Friday, November 7, 2025

ফের বঞ্চনা কেন্দ্রের! কম্পোজিট গ্রান্টে ২২ কোটি দিচ্ছে রাজ্য

Date:

Share post:

নিয়ম অনুযায়ী উচ্চ প্রাথমিক, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরে কম্পোজিট গ্রান্টের টাকা কেন্দ্র এবং রাজ্য অর্ধেকভাবে দেয়। কিন্তু এক্ষেত্রেও রাজ্যের প্রতি বঞ্চনা কেন্দ্রের। বছর এক টাকাও দেয়নি কেন্দ্র। রাজ্য সরকার তার ভাগের ২৫ শতাংশ দিচ্ছে। ২২ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে ৮০০০ স্কুলের জন্য।

সোমবার এক বিজ্ঞপ্তি দিয়ে বিকাশ ভবনের তরফে জানানো হয়েছে, কোন খাতে কিভাবে এই টাকা খরচ করতে হবে। সমগ্র শিক্ষা মিশনের নির্দেশিকায় বলা হয়েছে, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকস্তরের স্কুলগুলিতে শৌচাগার ও স্কুল পরিষ্কার, পানীয় জলের সুবিধা এবং ল্যাবরেটরি উন্নয়নের জন্য আরও ১০ শতাংশ বরাদ্দ করা হবে। এছাড়াও যে সমস্ত স্কুলে অতিরিক্ত বিদ্যুৎ বিল আসবে সেখানেও টাকা দেবে রাজ্য। শিক্ষক বা শিক্ষা কর্মীদের মোবাইল বিল, গাড়ির খরচ এই তালিকার বাইরে রাখা হয়েছে। স্কুলের পড়ুয়ার সংখ্যার উপর নির্ভর করে সংশ্লিষ্ট স্কুলে খরচের পরিমাণের হিসেব ইতিমধ্যেই ফুল পরিদর্শকদের কাছে পাঠিয়েছে বিকাশ ভবন। সেখানে স্পষ্ট জানানো হয়েছে, যে সমস্ত স্কুলের পড়ুয়ার সংখ্যা ৩০ সেখানে ২৫০০ টাকা বরাদ্দ করা হয়েছে। যেই সমস্ত স্কুলের পড়ুয়া সংখ্যা ৩০ থেকে ১০০ এর মধ্যে সে সমস্ত স্কুলকে দেওয়া হবে ৬২৫০ টাকা। ১০০ থেকে ২৫০ পড়ুয়ার সংখ্যা রয়েছে যে স্কুলে সেখানে ১২ হাজার ৫০০ টাকা দেওয়ার কথা বলা হয়েছে। একইসঙ্গে, ২৫০-১০০০ পড়ুয়া হলে সেই স্কুল পাবে ১৮৭৫০ টাকা। হাজারের বেশি পড়ুয়ার সংখ্যা হলে, তাদের দেওয়া হবে ২৫ হাজার টাকা।

আরও পড়ুন- CBI-এর বিরোধিতায় ডোরিনা ক্রসিংয়ে ধর্না কেন? প্রশ্ন তুলে চিকিৎসকদের যৌথ মঞ্চকে তুলোধনা কুণালের

_

_

_

_

_

_

_

_

_

spot_img

Related articles

আজ স্কুল সার্ভিস কমিশনের একাদশ-দ্বাদশের শিক্ষক নিয়োগের ফলপ্রকাশ

সুপ্রিম রায়ে চাকরি হারানো থেকে এসএসসির (School Service Commission) নতুন করে পরীক্ষার দীর্ঘ পথ অতিক্রম করে এবার রেজাল্টের...

বলিউডে ফের শোকের ছায়া! প্রয়াত কিংবদন্তি গায়িকা – অভিনেত্রী সুলক্ষণা পণ্ডিত

বলিউডে শোকের ছায়া। প্রয়াত হিন্দি চলচ্চিত্র ও সঙ্গীত জগতের বিশিষ্ট ব্যক্তিত্ব সুলক্ষণা পণ্ডিত। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১...

ব্রিটিশ-তোষণে লেখা ‘জন গণ মন’! বিজেপি সাংসদের অপমানজনক মন্তব্যের তীব্র প্রতিবাদ তৃণমূলের

ব্রিটিশদের তোষণ করতেই নাকি লেখা হয়েছিল ‘জন গণ মন’। ভারতের জাতীয় সঙ্গীত নিয়ে এই ন্যক্কারজনক মন্তব্য করে ফের...

চিংড়িঘাটা মোড়ে যানজট কমাতে নতুন সেতু নির্মাণের উদ্যোগ কেএমডিএ-র

ইএম বাইপাসের চিংড়িঘাটা মোড়ে দীর্ঘদিনের যানজট সমস্যার সমাধানে বড় পদক্ষেপ নিতে চলেছে কেএমডিএ। শান্তিনগর খালের উপর বর্তমান সরু...