Thursday, August 28, 2025

সিবিআইয়ের মামলায় জামিন চেয়ে কলকাতা হাইকোর্টে পিটিশন দাখিল অয়ন শীলের

Date:

কলকাতা পুরসভার নিয়োগ দুর্নীতির মামলায় অভিযুক্ত অয়ন শীল (Ayon Shil)। তিনি এর আগেও শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলায় গ্রেফতার হয়েছিলেন। এবার জামিনের (Bail) জন্য কলকাতা হাই কোর্টের (High Court) দ্বারস্থ হয়েছেন।

অয়ন শীল (Ayon Shil) তার মামলার শুনানি এবং জামিনের আবেদন জানিয়ে কলকাতা হাই কোর্টে পিটিশন দাখিল করেছেন। তিনি দাবি করেছেন যে, এই মামলায় জামিন পাওয়ার জন্য তিনি যোগ্য। ৪৫০ পাতার পিটিশন ফাইল করে অয়ন শীল বলেছেন, তিনি কোনও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত নন এবং তাই জামিন পেতে পারেন। আদালত সূত্রে জানা গিয়েছে যে, এই মামলার শুনানি আগামী বুধবার, ১৮ ডিসেম্বর হতে পারে।

প্রসঙ্গত , ইডি ২০২৩ সালে তাকে গ্রেফতার করে এবং পরে কলকাতা হাইকোর্ট তাকে জামিন মঞ্জুর করে। তবে সিবিআইয়ের মামলার কারণে তিনি জেলে বন্দি আছেন। সিবিআই তাকে পুর নিয়োগ দুর্নীতি মামলায় মূল অভিযুক্ত হিসেবে গ্রেফতার করে এবং তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছে।

কলকাতা হাই কোর্টে (High Court) জামিনের আবেদন করার আগে অয়ন জানিয়েছেন, তিনি সিবিআইয়ের মামলায়ও জামিন চান। তার মতে, পুরনিয়োগ দুর্নীতি মামলায় জামিন পাওয়ার পরই তিনি জেল থেকে মুক্তি পাবেন।

অয়নের আইনজীবী আদালতে বলেছেন, তার মক্কেলের বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ উঠেছে, সেগুলি উত্থাপন করার আগে জামিন দেওয়া উচিত।তবে সিবিআই এবং ইডি’র পক্ষ থেকে দাবি করা হয়েছে, অয়নের বিরুদ্ধে গুরুতর অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে, এবং তার বিরুদ্ধে যথাযথ তদন্ত চলছে। এই মামলায় জামিন দেওয়া হলে তদন্তের ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি হতে পারে ।

 

Related articles

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...

সুখবর! পুজোর আগে পার্ট টাইম কর্মীদের বেতন বাড়াল রাজ্য 

পুজোর আগে রাজ্যের আংশিক সময়ের কর্মীদের জন্য বড় সুখবর দিল নবান্ন। বিভিন্ন দফতর ও সরকার অধীনস্থ সংস্থায় কর্মরত...

অভিষেককে প্রাণনাশের হুমকি! হরিয়ানার আম্বালা থেকে গ্রেফতার মুর্শিদাবাদের যুবক

তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রাণে মারার হুমকি দিয়ে গ্রেফতার হলেন এক যুবক। হরিয়ানার আম্বালা থেকে...
Exit mobile version