IMA রাজ্য শাখায় নির্বাচিত নতুন কমিটির নাম ঘোষণা

রাজ্য সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন শান্তনু সেন (Santanu Sen)। যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত রঞ্জন ভট্টাচার্য, বিবর্তন সাহা, দ্বৈপায়ন মজুমদার।

0
2

নির্বাচনের মধ্যে দিয়ে আইএমএ-র (IMA) বঙ্গ শাখার নতুন কমিটি গঠিত হল। এই কমিটির মেয়াদ ২ বছর। বছর শেষে গঠিত নতুন কমিটি ২০২৫-এর শুরু থেকে কার্যকরী হবে। ২০২৭ সাল পর্যন্ত থাকবে এর মেয়াদ।

নির্বাচিত প্রতিনিধিদের তালিকা পেশ করল আইএমএ (IMA) রাজ্য শাখা। রাজ্য সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন শান্তনু সেন (Santanu Sen)। যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত রঞ্জন ভট্টাচার্য, বিবর্তন সাহা, দ্বৈপায়ন মজুমদার। এছাড়াও অর্থ সচিব পদে নির্বাচিত অভিক ঘোষ, যুগ্ম অর্থ সচিব শুভদীপ বোস।