ফের বৃষ্টির পূর্বাভাস, শীতেও ভিজবে কলকাতা-সহ ১২ জেলা!

বুধবার থেকে আংশিক মেঘলা আকাশ এবং শনিবার পর্যন্ত তাপমাত্রার পরিবর্তন না হওয়ার সম্ভাবনা

ফের বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস। আবহাওয়া দফতর সূত্রে বলা হয়েছে, আগামী মঙ্গলবার থেকে বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বৃষ্টির সম্ভাবনা। যদিও জাঁকিয়ে শীতের সম্ভাবনায় মশগুল বাঙালি। কিন্তু বৃষ্টি হলে শীতের পথে বাধা তৈরি হবে। আবহাওয়া দফতর জানিয়েছে, পশ্চিম হিমালয় থেকে ঝঞ্ঝা এবং বঙ্গোপসাগর থেকে আর্দ্রতা ঢুকে আগামী ১৭ ডিসেম্বর থেকে ১৮ ডিসেম্বরের মধ্যে রাজ্যের কয়েকটি জেলায় বৃষ্টির পরিস্থিতি তৈরি হতে পারে।

আলিপুর জানিয়েছে, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একইভাবে উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পং অঞ্চলেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সম্প্রতি তৈরি হওয়া নিম্নচাপের জেরেই শীতের মধ্যে এই বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে।এর ফলে কনকনে শীতের পথেও কিছুটা বাধা তৈরি হবে। আগামিকাল মঙ্গলবার থেকে দুই বঙ্গে গড়ে ২ থেকে ৪ ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে। বুধবার থেকে আংশিক মেঘলা আকাশ এবং শনিবার পর্যন্ত তাপমাত্রার পরিবর্তন না হওয়ার সম্ভাবনা।

মঙ্গলবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই সকালের দিকে কুয়াশা থাকবে। ঘন কুয়াশায় ঢাকবে পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদীয়া জেলা। বুধবার ঘন কুয়াশা সতর্কবার্তা পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান জেলাতে। অন্যদিকে মঙ্গলবার উত্তরবঙ্গে প্রায় সব জেলাতেই ঘন কুয়াশার সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া দফতর।

আগামী তিন থেকে চার দিন কনকনে ঠান্ডার আমেজ কম থাকবে। হাওয়া অফিস জানাচ্ছে, সাগরে নতুন করে নিম্নচাপ সৃষ্টির পূর্বাভাস রয়েছে। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও সংলগ্ন দক্ষিণ আন্দামান সাগরে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। আগামী ২৪ ঘণ্টায় এই ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হতে পারে দক্ষিণ বঙ্গোপসাগরে। যদিও এই নিম্নচাপের অভিমুখ থাকবে ফের তামিলনাড়ু উপকূলের দিকে।