Saturday, August 23, 2025

কেন্দ্রীয় বাহিনীর টহলদারিতে চলছে কাঁথি সমবায় ব্যাঙ্কের নির্বাচন, আজই গণনা

Date:

শীর্ষ আদালতের (Supreme Court) নির্দেশে কেন্দ্রীয় বাহিনী দিয়ে চলছে কাঁথি সমবায় ব্যাঙ্কের নির্বাচন (Kanthi Cooperative Bank Election)। ভোটগ্রহণ শুরু হয়েছে রবিবার সকাল ৯টা থেকে, চলবে দুপুর ২টো পর্যন্ত। তারপরই গণনা শুরু। হাইভোল্টেজ কো-অপারেটিভ ব্যাঙ্কের নির্বাচনের দিকে তাকিয়ে সকলে।

কাঁথি সমবায় ব্যাঙ্কের নির্বাচনে (Kanthi Cooperative Bank Election) কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। বাংলায় এর আগে কোনও সমবায় সমিতির নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে দেখা যায়নি।

পূর্ব ভারতের অন্যতম বড় সমবায় ব্যাঙ্ক কাঁথি সমবায় ব্যাঙ্ক। এই ব্যাঙ্কের পরিচালন কমিটি কার হাতে থাকবে তা নিয়ে দীর্ঘদিন ধরেই রাজ্যের শাসক ও প্রধান বিরোধীদলের মধ্যে টানাপোড়েন। ভোট প্রক্রিয়া নিয়েও তুমুল আইনি লড়াই গড়ায় শীর্ষ আদালতে। শেষ পর্যন্ত দেশের সুপ্রিম কোর্টের নির্দেশে ১৫ ডিসেম্বর কাঁথি সমবায় ব্যাঙ্কের ১০৮টি আসনের প্রতিনিধি নির্বাচনে ভোটাভুটি হয়েছে। কাঁথি সমবায় ব্যাঙ্কের নির্বাচনে-
•মোট ভোটার ৮০ হাজার ৪৮০ জন
• মোট আসন সংখ্যা ১০৮টি
• তৃণমূল, বিজেপি ও অন্য রাজনৈতিক দলের মোট ৩৮১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন

কাঁথি সমবায় ব্যাঙ্কের ক্ষমতায় ছিলেন শুভেন্দু অধিকারীর অনুগামীরাই। এবার কাঁথি সমবায় ব্যাঙ্কের নির্বাচনের দায়িত্ব তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী ও রামনগরের বিধায়ক অখিল গিরিকে। দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি, রাজ্যের প্রাক্তন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল নেতা আশিস চক্রবর্তীকে ছিলেন রণকৌশল সাজাতে ও কার্যকর করতে। দফায় দফায় পূর্ব মেদিনীপুরে গিয়ে দলের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন তাঁরা। কাঁথি সমবায় ব্যাঙ্কের পরিচালন কমিটির রাশ নিজেদের হাতে রাখার জন্য একাধিক ভোট কৌশল নেয় তৃণমূল। এখন শেষ হাসি কে হাসে সেটাই দেখার।

Related articles

ডুরান্ড ফাইনালে ডায়মন্ডহারবারকে নিয়ে চড়তে পারদ

ডুরান্ড কাপের ফাইনালে মুখোমুখি ডায়মন্ডহারবার এফসি(DHFC) ও নর্থইস্ট ইউনাইটেড(North East United)। আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা। এরপরই যুবভারতী স্টেডিয়ামে...

ট্রাম্পের ছায়াসঙ্গী একসঙ্গে ভারত-পাকিস্তান-বাংলাদেশে আমেরিকার রাষ্ট্রদূত! নেপথ্য উদ্দেশ্য নিয়ে জল্পনা

নিজের ছায়াসঙ্গীকেই ভারতে রাষ্ট্রদূত করে পাঠালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। তাঁর এই সিদ্ধান্তের নেপথ্যে কী উদ্দেশ্য...

WB NEET UG 2025-এ ভর্তির সংশোধিত সময়সূচি ঘোষণা, জেনে নিন কবে কাদের ভর্তি

ওয়েস্ট বেঙ্গল নিট ইউজি(WB NEER UG) ২০২৫-এর ভর্তি প্রক্রিয়া শুরু হচ্ছে শীঘ্রই। পশ্চিমবঙ্গ স্বাস্থ্য শিক্ষা (WB Health and...

ভোটাধিকার কেড়ে নেওয়ার চক্রান্ত চলছে দেশে, এসআইআর নিয়ে তোপ অমর্ত্য সেনের

এসআইআর-র(SIR) নামে ভোটাধিকার কেড়ে নেওয়া যায় না। এই এসআইআর কিছুটা ভালো করার অজুহাতে বড় রকমের ক্ষতি করার চক্রান্ত।...
Exit mobile version