Monday, December 22, 2025

নৌ সেনার স্পিডবোটেই দুর্ঘটনা! মৃত বেড়ে ১৩, প্রশ্ন নজরদারি নিয়ে

Date:

Share post:

এক নৌকায় একশোর বেশি যাত্রী ব্যস্ত নৌবন্দরে। নৌবাহিনীর স্পিড বোটের নিয়ন্ত্রণ হারিয়ে যাওয়া। যার জেরে প্রাণ গেল ১৩ জনের, যার মধ্যে তিনজন ভারতীয় নৌসেনা কর্মী। মৃতদের পরিবারকে ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণের প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাড়নবিশের। কিন্তু তারপরেও গেটওয়ে অফ ইন্ডিয়া (Gate Way of India) চত্বরে ফেরি চলাচলে নজরদারি নিয়ে প্রশ্ন উঠছেই। ২০০৮ সালে এই পথেই মুম্বইয়ে ঢুকে মারণ হামলা চালিয়েছিল লস্কর-এ-তৈবা।

বুধবার দুপুরে গেটওয়ে অফ ইন্ডিয়ায় নৌকা ডুবির (boat capsize) পর দ্রুত স্থানীয় মৎস্যজীবীরা প্রথমে উদ্ধার কাজে হাত লাগান। এরপর দ্রুত ঘটনাস্থলে আসে ভারতীয় নৌবাহিনীর (Indian Navy) ক্রাফ্ট, হেলিকপ্টার। মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাড়নবিশ (Devendra Fadnavis) জানান নৌকাডুবির ঘটনায় ১০১ জনকে উদ্ধার করা হয়েছে। ১৩ জনের মৃত্যু হয়েছে, এর মধ্যে ১০ জন সাধারণ নাগরিক এবং তিনজন নৌ বাহিনীর। দুজনের অবস্থা আশঙ্কাজনক, নৈসেনার হাসপাতালে তাঁদের চিকিৎসা চলছে।

স্থানীয় সময় সন্ধ্যে সাড়ে সাতটা পর্যন্ত উদ্ধার কাজ চালিয়েছে নৌ বাহিনী (Indian Navy), কোস্ট গার্ড (Indian Coast Guard) এবং পুলিশ। চারটি হেলিকপ্টার, ১১ টি ক্রাফট, একটি কোস্টগার্ডের নৌকা ও তিনটি পুলিশ ক্রাফট দিয়ে উদ্ধার কাজ চালানো হয়। তবে অন্ধকার হয়ে যাওয়ায় বন্ধ রাখতে হয় উদ্ধার কাজ। বৃহস্পতিবার সকালে বাকি নিখোঁজদের খোঁজ পাওয়া যেতে পারে বলে জানান মুখ্যমন্ত্রী। ফলে স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছে নৌকাটিতে কর্মীসহ ১১০ জনের বেশি ছিলেন। কিন্তু কিভাবে এত লোক একটি নৌকায় এলিফ্যান্টা কেভের (Elephanta Cave) দিকে রওনা দিল তা নিয়ে প্রশ্ন উঠছে।

মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাড়নবিশ জানান মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল থেকেই মৃতদের পরিবারকে অর্থ সাহায্য করা হবে। এই ঘটনায় পুলিশ এবং ভারতীয় নৌ সেনা যৌথভাবে তদন্ত চালাচ্ছে।

ভারতীয় নৌ সেনার (Indian Navy) পক্ষ থেকে জানানো হয় তাদের একটি ক্রাফট ইঞ্জিনের ট্রায়াল দেওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ওই যাত্রীবাহী নৌকায় ধাক্কা মারে। যার ফলে নৌকাডুবির ঘটনা ঘটে।

spot_img

Related articles

মূর্তি ঘিরে গুজব ছড়ানোর চেষ্টা জয়নগরে! কড়া পদক্ষেপের হুঁশিয়ারি প্রশাসনের

রবিবারের সকালে জয়নগরের একটি মন্দিরে কালী মূর্তির সামান্য ক্ষতি হওয়াকে কেন্দ্র করে সাময়িক উত্তেজনা ছড়ায় এলাকায়। তবে প্রশাসনের...

ডিজিটাল যুগেও লড়াইয়ে নতুন প্রজন্ম! সীমান্তের মাঠে ফুটবলের স্বপ্ন

ডিজিটাল যুগের টানাপোড়েনে যখন মোবাইল ও কম্পিউটারের দাপটে মাঠছাড়া হচ্ছে নতুন প্রজন্ম, তখন সীমান্তঘেঁষা সুন্দরবনের এক প্রান্তে ফুটবলকে...

জয়ের ধারা অব্যাহত সুন্দরবনের, হারল ব্যারেটোর দল

  জমজমাট শ্রাচি গ্রুপ আয়োজিত বেঙ্গল সুপার লিগ (Bengal super league)।সোমবার ছিল দুটি ম্যাচ। হাওড়া-হুগলি ওয়ারিয়র্সকে হারাল সুন্দরবন বেঙ্গল...

শীঘ্রই রাজ্যজুড়ে বৃহৎ পরিসরে BLA-দের নিয়ে ভার্চুয়াল বৈঠক করবেন অভিষেক: জানালেন তৃণমূল সভানেত্রী

কয়েকদিনের মধ্যেই আরও বৃহৎ পরিসরে BLA-দের নিয়ে ভার্চুয়াল বৈঠক করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।...