Thursday, August 21, 2025

ব্যাটিং ব্যর্থতা নিয়ে প্রশ্ন উঠতে সাংবাদিককে একহাত বুমরাহর

Date:

গাব্বা টেস্টে একেবারেই ব্যাকফুটে ভারত। অ্যাডিলেডের পর গাব্বাতেই ব্যাটিং ব্যর্থতা অব্যাহত টিম ইন্ডিয়ার। অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে ৪৪৫ রানের জবাবে তৃতীয় দিনের শেষে ৪ উইকেট হারিয়ে ৫১ রান। এরপরই সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে। যেই আঁচ গিয়ে পড়ল সাংবাদিক সম্মেলনেও। এদিন ম্যাচ শেষে সাংবাদিক সম্মেলনে আসেন যশপ্রীত বুমরাহ। সেখানে ব্যাটিং ব্যর্থতা নিয়ে প্রশ্ন করেন এক সাংবাদিক। যদিও তার পালটা দিতে ছারলেন না টিম ইন্ডিয়ার সহ-অধিনায়ক।

এদিন সাংবাদিক সম্মেলনে বুমরাহকে এক সাংবাদিক প্রশ্ন করেন, ‘‘ব্যাটিং নিয়ে আপনার মূল্যায়ন কী? এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আপনি হয়তো সেরা ব্যক্তি নন। তবু গাব্বায় এই পরিস্থিতিতে দলের অবস্থা নিয়ে আপনার ধারণা কী?’’ এই প্রশ্ন শুনে একটু বিরক্ত হন বুমরাহ। যদিও সেই মুহুর্তে মজা করে উত্তর দেন রোহিতের ডেপুটি। এই প্রশ্নের উত্তরে বুমরাহ বলেন, ‘‘প্রশ্নটা বেশ আকর্ষণীয়। আপনি কি আমার ব্যাটিং দক্ষতা নিয়ে প্রশ্ন তুলছেন? আপনার গুগল করে দেখা উচিত টেস্ট ক্রিকেটে কার কত রান রয়েছে। মজা ছাড়ুন। এখন পরিস্থিতি অন্য রকম।’’

এদিকে ব্যাটিং-এর পাশাপশি বোলিং নিয়ে মুখ খুলেছেন বুমরাহ। বুমরাহ বলেন, “আমরা কারওর দিকে আঙুল তুলি না। আমাদের বোলিং বিভাগ একটা পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছে। আমার কাজ সবাইকে সাহায্য করা। আমাকেই সব করতে হবে, তার কোনও মানে নেই। আমাদের দলে এগারো জন রয়েছে। এটা একটা সফর। নিজেদের উন্নতি নিজেদেরই করতে হবে।“

অস্ট্রেলিয়ার ৪৪৫ রানের জবাবে ভারতের রান চার উইকেট হারিয়ে ৫১। গাব্বা টেস্টে ধুঁকছে টিম ইন্ডিয়া। ব্যাট হাতে ফের ব্যর্থ বিরাট কোহলি, যশস্বী জসওয়াল, ঋষভ পন্থরা। বল হাতেও দাপট দেখাতে পারেনি টিম ইন্ডিয়া। যশপ্রীত বুমরাহ বাদে ব্যর্থ জাদেজারা। ৬ উইকেট যশপ্রীত বুমরাহর। ২ উইকেট মহম্মদ সিরাজের। ১ টি করে উইকেট নেন আকাশ দীপ এবং নীতীশ রেড্ডি। উইকেট পাননি রবীন্দ্র জাদেজার।

আরও পড়ুন- চ্যাম্পিয়ন্স ট্রফিতে কেন পাকিস্তানে দল পাঠাবে না বিসিসিআই ? মুখ খুললেন বোর্ডের সহ-সভাপতি

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version