Sunday, August 24, 2025

যোগীরাজ্যে নারী সুরক্ষা তলানিতে, শিক্ষিকাদের শৌচাগারে স্পাই ক্যামেরা!

Date:

যোগীরাজ্যে নারী সুরক্ষা যে তলানিতে সেই নিয়ে সন্দেহের অবকাশ নেই। প্রতিনিয়ত চলছে নারী নির্যাতন ও অত্যাচার। এবার স্কুলের ভেতরেও শিক্ষিকাদের সুরক্ষা নিয়ে উঠছে প্রশ্ন। উত্তরপ্রদেশের নয়ডার সেক্টর ৭০ এলাকায় একটি স্কুলে শিক্ষিকাদের শৌচাগারে স্পাই ক্যামেরা বসিয়ে ‘নজরদারি’র অভিযোগে উঠল স্কুলের মালিকের বিরুদ্ধে। ঘৃণ্য এই ঘটনায় ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন তিনি। ১০ ডিসেম্বর স্কুলের শৌচাগারে গিয়ে একটি বাল্‌ব সকেটের দিকে চোখ পড়তেই সন্দেহ হয় এক শিক্ষিকার। সেখান থেকে ক্ষীণ আলো দেখা যাচ্ছিল। কৌতূহলের বশে তিনি জিনিসটি হাতে নিতে দেখতে পান একটি ছোট্ট ক্যামেরা লাগানো রয়েছে। তিনি সেই মুহূর্তেই বিষয়টি স্কুলের নিরাপত্তারক্ষীকে জানান।

নিরাপত্তারক্ষীও নিশ্চিত করেন ওটা ক্যামেরা। এরপর সেই শিক্ষিকা স্কুল কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানান। তাঁর ক্ষোভ, সেদিন অভিযোগ শোনার পরেও স্কুলের ডিরেক্টর নবনীশ সহায় এবং কো-অর্ডিনেটর পারুল কোনও পদক্ষেপ গ্রহণ করেননি। উল্টে তাঁরা শিক্ষিকাকে কটু কথা শোনাতে থাকে। উপায় না দেখে থানায় যান ওই শিক্ষিকা। নয়ডা (সেন্ট্রাল) ডিসিপি শক্তিমোহন অবস্তি তদন্তের নির্দেশ দেন। প্রকাশ্যে আসে স্কুলের ডিরেক্টর নবনীশের কীর্তিকলাপ। পুলিশি জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেছেন, শিক্ষিকাদের শৌচাগারে ক্যামেরা তিনি বসিয়েছেন। সূত্রের খবর, ২২ হাজার টাকা দিয়ে স্পাই ক্যামেরা কিনেছিলেন। ক্যামেরাটি একটি বাল্‌ব হোল্ডারের সঙ্গে যুক্ত। ওই ক্যামেরা দিয়ে লাইভ স্ট্রিমিং ফুটেজ সংগ্রহ করতেন অভিযুক্ত মালিক। শিক্ষিকারা শৌচাগারে গেলে তিনি মোবাইল এবং ল্যাপটপে সেই দৃশ্য দেখতেন। এরপরেই অভিযুক্তকে গ্রেফতার করা হয়।

 

Related articles

‘মেরেই জেলে যাবো’, হুমকির পর স্ত্রীকে পিটিয়ে খুন স্বামীর

দাম্পত্য অশান্তি শেষমেশ রক্তাক্ত পরিণতির দিকে গড়াল। হুগলির দাদপুর থানার বিলাতপুর এলাকায় স্বামীর হাতে খুন হলেন স্ত্রী। ঘটনার...

বলিউডে অভিমান! দক্ষিণ ফিল্ম ইন্ডাস্ট্রিতে ডেবিউ দিব্যার

বলিউডের অভিনেত্রী দিব্যা দত্তা (Divya Dutta) এবার দক্ষিণ ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রাখলেন। হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে বহু ছবিতে...

ছোড়না নহি, লড়তে রহো: দিলীপকে রবি শঙ্করজি

সুমনের গানটা বোধহয় আবারও মনে পড়ে গিয়েছিল বিজেপির দিলীপ ঘোষের (Dilip Ghosh)। বেঙ্গালুরুতে রবি শঙ্করজীর (Ravi Shankar) সঙ্গে...

নাসার ‘নর্থস্টার’ হুগলির বঙ্গসন্তান গৌতম, উচ্ছ্বসিত কোন্নগরবাসী

দেশ হোক বা বিদেশ, সেরার সেরা মানেই সেখানে বাঙালির নাম জ্বলজ্বল করছে। অতীত, বর্তমান বা ভবিষ্যৎ- সময়কাল যাই...
Exit mobile version