Monday, August 25, 2025

জাল পাসপোর্ট (fake passport) তৈরি করে তা বাংলাদেশের নাগরিকদের হাতে তুলে দেওয়ায় এবার নাম জড়ালো ডাক বিভাগের। পোস্ট অফিসের (postal department) এক অস্থায়ী কর্মীকে (contractual worker) গ্রেফতার করল কলকাতা পুলিশ। এই গ্রেফতারিতে অনেকাংশে খুলেছে এই চক্রের জাল। তবে কোথায় রয়েছেন জাল পাসপোর্ট ধারীরা এবার খোঁজ শুরু পুলিশের। এপর্যন্ত এই তদন্তে গ্রেফতারির সংখ্যা দাঁড়ালো চারজনে।

রাজ্যের জাল পাসপোর্ট চক্র চালানোর পিছনে সরকারি সংস্থার যে হাত রয়েছে তা নিয়ে সন্দেহ ছিলই কলকাতা পুলিশের। এর আগে ধৃত ৩ অভিযুক্তের সূত্র ধরে এবার জালে ডাকবিভাগের (postal department) অস্থায়ী কর্মী (contractual worker) তারকনাথ সেন। বসিরহাট থেকে তাকে গ্রেফতার করে পুলিশ তার কাছ থেকে উদ্ধার হয়েছে বেশ কিছু জাল পাসপোর্ট।

পাসপোর্ট তৈরিতে বড় ভূমিকা থাকে ডাক বিভাগের। পোস্টের মাধ্যমে উপভোক্তার হাতে পৌঁছে যায় পাসপোর্ট। পুলিশের তদন্তে উঠে এসেছে ডাক বিভাগের এই অস্থায়ী কর্মী পাসপোর্টে ভুয়ো ঠিকানা (fake address) জুড়ে তা ভো নাগরিকদের হাতে তুলে দেওয়ার কাজ করতেন। পোস্ট অফিস থেকেই ভুয়ো ঠিকানা জোড়া হত জাল পাসপোর্টে। এমনকি ভুয়ো পরিচয়পত্রগুলিতেও (fake identity) ভুয়ো ঠিকানা জোড়ার কাজ পোস্ট অফিস থেকেই চালানো হত বলে তদন্তে উঠে এসেছে।

পুলিশের তদন্তে আরও চাঞ্চল্যকর দাবি নির্দিষ্ট কয়েকটি পোস্ট অফিসের (post office) মাধ্যমে দেওয়া হত এই ভুয়ো ঠিকানার পাসপোর্টগুলি। আপাতত সেই পোস্ট অফিসগুলি নিয়েও তদন্ত চালাচ্ছে পুলিশ। তবে যাদের হাতে রয়েছে এই ভুয়ো পাসপোর্ট (fake passport) তারা এখন কোথায় খোঁজ চালাচ্ছে পুলিশ।

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version