Saturday, December 6, 2025

জাতীয় স্তরের পরীক্ষায় প্রথম দুইয়ে বঙ্গ সন্তান, প্রশংসা মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

সর্বভারতীয় পরীক্ষায় ফের জয়জয়কার বাংলার। ইউপিএসসি’র ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল সার্ভিস পরীক্ষায় প্রথম এবং দ্বিতীয় যে দুজন হয়েছে তারা দুজনেই বাংলার বাসিন্দা। প্রথম হয়েছেন আসানসোলের সিঞ্চনস্নিগ্ধ অধিকারী। দ্বিতীয় স্থান পেয়েছেন আউশগ্রামের বিল্টু মাজি। এই দুই কৃতি ছাত্রকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী লেখেন, ইউপিএসসির মত মর্যাদাপূর্ণ পরীক্ষায় বাংলার দুই ছেলে প্রথম এবং দ্বিতীয় স্থান দখল করেছে। এতে আমি আনন্দিত। দুই সফল ছাত্র সিঞ্চন এবং বিল্টুকে অভিনন্দন জানাই। আমাদের পড়ুয়াদের সর্বভারতীয় প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য উৎসাহিত করার জন্যই এই ফলাফল এসেছে।

মুখ্যমন্ত্রীর সংযোজন, আমাদের ছাত্ররা আইএএস এবং আইপিএস পরীক্ষায়ও দারুন প্রতিভা দেখাচ্ছে। রাজ্য সরকারের সত্যেন্দ্রনাথ ঠাকুর সিভিল সার্ভিসেস স্টাডি সেন্টার ইতিমধ্যেই তরুণ এবং উচ্চাভিলাষী ছাত্রদের জন্য আকর্ষণের কেন্দ্র হয়ে উঠেছে।
সিঞ্চন রামকৃষ্ণ মিশনের প্রাক্তন ছাত্র। নিম্ন মধ্যবিত্ত পরিবারের এই ছাত্র কলকাতার আইএসআই থেকে স্ট্যাটিস্টিক্সে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। তাঁর বাবা মাইন্স বোর্ড অব হেলথের কর্মী, মা সুজাতাদেবী গৃহবধূ।সিঞ্চন জানান, ইউপিএসসিতে পাশ করা স্বপ্ন ছিল। তবে দেশের মধ্যে প্রথম স্থান দখল করব ভাবিনি। খুব ভালো লাগছে। শুধু পরীক্ষায় প্রথম নয়, প্রশাসক হিসাবেও যেন এক নম্বর হই এটাই চাইব।
অপরদিকে, দ্বিতীয় স্থান অর্জনকারী বিল্টু মাজির বাবা পেশায় কৃষক। সে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে স্ট্যাটিস্টিক্সে স্নাতক হয়েই আর্থিক চাপে রোজগারে নেমে পড়ে। পোস্ট অফিসে একটি কাজ করতে করতেই ডব্লিউবিসিএস ও ইউপিএসসি পরীক্ষা দিতে থাকে সে। চতুর্থবারে হাতের মুঠোয় আসে সাফল্য। বিল্টু বলেন, আমি নিয়মিত ভাগবত গীতার অধ্যায়গুলি শুনতাম। গীতার কর্মযোগ আমার সাহস জুগিয়েছে। এই দুই যুবকের সাফল্য বাংলার গর্বের মুকুটে আরও একটি পালক যোগ করল।

আরও পড়ুন- মুখ্যমন্ত্রীর হাত দিয়ে মঙ্গলবার শুরু আবাসের প্রথম কিস্তির টাকা পাঠানোর প্রক্রিয়া

_

_

_

_

_

_

_

_

_

spot_img

Related articles

কল্যাণের অপসারণে আন্দোলনের ডাক বাজাজের, ফুটবলপ্রেমীদের দিলেন বার্তা

ভারতীয় ফুটবলের অচলাবস্তা অব্যাহত। আইএসএল থেকে আই লিগ নিয়ে ঘোর অনিশ্চয়তা। ফেডারেশন কিছুই করতে না পারায় সমস্যা সমাধানে...

একনজরে আজ পেট্রোল-ডিজেলের দাম 

৬ ডিসেম্বর (শনিবার), ২০২৫ কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ১০৫.৪১ টাকা, ডিজেলের দাম লিটার প্রতি ৯২.০২ টাকা দিল্লিতে...

বিশ্বকাপে মেসি-রোনাল্ডো দ্বৈরথ! গ্রুপ পর্বেই দুই গোল মেশিনের লড়াই

ঢাকে কাঠি পড়ে গেল ফুটবল বিশ্বকাপের।   মার্কিন যুক্তরাষ্ট্রে ২০২৬ ফুটবল বিশ্বকাপের(FIFA World Cup 2026) ড্র। অর্থাৎ, গ্রুপ পর্বে...

রাজনৈতিক মোড়কে মসজিদ প্রতিষ্ঠা! হুমায়ুনের মিথ্যাচারে ধুইয়ে দিলেন কুণাল

বারবার বাংলার মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন বহিষ্কৃত তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। বাংলায় মন্দির প্রতিষ্ঠা হলেও তিনি...