Wednesday, November 5, 2025

ট্রাম্পের রাষ্ট্রপতি শপথে অনিশ্চয়তা! মুক্তি মিলল না পর্ন-ঘুষকাণ্ডে

Date:

Share post:

আমেরিকার রাষ্ট্রপতি পদে নির্বাচিত হওয়ার পরেও হোয়াইট হাউসে (White House) প্রবেশ অনিশ্চয়তার মধ্যে পড়ল ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump)। পর্ন তারকাকে ঘুষের অভিযোগে প্রাদেশিক আদালতে মুক্তি মিললো না। ফলে হোয়াইট হাউসে ২০ জনুয়ারি প্রবেশের একটি পথ ট্রাম্পের জন্য বন্ধ হয়ে গেল।

পর্ন তারকাকে ঘুষ দেওয়ার অভিযোগে ম্যানহাটন আদালতের (Manhattan Court) বিচারক ডোনাল্ড ট্রাম্পকে দোষী সাব্যস্ত করেছিল। পাল্টা দোষ মুক্ত হওয়ার আবেদন জানান ট্রাম্প। দাবি করেছিলেন এই ধরনের অভিযোগ নির্বাচনের আগে ডেমোক্রেট (Democrat) প্রার্থীর প্রচার প্রক্রিয়াকে বিঘ্নিত করার জন্যই আনা হয়েছে। তবে সেই সময় ডিসেম্বরের পরবর্তী শুনানির দিকেই তাকিয়ে ছিল গোটা আমেরিকা।

ইতিমধ্যেই মার্কিন প্রেসিডেন্ট পদের নির্বাচিত হয়েছেন ট্রাম্প (Donald Trump), যার শপথ গ্রহণ (oath taking) ২০ জানুয়ারি। তবে সোমবারের আদালতের শুনানিতে বিচারক দাবি করেন ট্রাম্পের পক্ষে যে প্রমাণ দাখিল করা হয়েছে তা তার মুক্তির জন্য যথেষ্ট নয়। ট্রাম্পের আইনজীবী রাষ্ট্রপতি পদে নির্বাচিত ব্যক্তির সুপ্রিম কোর্টের (Supreme Court) দেওয়া রক্ষাকবচের (immunity) কথা উল্লেখ করেন। অভিযোগ যা এসেছে তা ট্রাম্পের ব্যক্তিগত স্বভাবের সঙ্গে সম্পর্কিত। তাতে জনপ্রতিনিধি হওয়ায় কোনও সমস্যা নেই, দাবি ট্রাম্পের আইনজীবীর। তবে সেই যুক্তিতেও আমল দেননি বিচারক।

সোমবার আদালতে ৪১ পাতার যে পর্যবেক্ষণ প্রকাশিত হয় তাতে উল্লেখ করা হয়েছে অভিযুক্তের পক্ষের তথ্য প্রমাণে ভুল রয়েছে। তদন্ত প্রক্রিয়ায় কোন ভুল নেই। পাল্টা ট্রাম্পের আইনজীবী প্রশ্ন তোলেন এই রায়ে সুপ্রিম কোর্টের নির্দেশকে লংঘন করা হচ্ছে। যদিও সেই আপত্তি ধোপে টেকেনি। যার ফলে ২০ জানুয়ারি ট্রাম্পের শপথ প্রশ্নের মুখে থেকে যাচ্ছে।

spot_img

Related articles

ভূস্বর্গে ফের সেনা-জঙ্গি গুলির লড়াই শুরু

ফের জম্মু-কাশ্মীরে (Jammu and Kashmir) জঙ্গিদের সঙ্গে ভারতীয় সেনাবাহিনীর গুলির লড়াই শুরু হল। সেনাবাহিনী কাশ্মীরের কিশতওয়ারের ছত্রু এলাকায়...

রাস পূর্ণিমায় রাজ্যবাসীকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

রাস পূর্ণিমা (Raas Purnima 2025) উপলক্ষে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুধবার সকালে তিনি...

বুধবার ভোরে তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া

ফের ভূমিকম্প ইন্দোনেশিয়ায় (Earthquake in Indonesia)। বুধবার রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৬.২। ইন্দোনেশিয়ার জিও-ফিজিক্স এজেন্সি BMKG...

নিম্নচাপের সম্ভাবনার মাঝেই রাজ্যে হিমেল পরশ, উত্তরে ঝকঝকে আকাশ দক্ষিণে বৃষ্টির পূর্বাভাস 

ভোররাতে ঘন কুয়াশা দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। সকাল থেকে হালকা হিমেল পরশ । অফিসিয়ালি শীত (Winter) আগমনের ঘোষণা হয়নি...