“ইদানীং আমরা দেখি মোমবাতি মিছিল করে উই ওয়ান্ট জাস্টিস স্লোগান তোলা হচ্ছে। কিন্তু মিছিল করে বিচার চাইলে বিচার পাওয়া যাবে না। নিজেদের অউকাত ও রুতওয়া এমন হতে হবে যাতে বিচার এমনিই পাওয়া যাবে।” শনিবার, ধনধান্য অডিটোরিয়ামে ‘ফিরহাদ ৩০’ শীর্ষক অনুষ্ঠানে এই মন্তব্য করেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim)। সংখ্যালঘুদের উজ্জীবিত করতে ফিরহাদের মন্তব্য, “উপরওয়ালার আশীর্বাদে একদিন সংখ্যাগুরু হবেন সংখ্যালঘুরা।”

অনুষ্ঠানে ফিরহাদ (Firhad Hakim) বলেন, “বাংলায় আমরা ৩৩ শতাংশ। কিন্তু দেশে আমরা ১৭ শতাংশ। আমাদের সংখ্যালঘু বলা হয়। কিন্তু, আমরা নিজেদের সংখ্যালঘু বলে মনে করি না। আমরা মনে করি, উপরওয়ালার আশীর্বাদে একদিন আমরা সংখ্যাগুরুর চেয়েও সংখ্যাগুরু হতে পারি। উপরওয়ালার আশীর্বাদে এটা আমরা হাসিল করব।”
নিজেদের যোগ্য করে তোলার উদাহরণ হিসেবে কলকাতার মেয়র বলেন, “ইদানীং আমরা দেখি মোমবাতি মিছিল করে উই ওয়ান্ট জাস্টিস স্লোগান তোলা হচ্ছে। কিন্তু মিছিল করে বিচার চাইলে বিচার পাওয়া যাবে না। নিজেদের অউকাত ও রুতওয়া এমন হতে হবে যাতে বিচার এমনিই পাওয়া যাবে।”


_

_

_

_

_

_

_

_

_
