Saturday, August 23, 2025

কেন্দ্রের স্বীকৃতি, প্রাণীজ প্রোটিন উৎপাদনে উত্তরপ্রদেশ-মহারাষ্ট্রকে ছাপিয়ে দেশের সেরা বাংলা

Date:

ফের কেন্দ্রের স্বীকৃতি। প্রাণীজ প্রোটিন উৎপাদনে দেশের সেরা পশ্চিমবঙ্গ। বিজেপি শাসিত দুই রাজ্য উত্তরপ্রদেশ ও মহারাষ্ট্রকে পিছনে ফেলে সেরার তকমা পেয়েছে বাংলা।এ কথা জানিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এই বিষয়ে ‘এক্স’ হ্যান্ডলে পোস্ট করেছেন। মুখ্যমন্ত্রী লিখেছেন, এটা জেনে আমার খুব আনন্দ হচ্ছে যে পশ্চিমবঙ্গ প্রাণীজ সম্পদ উৎপাদনের ক্ষেত্রে দেশের সেরা রাজ্য হয়ে উঠেছে। বড় রাজ্য উত্তরপ্রদেশকেও ছাপিয়ে গিয়েছে বাংলা। কেন্দ্রীয় সরকার এই স্বীকৃতি দিয়েছে। বাংলার প্রশংসা করা হয়েছে। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে প্রকাশ করা জাতীয় পশুপালন পরিসংখ্যান ২০২৪ অনুযায়ী, বাংলা এখন সারা দেশে সবচেয়ে বেশি মাংস উৎপাদনকারী রাজ্য। সারা দেশের মধ্যে বাংলায় ১২.৬২ শতাংশ মাংস উৎপাদন করা হচ্ছে। দুধ উৎপাদনের ক্ষেত্রে সর্বোচ্চ জাতীয় উন্নতির হার পশ্চিমবঙ্গের। জাতীয় গড় ৩.৭৮ শতাংশ হলেও, বাংলার দুধ উৎপাদনের হার ৯.৭৬। পোলট্রি ক্ষেত্রে ডিম উৎপাদনের ক্ষেত্রে আমাদের হার ১৮.০৮। এক্ষেত্রে জাতীয় গড় ৩.১৮ শতাংশ।

মুখ্যমন্ত্রী আরও লিখেছেন, এই সব সাফল্য আমাদের উদ্ভাবনী নীতি এবং কর্মসূচির প্রমাণ। এই সাফল্য আমাদের কৃষক ও উৎপাদনকারীদের শক্তির ইঙ্গিত দিচ্ছে। দেশের সবচেয়ে বড় রাজ্য উত্তরপ্রদেশ। দ্বিতীয় বৃহত্তম রাজ্য মহারাষ্ট্র।বাংলাতে মাংস ও ডিম উৎপাদন বৃদ্ধি পাওয়ায় অন্য রাজ্যগুলির উপর নির্ভরতা কমার সম্ভাবনা। একইসঙ্গে অন্য রাজ্যগুলিতে ডিম, দুধ, মাংস সরবরাহ করতে পারেন বাংলার উৎপাদনকারীরা। এর ফলে বাংলার অর্থনীতির উন্নতি হওয়ার আশা রয়েছে।ডিম, দুধ, মাংস তিন ধরণের প্রাণীজ প্রোটিন উত্‍পাদনের ক্ষেত্রেই অনেক এগিয়ে বাংলা।

 

Related articles

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...

রাজ্যে শুরু SIR প্রস্তুতি: একাধিক পদক্ষেপ নির্বাচন কমিশনের

গোটা দেশেই এসআইআর লাগু হবে ঘোষণা করে দিয়েছিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার (Gyanesh Kumar)। বিহারে ৬৫ হাজার...

আস্থা কোথায়? প্রধানমন্ত্রীর সভার দিন বুঝিয়ে দিলেন দিলীপ, কটাক্ষ তৃণমূলের

দৃশ্য এক, বিজেপির নক্ষত্রখচিত মঞ্চ। মালা, উত্তরীয়তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) বরণ করছেন একের পর এক বঙ্গবিজেপির...

বাংলা বিদ্বেষীকে পাশে বসিয়ে বাঙালি প্রেম! মোদির দ্বিচারিতাকে ধুইয়ে দিল তৃণমূল

বাংলায় এলেই বাংলা ভাষায় বক্তৃতা। এ তো নরেন্দ্র মোদির রেওয়াজ হয়েছেই। সম্প্রতি তিনি উত্তর ভারতের গোবলয়ের দেব-দেবী ছেড়ে...
Exit mobile version