Sunday, December 28, 2025

দুরন্ত লড়াই মোহনবাগানের , ঘরের মাঠে পিছিয়ে পড়েও কেরালার বিরুদ্ধে ৩-২ গোলে জয় বাগানের

Date:

Share post:

একেই বলে হার না মানা মানসিকতা। যদি আরও ভালো করে বলতে হয় তাহলে বলা ভাল শেষ মুহুর্ত পর্যন্ত লড়াই করা এবং জয় ছিনিয়ে নেওয়া। হ্যাঁ, শনিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে মোহনবাগান সুপার জায়ান্টের খেলা দেখে এমনটাই মনে হল ক্রীড়াপ্রেমী। এদিন ঘরের মাঠে কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে খেলতে নেমেছিল জোসে মোলিনার দল। সেই ম্যাচে হারতে হারতে ৩-২ গোলে জিতল সবুজ-মেরুন। বাগানের হয়ে গোল ম্যাকলারেন, জেসন কামিন্স এবং রডরিগেজের। এই জয়ে ফলে লিগ টেবিলের শীর্ষে রইল মোহনবাগান ।

ম্যাচে এদিন শুরু থেকেই চলে আক্রমণ প্রতি আক্রমণের লড়াই। যার ফলে ম্যাচের ৩৩ মিনিটে ১-০ গোলে এগিয়ে যায় মোলিনার দল। বাগানের হয়ে গোলটি করেন ম্যাকলারেন। এরপর বাগানকে চেপে ধরে কেরালা। তবে বাগান গোলরক্ষক বিশাল কাইথের কারণে প্রথমার্ধে গোল হজম হয়নি বাগানের। যার ফলে প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থাকে সবুজ-মেরুন।

তবে দ্বিতীয়ার্ধে ঘুরে যায় খেলার মোর। মোহনবাগানের রক্ষণে একের পর এক আক্রমণ চালায় কেরালা। যার ফলে ৫১ মিনিটে সমতা ফেরায় কেরাল। কেরালার হয়ে ১-১ করেন জিমেনেজ। এরপর ম্যাচের ৭৭ মিনিটে ২-১ গোলে এগিয়ে যায় কেরালা। বাগান গোলরক্ষক বিশাল কাইথের অপ্রত্যাশিত ভুলে ২-১ গোলে এগিয়ে যায় কেরালা। কেরালার হয়ে দ্বিতীয় গোলটি করেন মিলোস। আর এরপরই যেন খেলায় ফেরে মোহনবাগান । মরিয়া হয়ে ওঠে জয়ের খোঁজে। দুটি পরিবর্তন করেন মোলিনা। মাঠে নামেন কামিন্স এবং আশিক কুরুনিয়ন। আর তাতেই ঘুরে যায় ম্যাচের ভাগ্য। মাঠে নেমেই একের পর এক আক্রমণে যান কামিন্স। যার ফলে ৮৬ মিনিটে সমতা ফেরান তিনি। এরপর ম্যাচের অতিরিক্ত সময়ে আসে জয় সূচক গোল। আলবার্তো রডরিগেজ বক্সের বাইরে থেকে একটি বিশ্বমানের গোল করে বাগানের জয় নিশ্চিত করেন।

এদিকে ম্যাচ জয়ের পর বড় ঘোষণা মোহনবাগান সুপার জায়ান্ট কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কার। সবুজ-মেরুন সমর্থকদের দিলেন দুরন্ত উপহার। আগামি ২ জানুয়ারি যুবভারতিতে মোহনবাগান বনাম হায়দরাবাদের ম্যাচে সমর্থকদের জন্য বিনামূল্যে টিকিটের ঘোষণা করেন গোয়েঙ্কা।

আরও পড়ুন- বদলে গেল ভারত-অস্ট্রেলিয়া তৃতীয় টেস্টের সময়, কটা থেকে শুরু হবে ম্যাচ, জানাল বিসিসিআই ?

spot_img

Related articles

ভার্চুয়াল শুনানি না করে পরিযায়ী শ্রমিকদের নাম বাদ দেওয়ার অভিযোগ! কমিশনের বিরুদ্ধে সরব অভিষেক

এসআইআর প্রক্রিয়ায় পরিযায়ী শ্রমিকদের নাম নির্বিচারে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে— এই অভিযোগ তুলে সরব হলেন তৃণমূলের...

বইমেলার ভোজবাজি: সৃজনশীল মুখ্যমন্ত্রীকে মনে করালেন শুভাপ্রসন্ন

বাংলার সৃজনশীল মুখ্যমন্ত্রীকে নিউটাউনের বইমেলায় ভোজবাজির উদ্বোধনী অনুষ্ঠানে তুলে ধরলেন শিল্পী শুভাপ্রসন্ন। ইওর ভয়েজ ও আইরিস ওয়ার্ল্ডওয়াইডের উদ্যোগে...

সমালোচনার জবাব দিলেন ব্যাট হাতে, বাইশ গজে চেনা ছন্দে স্মৃতি

বিতর্ককে পিছনে ফেলে রানের আলোয় স্মৃতি মান্ধানা (Smriti Mandhana)। শ্রীলঙ্কার বিরুদ্ধে টি২০ সিরিজের চতুর্থ ম্যাচে অবশেষে রান পেলেন...

ভোটার তালিকা ও শুনানি ইস্যুতে সোমে নির্বাচন কমিশনে তৃণমূল 

ভোটার তালিকা ও শুনানি ইস্যুতে আগামিকাল অর্থাৎ সোমবার নির্বাচন কমিশনের দ্বারস্থ হবে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিদল। ভোটার তালিকা সংশোধন...