Saturday, August 23, 2025

স্বীকৃতি পেল না ভারতের ‘গাঁয়ের বধূ’দের গল্প। ভারতীয় বিনোদন জগতে (Bollywood Entertainment Industry) ফিরল হতাশার ছবি।অস্কার দৌড় থেকে ছিটকে গেল ‘লাপাতা লেডিজ’ (Laapataa Ladies)। বুধবার গোটা টিমের পক্ষ থেকে সোশাল মিডিয়ায় বিবৃতি দিয়ে কিরণ রাও (Kiran Rao) লেখেন, ‘এবছর অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের শর্টলিস্টে লাপাতা লেডিজ জায়গা করে নিতে পারেনি, আমরা অবশ্যই হতাশ, তবে এই গোটা সফরে আমরা যে ভালোবাসা আর বিশ্বাস পেয়েছি তার জন্য কৃতজ্ঞও।’ আমির খানও (Amir Khan) জানিয়েছেন, সফর এখানেই শেষ নয়। আজ হয়নি, তবে একদিন নিশ্চয়ই হবে। বলিউডের পাশাপাশি টলিউডেরও মন খারাপ। জাতীয় পুরস্কারপ্রাপ্ত গায়িকা ইমন চক্রবর্তীর (Imon Chakraborty) গানও সেরা ১৫ তালিকায় অস্কারে (Oscar ) জায়গা করে নিতে পারেনি। সকাল সকাল সোশ্যাল মিডিয়া পেজে সেই খবর শেয়ার করেছেন গায়িকা নিজেই। লিখেছেন, “অস্কারের সেরা ১৫ টি গানের মধ্যে ‘ইতি মা’ জায়গা করতে পারেনি…।”স্বাভাবিকভাবেই এই খবরে মন ভেঙেছে সকলের।

 

আগামী বছরের অ্যাকাডেমি পুরস্কারে প্রাথমিকভাবে মনোনয়ন পায় বাংলা গান ‘ইতি মা’। তখন থেকেই আশার সঞ্চার হয়েছিল। অস্কারের সেরা ৮৯টি গানের তালিকায় ইন্দিরা ধর মুখোপাধ্যায় পরিচালিত ‘পুতুল’ ছবির গান জায়গা করে নিলেও, চূড়ান্ত বাছাই পড়বে বাদ পড়ল বাংলা গান। পরিচালক অবশ্য জানিয়েছেন যে এতদূর যে আসা সম্ভব হবে তিনি সেটা কল্পনাও করতে পারেননি। অস্কার নমিনেশনের জন্য যে বড় ক্যাম্পেইনের প্রয়োজন হয় এই গান বা সিনেমা নিয়ে সেরকম কোনও ভাবনা ছিল না। তবুও এত ভালবাসা এবং শুভেচ্ছা দেওয়ার জন্য অনুরাগী এবং অ্যাকাডেমির জুরি মেম্বার, অস্কার টিমকে ধন্যবাদ জানিয়েছেন ইন্দিরা।

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version