সংস্কৃতি ভুলেছে! মেট্রো স্টেশনে যুবক-যুবতীর চুম্বনের ভিডিও মুহূর্তে ভাইরাল

সব মিলিয়ে একেকটি পোস্ট কয়েক হাজার থেকে কয়েক লক্ষ ভিউ (view) পায়। রিটুইট (retweet) হয় কয়েকশো

কালীঘাট মেট্রো স্টেশনে (Metro station) প্রকাশ্যে যুগলের চুম্বনের ঘটনায় চাঞ্চল্য শহর জুড়ে। একশ্রেণির নেটিজেনরা যখন যুগলের উপর অপসংস্কৃতির আঙুল তুলছেন। আরেক শ্রেণি ব্যস্ত কলকাতার সঙ্গে দিল্লির তুলনা টানতে। যদিও মাত্র কয়েক ঘণ্টায় ভিডিওটি ব্যাপক ভাইরাল (ভাইরাল ভিডিওর সত্যতা বিশ্ববাংলা সংবাদ যাচাই করেনি) হয়ে যায়। যার অর্থ, সমালোচনার বাহানাতে হলেও, দৃশ্যটি উপভোগ করতে কেউ ছাড়ছেন না।

সোশ্যাল মিডিয়ায় দাবি করা হয়, কালীঘাট মেট্রো স্টেশনে (Kalighat Metro station) সম্প্রতি এক যুগলকে গভীর চুম্বনে আবদ্ধ দেখা যায়। স্টেশনে উপস্থিত মেট্রো যাত্রীরা তাদের বিরত করার চেষ্টা করলেও থামানো যায়নি। অনেকেই তখন সেই দৃশ্যের ভিডিও করে ভাইরাল (viral) করে দেওয়ার পরামর্শ দেয়, এমনটাই ভিডিওতে দেখা যায়।

সোশ্যাল মিডিয়ায় (social media) এই ভিডিও আপলোড হতেই ভাইরাল হয়ে যায়। যারা শেয়ার করেন তাদের একাংশ দাবি করেন যুগলের নৈতিকতা চলে গিয়েছে, যার অর্থ তাদের সব গিয়েছে। আবার অনেকে আঙুল তোলেন নতুন প্রজন্মের মূল্যবোধ নিয়ে।

আবার আরেক শ্রেণীর নেটিজেন এই ভিডিও-র তুলনা শুরু করেন দিল্লি মেট্রোয় (Delhi metro) এরকমই এক যুগলের চুম্বনের সঙ্গে। তাদের বক্তব্যে প্রতিযোগিতায় সমর্থনও জানান অনেকে। সব মিলিয়ে একেকটি পোস্ট কয়েক হাজার থেকে কয়েক লক্ষ ভিউ (view) পায়। রিটুইট (retweet) হয় কয়েকশো।

তবে এর মধ্যে বিপরীত প্রতিক্রিয়াও পাওয়া যায়, যেখানে অনেকেই দাবি করেন প্রেম করায় কোনও অন্যায় নেই। আবার অনেকেই নেটিজেনদের নিজের চরকায় তেল দেওয়ারও পরামর্শ দেন।