Sunday, November 9, 2025

সাইবার ক্রাইম নিয়ন্ত্রণে ব্যর্থ ডবল ইঞ্জিন সরকার, কেন্দ্রও! অভিষেকের প্রশ্নে সংসদে পর্দাফাঁস

Date:

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লিখিত প্রশ্নের জবাবে মোদি সরকারের ও বিভিন্ন রাজ্যের ডবল ইঞ্জিন সরকারের ব্যর্থতার পর্দাফাঁস। দেশে ক্রমান্বয়ে বেড়ে চলা সাইবার অপরাধ নিয়ন্ত্রণে চূড়ান্ত ব্যর্থ হচ্ছে মোদি সরকার, প্রমাণ মিলেছে তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবার কেন্দ্রের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) লিখিত প্রশ্নের পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় সরকারের দেওয়া উত্তরেই৷

দেশের কোন রাজ্যে বাড়ছে সাইবার ক্রাইম (Cyber Crime) এবং এই অপরাধ নিয়ন্ত্রণের লক্ষ্যে কী পদক্ষেপ করছে মোদি সরকার ? লিখিত প্রশ্নের মাধ্যমে সরকারের থেকে জানতে চেয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ তাঁর সঙ্গে একই বিষয়ে প্রশ্ন করেছিলেন লোকসভার আরও ২২ জন সাংসদ৷ এই প্রশ্নের জবাবে কেন্দ্রীয় সরকারের তরফে লোকসভায় যে পরিসংখ্যান তুলে ধরেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বন্দি সঞ্জয় কুমার, সেখানে দেখা যাচ্ছে ২০২০ থেকে ২০২২- এই তিন বছরে সারা দেশে সাইবার ক্রাইমের ঘটনায় মামলা রুজু হয়েছে ১৬৮৯০২টি৷ এই তিন বছরে সাইবার ক্রাইম সংক্রান্ত অপরাধে লিপ্ত থাকার অভিযোগে গ্রেফতার হয়েছে ৭১৫৯৩ জন৷ এর মধ্যে সাজা প্রাপ্ত হয়েছে মাত্র ৩৫১২ জন৷ এর মধ্যে বিজেপিশাসিত রাজ্য উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র এবং মধ্যপ্রদেশে মারাত্মক ভাবে বাড়ছে সাইবার অপরাধ। সরকারি পরিসংখ্যানেই উঠে এসেছে এই তথ্য৷ বাংলায় তুলনামূলক ভাবে সাইবার অপরাধের সংখ্যা অনেক কম- জানানো হয়েছে কেন্দ্রীয় সরকারি পরিসংখ্যানে৷

বেড়ে চলা সাইবার অপরাধ নিয়ন্ত্রণের জন্য কোনও গঠনমূলক পদক্ষেপ কি নিচ্ছে মোদি সরকার? এই প্রশ্নের উত্তরে রীতিমত হোঁচট খেয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। তাঁর দাবি, আইন শৃঙ্খলার বিষয়টি রাজ্যের এক্তিয়ারভুক্ত৷ তারপরেও কেন্দ্রীয় সরকারের তরফে লাগাতার চেষ্টা করা হচ্ছে সাইবার ক্রাইম নিয়ন্ত্রণ করার৷ অর্থাৎ তাঁর মন্তব্য থেকেই স্পষ্ট, বিজেপিশাসিত রাজ্যগুলি সাইবার ক্রাইম নিয়ন্ত্রণে ব্যর্থ।

 


 

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...
Exit mobile version