দল অনুমোদন করে না: ফিরহাদের বিতর্কিত মন্তব্যের তীব্র নিন্দা তৃণমূলের

সংখ্যালঘু প্রসঙ্গে কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের (Firhad Hakim) বিতর্কিত মন্তব্য সমর্থন করে না তৃণমূল। দলের তরফে তীব্র নিন্দা করে অফিসিয়াল এক্স হ্যান্ডেলে স্পষ্ট জানানো হয়েছে, দল এই মন্তব্য অনুমোদন করে না। এই বক্তব্যে তৃণমূলের অবস্থান বা আদর্শ প্রকাশিত হয় না।

শনিবার, ধনধান্য অডিটোরিয়ামে ‘ফিরহাদ ৩০’ শীর্ষক অনুষ্ঠানে কলকাতার মেয়র মন্তব্য করেন, “উপরওয়ালার আশীর্বাদে একদিন সংখ্যাগুরু হবেন সংখ্যালঘুরা।” এই নিয়ে গত দুদিন ধরে রাজ্যজুড়ে আলোচনা হয়। সোমবার, নিজেদের অফিসিয়াল এক্স হ্যান্ডে তৃণমূল জানায়, “ফিরহাদ হাকিমের (Firhad Hakim) যে মন্তব্য করেছেন, তার থেকে তৃণমূল কংগ্রেস (TMC) পরিবার দৃঢ় ভাবে নিজেদের বিচ্ছিন্ন করছে এবং ওই মন্তব্যের তীব্র নিন্দা করছে। এই ধরনের মন্তব্যে দলের অবস্থান এবং আদর্শের প্রতিফলন ঘটে না। শান্তি, একতা এবং সাম্প্রদায়িক সম্প্রীতির পক্ষে আমাদের দলের দায়বদ্ধতা অপরিবর্তিত রয়েছে। পশ্চিমবঙ্গের সামাজিক বন্ধনকে হুমকির মুখে ঠেলে দেয় এমন যে কোনও মন্তব্যের বিরুদ্ধেই কঠোর ব্যবস্থা নেওয়া হবে।“