Friday, July 4, 2025

ব্যাটিং ব্যর্থতা নিয়ে প্রশ্ন উঠতে সাংবাদিককে একহাত বুমরাহর

Date:

গাব্বা টেস্টে একেবারেই ব্যাকফুটে ভারত। অ্যাডিলেডের পর গাব্বাতেই ব্যাটিং ব্যর্থতা অব্যাহত টিম ইন্ডিয়ার। অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে ৪৪৫ রানের জবাবে তৃতীয় দিনের শেষে ৪ উইকেট হারিয়ে ৫১ রান। এরপরই সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে। যেই আঁচ গিয়ে পড়ল সাংবাদিক সম্মেলনেও। এদিন ম্যাচ শেষে সাংবাদিক সম্মেলনে আসেন যশপ্রীত বুমরাহ। সেখানে ব্যাটিং ব্যর্থতা নিয়ে প্রশ্ন করেন এক সাংবাদিক। যদিও তার পালটা দিতে ছারলেন না টিম ইন্ডিয়ার সহ-অধিনায়ক।

এদিন সাংবাদিক সম্মেলনে বুমরাহকে এক সাংবাদিক প্রশ্ন করেন, ‘‘ব্যাটিং নিয়ে আপনার মূল্যায়ন কী? এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আপনি হয়তো সেরা ব্যক্তি নন। তবু গাব্বায় এই পরিস্থিতিতে দলের অবস্থা নিয়ে আপনার ধারণা কী?’’ এই প্রশ্ন শুনে একটু বিরক্ত হন বুমরাহ। যদিও সেই মুহুর্তে মজা করে উত্তর দেন রোহিতের ডেপুটি। এই প্রশ্নের উত্তরে বুমরাহ বলেন, ‘‘প্রশ্নটা বেশ আকর্ষণীয়। আপনি কি আমার ব্যাটিং দক্ষতা নিয়ে প্রশ্ন তুলছেন? আপনার গুগল করে দেখা উচিত টেস্ট ক্রিকেটে কার কত রান রয়েছে। মজা ছাড়ুন। এখন পরিস্থিতি অন্য রকম।’’

এদিকে ব্যাটিং-এর পাশাপশি বোলিং নিয়ে মুখ খুলেছেন বুমরাহ। বুমরাহ বলেন, “আমরা কারওর দিকে আঙুল তুলি না। আমাদের বোলিং বিভাগ একটা পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছে। আমার কাজ সবাইকে সাহায্য করা। আমাকেই সব করতে হবে, তার কোনও মানে নেই। আমাদের দলে এগারো জন রয়েছে। এটা একটা সফর। নিজেদের উন্নতি নিজেদেরই করতে হবে।“

অস্ট্রেলিয়ার ৪৪৫ রানের জবাবে ভারতের রান চার উইকেট হারিয়ে ৫১। গাব্বা টেস্টে ধুঁকছে টিম ইন্ডিয়া। ব্যাট হাতে ফের ব্যর্থ বিরাট কোহলি, যশস্বী জসওয়াল, ঋষভ পন্থরা। বল হাতেও দাপট দেখাতে পারেনি টিম ইন্ডিয়া। যশপ্রীত বুমরাহ বাদে ব্যর্থ জাদেজারা। ৬ উইকেট যশপ্রীত বুমরাহর। ২ উইকেট মহম্মদ সিরাজের। ১ টি করে উইকেট নেন আকাশ দীপ এবং নীতীশ রেড্ডি। উইকেট পাননি রবীন্দ্র জাদেজার।

আরও পড়ুন- চ্যাম্পিয়ন্স ট্রফিতে কেন পাকিস্তানে দল পাঠাবে না বিসিসিআই ? মুখ খুললেন বোর্ডের সহ-সভাপতি

Related articles

গিলের চওড়া ব্যাটে রানের পাহাড়ে টিম ইন্ডিয়া

শুভমন গিলের (Shubman Gill) অধিনায়কোচিতো ইনিংস। আর তাতেই রানের পাহাড়ে টিম ইন্ডিয়া। ইংল্যান্ডের বিরুদ্ধে এজবাস্টনে (Edgebaston) ইতিহাস লিখেছেন...

রেলের সিগন্যাল কেবল ক্ষতিগ্রস্ত করার অভিযোগ ওড়াল ডব্লিউবিএসইডিসিএল 

রেলের সিগন্যাল কেবল ক্ষতিগ্রস্ত করার অভিযোগ ওড়াল ডব্লিউবিএসইডিসিএল। সংস্থার স্পষ্ট বক্তব্য, ওভারহেড তারের বদলে আন্ডারগ্রাউন্ড কেবল সিস্টেম করা...

কেন রুদ্ধদ্বার শুনানি? বিজেপির ‘ধর্ষকবন্ধু’ কার্তিক মহারাজের জবাব চাইল হাই কাের্ট 

ধর্ষণের অভিযোগে পুলিশি তলবে সাড়া না দিয়ে গ্রেফতারি এড়াতে হাইকোর্টের শরণাপন্ন হয়েছেন বিজেপির ‘ধর্ষকবন্ধু’ কার্তিক মহারাজ। বিচারপতি জয়...

বেসরকারি হাসপাতালে চিকিৎসকদের হুমকির অভিযোগ! বিজেপি নেতা কৌস্তভকে নোটিশ থানার 

ওয়্যারলেস মোড় লাগোয়া একটি বেসরকারি হাসপাতালে রোগীমৃত্যু ঘিরে অশান্তির আবহে বিজেপি নেতা ও আইনজীবী কৌস্তভ বাগচীর বিরুদ্ধে ‘হুমকি‑হেনস্তা’র...
Exit mobile version