শৈত্যপ্রবাহ উত্তর ভারত জুড়ে, রাজস্থানে দেখা মিলল বরফের!

বরফের অনুভূতি নিয়ে ঘুম ভাঙলো রাজস্থানের পার্বত্য শহর আজমেরের (Ajmer)। পারদ পতনের জেরে খোলা জায়গায় জমা বরফ (frost) দেখতে পান বাসিন্দারা

গত কয়েকদিন ধরেই ক্রমশ নিম্নমুখী উত্তর ভারতের পারদ। তীব্র শৈত্যপ্রবাহে (cold wave) কাশ্মীরের গুলমার্গ (Gulmarg) থেকে বারামুলা (Baramulla) ঢেকেছে বরফে। পার্বত্য এলাকা ছাড়িয়ে সমতলেও বরফের অনুভূতি পেয়েছেন পর্যটকরা। সোমবার ভোরের পারদ পতনে এবার বরফের দেখা পেল রাজস্থানের আজমের (Ajmer)।

উত্তর ভারতের শৈত্যপ্রবাহের জেরে প্রবল ঠান্ডার মুখে রাজধানী দিল্লি (Delhi)। রবিবার যেখানে তাপমাত্রা ৬.৪ ডিগ্রি সেলসিয়াস ছিল সেখানে সোমবার সকালে তাপমাত্রা নেমে দাঁড়ায় ৪.৫ ডিগ্রি সেলসিয়াস। কোথাও কোথাও ৪ ডিগ্রি তাপমাত্রাও পরিলক্ষিত হয়। একইভাবে শৈত্যপ্রবাহের শিকার পঞ্জাব (Punjab), হরিয়ানা (Haryana), পশ্চিম উত্তর প্রদেশের একাধিক জেলা।

তবে সোমবার সকাল হতেই বরফের অনুভূতি নিয়ে ঘুম ভাঙলো রাজস্থানের পার্বত্য শহর আজমেরের (Ajmer)। পারদ পতনের জেরে খোলা জায়গায় জমা বরফ (frost) দেখতে পান বাসিন্দারা। গাড়ির ছাদ, খোলা মাঠে পাতলা বরফের আস্তরণ দেখা যায়।

এই শৈত্যপ্রবাহ আরো বেশ কিছুদিন জারি থাকবে বলেই আবহাওয়া দফতর সূত্রে সতর্ক করা হয়েছে। উত্তর ভারতের একাধিক জায়গায় ঘন কুয়াশার আস্তরণ দেখা যায়। শিমলা (Shimla) শহরেও বরফ পান পর্যটকরা সোমবার।