Friday, May 23, 2025

দেশের ২০ শতাংশ বাড়িতে পৌঁছয়নি জল, অভিষেকের প্রশ্নে বে-আব্রু বিজেপি-রাজ্যের ব্যর্থতা

Date:

Share post:

কেন্দ্রের তথ্যই বলছে বিগত শোচনীয় ব্যর্থ মোদি সরকার। ২০১৯-এ জল জীবন মিশন প্রকল্প ঘোষণা করে ঢাকঢোল পিটিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঘোষণা করেছিলেন, আগামী পাঁচ বছরে ঘরে ঘরে নলবাহিত পানীয় জল পৌঁছে দেওয়াই তাঁর লক্ষ্য। কিন্তু পাঁচ বছর শেষে দেখা যাচ্ছে, ২০ শতাংশ বাড়িতে এখনও নলবাহিত পানীয় জল পৌঁছয়নি। বিজেপিশাসিত রাজ্যগুলিই এই প্রকল্পে পিছিয়ে রয়েছে।

ডাবলইঞ্জিন সত্ত্বেও বিজেপি-রাজ্যগুলি প্রতি ঘরে ঘরে পৌঁছে দিতে পারেনি নলবাহিত পানীয় জল।২০২৪-এর শেষে কেন্দ্রের তথ্যেই উঠে এসেছে সেই সত্য। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নের জবাবে কেন্দ্রীয় গ্রামোন্নয়নমন্ত্রক যে নথি সামনে এনেছে, তাতে দেখা যাচ্ছে দেশের ৭৯ শতাংশ বাড়িতে নলবাহিত পানীয় জল পৌঁছেছে। তথ্য বলছে, দেশের চার কোটির বেশি বাড়িতে নলবাহিত পানীয় জল পৌঁছয়নি। সেইসব পরিবার এখনও পানীয় জলের জন্য ভরসা করে হস্তচালিত টিউবওয়েলের উপর।
অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রশ্ন করেছিলেন কেন জল জীবন মিশন প্রকল্পে নলবাহিত পানীয় জল ঘরে ঘরে পৌঁছে দিতে বিলম্ব, কী তার কারণ? কোনও বিশদ ব্যাখ্যা দিতে পারেনি কেন্দ্র। রাজ্য সরকারগুলির কোর্টে বল ঠেলেই দায় সেরেছে মোদি সরকার। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের তরফে বলা হয়েছে, প্রকল্পের পরিকল্পনা, নকশা তৈরি থেকে শুরু করে বাস্তবায়নের কাজ রাজ্য সরকারই করে। কেন্দ্রের তরফে ‘অপারেশনাল গাইডলাইন’ দেওয়া হয়েছে। কিন্তু বহু রাজ্যই সেই গাইডলাইন অনুযায়ী কাজ করছে না। তাই পাঁচ বছরে খুব বেশি এগোয়নি প্রকল্প রূপায়ণের কাজ।
কেন্দ্রের পেশ করা তথ্যই বলছে, ২০১৯ সালে জল জীবন মিশন প্রকল্প শুরু হওয়ার আগে দেশের ১৭ শতাংশ বাড়িতে নলবাহিত পানীয় জলের সংযোগ ছিল।

গত পাঁচ বছরে ৬২ শতাংশ বাড়িতে নলবাহিত জল পৌঁছেছে। এখনও ২০ শতাংশের বেশি বাড়িতে নলবাহিত জল পৌঁছয়নি। বিজেপিশাসিত রাজস্থান, মধ্যপ্রদেশ, ওডিশা, ছত্তিশগড় তাৎপর্যপূর্ণভাবে পিছিয়ে রয়েছে এই তলিকায়। রাজস্থানে ৪৫ শতাংশ, মধ্যপ্রদেশে ৩৩ শতাংশ, ওডিশায় ২৪ শতাংশ, ছত্তিসগড়ে ২০ শতাংশ বাড়িতে এখনও নলবাহিত জল পৌঁছয়নি। কেন্দ্রের তথ্যই বলছে, গোয়া, হিমাচলপ্রদেশ, পাঞ্জাবের মতো তুলনায় ছোটো রাজ্যগুলি একশো শতাংশ গ্রামীণ বাড়িতে নলবাহিত পানীয় জল পৌঁছে দিতে পেরেছে।

এ বিষয়ে কেন্দ্রকে একহাত নিয়েছেন রাজ্যর জনস্বাস্থ্য ও কারিগরিমন্ত্রী পুলক রায়। তিনি বলেন, কেন্দ্র শুধু প্রকল্প ঘোষণা করেই দায় সেরেছে। কিন্তু প্রকল্প রূপায়ণের জন্য জলের উৎস খোঁজা, জমি জোগাড় করা, বিদ্যুৎ সংযোগের ব্যবস্থা করা, রক্ষণাবেক্ষণ— সবই করতে হয় রাজ্য সরকারকে। প্রকল্পের ৫০ শতাংশ ব্যয়ও রাজ্য সরকার বহন করে। কেন্দ্র কিছুই করে না, শুধু প্রকল্প রূপায়ণে বিলম্বের জন্য রাজ্যকে দায়ী করে।

 

 

 

 

 

 

 

 

 

spot_img

Related articles

বাংলার কনিষ্ঠ অঙ্গদাতা হয়ে ইতিহাস গড়ল ১২ বছরের উমাঙ্গ! 

'জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর'—এই প্রবাদকে সত্যি প্রমাণ করল কলকাতার এক ১২ বছরের কিশোর,...

চিপস চুরির অপবাদ! অপমানে আত্মঘাতী ছাত্র, উত্তাল পাঁশকুড়া

চিপস চুরির অপবাদ সহ্য করতে না পেরে আত্মঘাতী হল পাঁশকুড়ার এক সপ্তম শ্রেণীর ছাত্র। বৃহস্পতিবার সকালে চিকিৎসাধীন অবস্থায়...

নির্বাচন ঘিরে একগুচ্ছ প্রতিশ্রুতি দেবাশিসের নেতৃত্বাধীন শাসক গোষ্ঠীর

বেশ কয়েকদিন আগেই ইস্তেহার প্রকাশ করেছিল মোহনবাগানে(Mohunbagan) এই মুহূর্তে বিরোধি গোষ্ঠী। সৃঞ্জয় বোসরা(Srinjoy Bose) সেখানে নানান প্রতিশ্রুতির কথা...

অনুমতি ছাড়া কর আদায় নয়! কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর, জারি নির্দেশিকাও 

ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থায় কোনও রকম সরকারি অনুমতি ছাড়া কর আদায় বন্ধ করতে কড়া নির্দেশ জারি করলেন মুখ্যমন্ত্রী মমতা...