Saturday, August 23, 2025

আম্বেদকর ইস্যুতে ধুন্ধুমার সংসদ চত্বর, রাহুলের ধাক্কায় মাথা ফাটল বিজেপি সাংসদের!

Date:

বৃহস্পতিবার সকালে বেনজির দৃশ্য সংসদ ভবন (parliament premises) চত্বরে। আম্বেদকার ইস্যু নিয়ে কংগ্রেস এবং বিজেপি সাংসদদের ধাক্কাধাক্কিতে রীতিমতো সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয় মকর দ্বারের সামনে। অভিযোগ, বিরোধী সাংসদরা মকরদ্বার আটকে বিক্ষোভ দেখানোর সময় বিজেপি সাংসদরা (BJP MP’s) জোর করে সংসদ ভবনে প্রবেশ করার চেষ্টা করেন। বাকবিতণ্ডা গড়ায় ধস্তাধস্তি পর্যন্ত। শুধু তাই নয় কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর (Rahul Gandhi) ধাক্কায় বিজেপি সাংসদ প্রতাপ চন্দ্র সারেঙ্গির (Pratap Chandra Sarengi) মাথা ফেটে রক্তারক্তি কাণ্ড বলে অভিযোগ।

এদিন অধিবেশন শুরুর আগে আম্বেদকর ইস্যুতে বিরোধী ও সরকারের মধ্যে সংঘাত সংঘর্ষে পরিণত হয়। বিরোধীদের দাবি, আম্বেদকরকে নিয়ে অবমাননাকর মন্তব্যের জন্য অমিত শাহকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। এমনকী শাহের ইস্তফাও দাবি করছে বিরোধী শিবির। বিরোধী সাংসদদের বিক্ষোভের মাঝে বিজেপি সাংসদরা কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন। এরপরই দু পক্ষের হাতাহাতিতে রক্ত ঝরে বালাসোরের বিজেপি সাংসদ প্রতাপ সারেঙ্গীর। তিনি অভিযোগের আঙুল তুলছেন রাহুল গান্ধীর দিকে। বিজেপি সূত্রের দাবি, রাহুল গান্ধী ফারুখাবাদের সাংসদ মুকেশ রাজপূতকে ধাক্কা মারেন। তিনি পড়ে যান প্রতাপ সারেঙ্গীর উপর। মুকেশকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে বলে খবর মিলেছে।

এই ঘটনায় কংগ্রেসের (Congress) দাবি, মকর দ্বারের সামনে রাহুল গান্ধী-সহ বিরোধীরা বিক্ষোভ দেখানোর সময় প্রিয়াঙ্কা গান্ধীকে (Priyanka Gandhi) উদ্দেশ্য করে কটূক্তি করেন বিজেপি সাংসদরা। তারপরই হাতাহাতি শুরু হয়ে যায়। প্রতাপ সারেঙ্গীর সঙ্গে পরে রাহুল দেখা করেছেন বলে জানা যাচ্ছে। এই ঘটনায় রাহুল গান্ধীকে প্রকাশ্য ক্ষমা চাইতে হবে বলে দাবি করেছেন কিরেন রিজিজু (Kiren Rijiju)। সংসদের ওই ঘটনা নিয়ে গান্ধীদের বিরুদ্ধে তোপ দেগেছেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য।

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version