Thursday, August 21, 2025

নিয়োগ দুর্নীতি মামলায় সুজয়কৃষ্ণ ভদ্রের বিরুদ্ধে সিবিআই এবং ইডির বহু অভিযোগ আছে। কিন্তু প্রেসিডেন্সি জেলের ভিতরে তার আলাদা একটি জগৎ গড়ে উঠেছে। সেখানে তিনি সম্পূর্ণ অন্য ভূমিকায়। একেবারে ক্রিকেটারের ভূমিকায় তাকে দেখা যায়।তিনি রীতিমতো ক্রিকেট খেলেন। শুধুমাত্র তাই নয়, তিনি জেলের ক্রিকেট দলের ‘ক্যাপ্টেন’!গত কয়েক দিন অবশ্য শারীরিক অসুস্থতার কারণে মাঠে নামতে পারেননি। তবে তিনি ছিলেন নিজের দলের ‘মেন্টর’। তার সেই দল মঙ্গলবার বিপক্ষকে চার উইকেটে হারিয়ে লিগের ফাইনালে উঠেছে।যদিও, দীর্ঘ চেষ্টার পর সে দিনই তাকে নিজেদের হেফাজতে পেয়েছে সিবিআই।

প্রসঙ্গত, ২০২৩ সালের মে মাসে সুজয়কৃষ্ণকে গ্রেফতার করেছিল ইডি। দেড় বছরের বেশি সময় ধরে তিনি প্রেসিডেন্সি জেলে রয়েছেন। সংশোধনাগারের ভিতরেই সেখানকার আবাসিকদের নিয়ে প্রতি বছর শীতকালে একটি ক্রিকেট লিগের আয়োজন করেন জেল কর্তৃপক্ষ। আইপিএলের ধাঁচে সেই লিগের নাম দেওয়া হয়েছে ‘পিপিএল’ (প্রেসিডেন্সি প্রিমিয়ার লিগ)। অংশগ্রহণকারী দলগুলির নামও আইপিএলের সঙ্গে মিলিয়ে রাখা হয়েছে। জেলের ক্রিকেট লিগের সেমিফাইনালে মঙ্গলবার মুখোমুখি হয়েছিল কেকেআর (কলকাতা নাইট রাইডার্স) এবং সিএসকে (চেন্নাই সুপার কিংস)। সুজয়কৃষ্ণর দল কেকেআর। তারা রুদ্ধশ্বাস ম্যাচ জিতে পৌঁছে গিয়েছে ফাইনালে।

জানা গিয়েছে, ক্রিকেটের প্রতি বরাবরই ঝোঁক সুজয়কৃষ্ণের। বয়স ৬০ পেরোলেও সেই ঝোঁকে ভাটা পরেনি। এলাকার মানুষ জানেন, সুজয়কৃষ্ণ পাড়ার ক্লাবে চলে যেতেন সন্ধ্যার পরেই। ক্রিকেটে তো আগ্রহ ছিলই। ক্যারাম, তাস নিয়েও সময় কাটাতেন। প্রেসিডেন্সি জেলে গিয়ে মনের মতো ক্রিকেট দল পান। তার আগ্রহ এবং দক্ষতা বিবেচনা করে তাকেই দলের অধিনায়ক নির্বাচন করা হয়। কিছু দিন খেলার পর অবশ্য তিনি অসুস্থ হয়ে পড়েন। জেলের হাসপাতালে ছিলেন দীর্ঘ দিন।

নিয়োগ দুর্নীতিকাণ্ডে ইডির মামলায় কিছু দিন আগে সুজয়কৃষ্ণকে শর্তসাপেক্ষে জামিন দিয়েছে কলকাতা হাইকোর্ট। কিন্তু তাকে হেফাজতে নিতে চেয়ে নিম্ন আদালতের দ্বারস্থ হয়েছিল সিবিআই। নিম্ন আদালত তাকে সশরীরে হাজির করানোর নির্দেশ দিয়েছিল একাধিক বার। কিন্তু তিনি অসুস্থ থাকায় তাকে হাজির করানো যায়নি। জেল কর্তৃপক্ষ আদালতে তার মেডিক্যাল রিপোর্টও জমা দেন। সুজয়কৃষ্ণর জামিন এবং হেফাজত নিয়ে বিস্তর জলঘোলা হয়েছিল। শেষ পর্যন্ত মঙ্গলবার বিচার ভবনের বিচারক সুজয়কৃষ্ণর চার দিনের সিবিআই হেফাজত মঞ্জুর করেন। রাতেই তাকে জেল থেকে বার করেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকেরা। নিয়ে যাওয়া হয় জোকায় কেন্দ্রীয় সরকারি হাসপাতালে। স্বাস্থ্য পরীক্ষার পর রাত আড়াইটে নাগাদ তাকে নিজাম প্যালেসে সিবিআই হেফাজতে নিয়ে যাওয়া হয়েছে। আগামী চার দিন সেখানেই থাকতে হবে তাকে।

ফাইনাল ম্যাচ আপাতত নির্ধারিত ২৪ ডিসেম্বর। বড়দিনের আগের দিন। আর সুজয়কৃষ্ণর সিবিআই হেফাজত ২১ তারিখ পর্যন্ত। হেফাজত শেষে তিনি জেলে ফিরে ফাইনাল কেকেআর-কে ট্রফি জেতাতে পারবেন? এখন দেখার শেষ হাসি কে হাসে।

 

 

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version