্কারজনক মন্তব্য করে ফের...

চিংড়িঘাটা মোড়ে যানজট কমাতে নতুন সেতু নির্মাণের উদ্যোগ কেএমডিএ-র

ইএম বাইপাসের চিংড়িঘাটা মোড়ে দীর্ঘদিনের যানজট সমস্যার সমাধানে বড় পদক্ষেপ নিতে চলেছে কেএমডিএ। শান্তিনগর খালের উপর বর্তমান সরু...

নামের বানানভুল থেকে ডিটেনশন আতঙ্ক! এসআইআর আতঙ্কে মানসিক চাপে সাঁইথিয়ায় মৃত্যু বৃদ্ধের

ইলামবাজারের ঘটনার পর ফের এসআইআর আতঙ্কে মৃত্যু বীরভূমে। হৃদরোগে প্রয়াত হলেন সাঁইথিয়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বিমান...

বিহারে প্রথম দফায় অতিরিক্ত ভোটদানে নতুন সমীকরণ! চিন্তায় শাসক শিবির

বিহার বিধানসভা নির্বাচনের প্রথম দফায় ভোটদানের হার নিয়ে রাজনৈতিক চর্চা তুঙ্গে। বৃহস্পতিবার ১২১টি আসনে ভোটগ্রহণ শেষ হয়েছে। নির্বাচনী...
Exit mobile version