Tuesday, August 26, 2025

স্বীকৃতি পেল না ভারতের ‘গাঁয়ের বধূ’দের গল্প। ভারতীয় বিনোদন জগতে (Bollywood Entertainment Industry) ফিরল হতাশার ছবি।অস্কার দৌড় থেকে ছিটকে গেল ‘লাপাতা লেডিজ’ (Laapataa Ladies)। বুধবার গোটা টিমের পক্ষ থেকে সোশাল মিডিয়ায় বিবৃতি দিয়ে কিরণ রাও (Kiran Rao) লেখেন, ‘এবছর অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের শর্টলিস্টে লাপাতা লেডিজ জায়গা করে নিতে পারেনি, আমরা অবশ্যই হতাশ, তবে এই গোটা সফরে আমরা যে ভালোবাসা আর বিশ্বাস পেয়েছি তার জন্য কৃতজ্ঞও।’ আমির খানও (Amir Khan) জানিয়েছেন, সফর এখানেই শেষ নয়। আজ হয়নি, তবে একদিন নিশ্চয়ই হবে। বলিউডের পাশাপাশি টলিউডেরও মন খারাপ। জাতীয় পুরস্কারপ্রাপ্ত গায়িকা ইমন চক্রবর্তীর (Imon Chakraborty) গানও সেরা ১৫ তালিকায় অস্কারে (Oscar ) জায়গা করে নিতে পারেনি। সকাল সকাল সোশ্যাল মিডিয়া পেজে সেই খবর শেয়ার করেছেন গায়িকা নিজেই। লিখেছেন, “অস্কারের সেরা ১৫ টি গানের মধ্যে ‘ইতি মা’ জায়গা করতে পারেনি…।”স্বাভাবিকভাবেই এই খবরে মন ভেঙেছে সকলের।

 

আগামী বছরের অ্যাকাডেমি পুরস্কারে প্রাথমিকভাবে মনোনয়ন পায় বাংলা গান ‘ইতি মা’। তখন থেকেই আশার সঞ্চার হয়েছিল। অস্কারের সেরা ৮৯টি গানের তালিকায় ইন্দিরা ধর মুখোপাধ্যায় পরিচালিত ‘পুতুল’ ছবির গান জায়গা করে নিলেও, চূড়ান্ত বাছাই পড়বে বাদ পড়ল বাংলা গান। পরিচালক অবশ্য জানিয়েছেন যে এতদূর যে আসা সম্ভব হবে তিনি সেটা কল্পনাও করতে পারেননি। অস্কার নমিনেশনের জন্য যে বড় ক্যাম্পেইনের প্রয়োজন হয় এই গান বা সিনেমা নিয়ে সেরকম কোনও ভাবনা ছিল না। তবুও এত ভালবাসা এবং শুভেচ্ছা দেওয়ার জন্য অনুরাগী এবং অ্যাকাডেমির জুরি মেম্বার, অস্কার টিমকে ধন্যবাদ জানিয়েছেন ইন্দিরা।

Related articles

ভয় পেয়েই কুকথা শান্তনুর! ফাঁস মতুয়াদের নিয়ে নোংরা রাজনীতি

মতুয়াদের নিয়ে রাজনীতি করতে মাঠে নেমেছিলেন খোদ নরেন্দ্র মোদি। ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে আধিপত্য কায়েমে বিজেপির নোংরা রাজনীতি দীর্ঘদিনের। ঠাকুরবাড়ির...

নীরবে প্রস্তুতি শামির, দলীপ দিয়েই কামব্যাকের লড়াই

কয়েকদিন আগে এশিয়া কাপের(Asia Cup) দল ঘোষণা হয়েছে। সেখানে সুযোগ পাননি মহম্মদ সামি(Mohammed Shami)। ভারতীয় দলে তিনি ফিরবেন...

রবি ঠাকুরের ‘কঙ্কাল’ থেকে ‘কনকচাপা’: পার্থর নাটক দেখতে ভিড় জিডি বিড়লা সভাঘরে

রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য ভাণ্ডার অবলম্বনে একের পর এক নাটক তৈরি হয়েছে— শারদোৎসব, রাজা, ডাকঘর, অচলায়তন, ফাল্গুনী, রক্তকরবী আজও...

২৮ অগাস্ট পরীক্ষা পিছিয়ে দেওয়ার আর্জি অধ্যক্ষদের, চিঠি মুখ্যমন্ত্রী -শিক্ষামন্ত্রীকেও

তৃণমূল ছাত্রপরিষদের (টিএমসিপি) প্রতিষ্ঠা দিবসকে ঘিরে ফের সরগরম হয়ে উঠল কলকাতা বিশ্ববিদ্যালয়। আগামী ২৮ অগাস্ট বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজগুলিতে...
Exit mobile version