Saturday, July 5, 2025

স্বীকৃতি পেল না ভারতের ‘গাঁয়ের বধূ’দের গল্প। ভারতীয় বিনোদন জগতে (Bollywood Entertainment Industry) ফিরল হতাশার ছবি।অস্কার দৌড় থেকে ছিটকে গেল ‘লাপাতা লেডিজ’ (Laapataa Ladies)। বুধবার গোটা টিমের পক্ষ থেকে সোশাল মিডিয়ায় বিবৃতি দিয়ে কিরণ রাও (Kiran Rao) লেখেন, ‘এবছর অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের শর্টলিস্টে লাপাতা লেডিজ জায়গা করে নিতে পারেনি, আমরা অবশ্যই হতাশ, তবে এই গোটা সফরে আমরা যে ভালোবাসা আর বিশ্বাস পেয়েছি তার জন্য কৃতজ্ঞও।’ আমির খানও (Amir Khan) জানিয়েছেন, সফর এখানেই শেষ নয়। আজ হয়নি, তবে একদিন নিশ্চয়ই হবে। বলিউডের পাশাপাশি টলিউডেরও মন খারাপ। জাতীয় পুরস্কারপ্রাপ্ত গায়িকা ইমন চক্রবর্তীর (Imon Chakraborty) গানও সেরা ১৫ তালিকায় অস্কারে (Oscar ) জায়গা করে নিতে পারেনি। সকাল সকাল সোশ্যাল মিডিয়া পেজে সেই খবর শেয়ার করেছেন গায়িকা নিজেই। লিখেছেন, “অস্কারের সেরা ১৫ টি গানের মধ্যে ‘ইতি মা’ জায়গা করতে পারেনি…।”স্বাভাবিকভাবেই এই খবরে মন ভেঙেছে সকলের।

 

আগামী বছরের অ্যাকাডেমি পুরস্কারে প্রাথমিকভাবে মনোনয়ন পায় বাংলা গান ‘ইতি মা’। তখন থেকেই আশার সঞ্চার হয়েছিল। অস্কারের সেরা ৮৯টি গানের তালিকায় ইন্দিরা ধর মুখোপাধ্যায় পরিচালিত ‘পুতুল’ ছবির গান জায়গা করে নিলেও, চূড়ান্ত বাছাই পড়বে বাদ পড়ল বাংলা গান। পরিচালক অবশ্য জানিয়েছেন যে এতদূর যে আসা সম্ভব হবে তিনি সেটা কল্পনাও করতে পারেননি। অস্কার নমিনেশনের জন্য যে বড় ক্যাম্পেইনের প্রয়োজন হয় এই গান বা সিনেমা নিয়ে সেরকম কোনও ভাবনা ছিল না। তবুও এত ভালবাসা এবং শুভেচ্ছা দেওয়ার জন্য অনুরাগী এবং অ্যাকাডেমির জুরি মেম্বার, অস্কার টিমকে ধন্যবাদ জানিয়েছেন ইন্দিরা।

Related articles

সিরাজ, আকাশের দাপটে ফ্রন্টফুটে ভারত

বল হাতে দ্বিতীয় দিন দুরন্ত ফর্মে সিরাজ (Mohammed Siraj) ও আকাশদীপ (Akashdeep)। ইংল্যান্ডের বিরুদ্ধে এবার বড় লিডের লক্ষ্যে...

উত্তর কলকাতায় বাড়ি থেকে উদ্ধার জোড়া মৃতদেহ! মৃত্যুর কারণ ঘিরে ধোঁয়াশা

শুক্রবারের বৃষ্টিভেজা সন্ধ্যায় শহর কলকাতায় জোড়া রহস্যমৃত্যু। উত্তর কলকাতার আর্মহার্স্ট স্ট্রিট থানা (Amherst Street Police Station) এলাকার এক...

খড়্গপুরের প্রহৃত বামনেতার বিরুদ্ধেই ‘শ্লীলতাহানি’র অভিযোগ বেবির, মুখ্যমন্ত্রীকে খোলা চিঠি অনিলের স্ত্রীর

খড়্গপুরের বাম নেতা অনিল দাস (Anil Das) ওরফে ভীমবাবুর বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করার হুমকি দিলেন আইনজীবী ললিত...

ভোটের আগে ফের বিজেপির ডেইলি প্যাসেঞ্জারি ট্রেন্ড, ১৮ জুলাই রাজ্যে মোদি

বিধানসভা নির্বাচন (WB Assembly Election) যত এগিয়ে আসবে ততই এ রাজ্যে বিজেপির (BJP) কেন্দ্রীয় নেতাদের আনাগোনা বাড়বে -...
Exit mobile version