Saturday, May 17, 2025

স্বচ্ছ ভারত মিশনে রাজ্যকে প্রথম কিস্তির ২০০ কোটি দিচ্ছে কেন্দ্র

Date:

Share post:

স্বচ্ছ ভারত মিশনে সমস্ত মাপকাঠি অতিক্রম করায় কেন্দ্রীয় সরকার ঐ প্রকল্পে ২০২৪-২৫ অর্থবর্ষের প্রথম কিস্তির প্রায় ২০০ কোটি টাকা রাজ্যকে দিতে চলেছে।

বিগত বছরে ওই প্রকল্পে উন্মুক্ত শৌচ বন্ধ করা, বর্জ্য ব্যবস্থাপনার মত নানা প্রকল্পে রাজ্য দেশের মধ্যে মডেল হিসেবে উঠে এসেছে। প্রথম কিস্তির টাকা পেতে তার আগের অর্থবর্ষের বরাদ্দ অর্থের প্রায় ৮৭ শতাংশ খরচ করতে হয়। রাজ্য এই মাপকাঠি ইতিমধ্যেই সম্পূর্ণ করে খরচের নথি সহ প্রয়োজনীয় সমস্ত নথি কেন্দ্রকে পাঠিয়েছে। তার যাচাই প্রক্রিয়া শেষ করে কেন্দ্রের তরফে সন্তোষ প্রকাশ করা হয়েছে বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে। দ্রুত বরাদ্দ ছাড়ার ও ইঙ্গিত দেওয়া হয়েছে।

রাজ্যকে ‘উন্মুক্ত স্থানে মলত্যাগের সমস্যা’ মুক্ত করা থেকে শুরু করে বর্জ্য ব্যবস্থাপনা, সমস্ত ক্ষেত্রেই দেশের মধ্যে নজির তৈরি করেছে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের সরকার। এজন্য ২০২৩-২৪ অর্থবর্ষে রাজ্যকে ‘স্বচ্ছ ভারত মিশন’ প্রকল্পের পাঁচটি কিস্তির টাকা দিতে কার্যত বাধ্য হয়েছিল মোদি সরকার। । প্রসঙ্গত, গত দুই অর্থবর্ষে এই খাতে প্রায় ২৫০০ কোটি টাকা রাজ্য পেয়েছে। তার মধ্যে অন্যান্য রাজ্যের মতো প্রথম তিন থেকে চারটি কিস্তির সঙ্গে আছে অতিরিক্ত কিস্তিরও অর্থ। কাজের অগ্রগতির জোরেই রাজ্য অতিরিক্ত কিস্তির টাকা পেয়েছিল বলেই প্রশাসনের দাবি। এটা অনেক রাজ্যই পায়নি। বলা হয়েছে কেন্দ্রের রিপোর্টে কেন্দ্রের তরফে একই সঙ্গে জাতীয় স্তরের বিভিন্ন অনুষ্ঠানে বাংলাকে ‘মডেল’ হিসেবে সামনে রেখে কাজ করার কথাও বলা হয়েছে।

আরও পড়ুন- বিজয় দিবসের অনুষ্ঠানে সেনাবাহিনীর আত্মত্যাগকে কুর্নিশ মুখ্যমন্ত্রীর

_

_

_

_

_

_

_

_

spot_img

Related articles

ভোটার লিস্টে কারচুপির অভিযোগ! সাসপেন্ড কাকদ্বীপের সহকারী সিস্টেম ম্যানেজার, রিপোর্ট তলব কমিশনের

অনৈতিক উপায়ে ভোটার লিস্টের তথ্য বিকৃতির অভিযোগে নির্বাচন কমিশনে কাজ করা এক সরকারি কর্মীকে সাসপেন্ড করা হলো। অভিযুক্তের...

বাগবাজারে নির্মীয়মান বাড়ি থেকে উদ্ধার জ্বলন্ত দেহ! 

শনির সকালে বাগবাজারে (Bagbazar) একটি নির্মীয়মান বাড়ি থেকে অজ্ঞাতপরিচয় ব্যক্তির জ্বলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয়রা বলছেন,...

প্রথম না হয়েও দোহা ডায়মন্ড লিগে পুরুষদের জ্যাভলিন থ্রোতে নজির নীরজের

তিনি রেকর্ড গড়েন, আবার নিজের রেকর্ড নিজেই ভাঙেন। ভারতের 'সোনার ছেলে' দোহা ডায়মন্ড লিগে (Doha Diamond League 2025)...

ছত্রপতি শিবাজী বিমানবন্দরে হামলার হুমকি! মুম্বইয়ে জারি সর্তকতা

বাণিজ্য নগরীতে নাশকতার ছক! শনিবার সকালে ছত্রপতি শিবাজী মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে (Chhatrapati Shivaji Maharaj International Airport Mumbai) বোমা...