I.N.D.I.A.-র নেত্রী হোন মমতাই: আলোচনা চেয়ে আওয়াজ তুললেন অভিষেক

I.N.D.I.A.-র মুখ করা হোক তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেই (Mamata Banerjee)। অভিজ্ঞতার নিরিখে বাংলার মুখ্যমন্ত্রীর ধারে-ভারের আশেপাশে কোনও নেতাই নেই। সোমবার, সংসদ ভবন চত্বরে দাঁড়িয়ে সাফ জানালেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) । তাঁর কথায়, মমতাই সব থেকে বর্ষীয়ান নেত্রী৷

এদিন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন, “I.N.D.I.A.-র বৈঠকে এই বিষয় নিয়ে আলোচনা করবেন৷  উনি (মমতা বন্দ্যোপাধ্যায়) সব থেকে বর্ষীয়ান নেত্রী৷ তিনবারের মুখ্যমন্ত্রী এবং চারবারের কেন্দ্রীয় মন্ত্রীও। ওনার নেতৃত্ব দেওয়ার বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হওয়া প্রয়োজন৷“

এই পরিপ্রেক্ষিতেই তৃণমূল কংগ্রেসকে আঞ্চলিক দল হিসেবে ছোট করে দেখার কোনও অর্থ নেই। এই প্রসঙ্গে কংগ্রেসকে নিশানা করে অভিষেক বলেন, “কোনও দলকে ছোট করে দেখা উচিত নয়৷ তৃণমূল কংগ্রেসই ইন্ডিয়া-র একমাত্র দল, যারা কংগ্রেস এবং বিজেপি দুটি দলকেই হারিয়েছে। এর মাধ্যেই তৃণমূল কংগ্রেসের ক্ষমতা ও শক্তি প্রমাণিত হয়। কংগ্রেস ও বিজেপি বারবার একই ভুল করে৷  আমরা এখানে এসেছি জনগণের ভোটে৷  আমাদের সংখ্যাটা ২৯ হলেও জনগণকে ছোট করে দেখা যায় না।“