Monday, November 3, 2025

ক্রিসমাসেও গান লিখে সুর দিলেন বাংলার মুখ্যমন্ত্রী, ক্রিসমাস কার্নিভালে দিলেন শান্তি-ভালবাসার বার্তা

Date:

দুর্গাপুজো-কালীপুজো-ভাইফোঁটা-ছটপুজোর পরে এবার ক্রিসমাসেও গান (Song) লিখলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বৃহস্পতবার, অ্যালেন পার্কে ক্রিসমাস (Christmas) কার্নিভালের উদ্বোধন করে একথা জানান তিনি। গানের কথা সুর মুখ্যমন্ত্রীর। গেয়েছেন শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়। এই ক্রিসমাসের কার্নিভাল চলবে ৩০ ডিসেম্বর পর্যন্ত। ২৪ ও ২৫ ডিসেম্বর পার্ক স্ট্রিট (Park Street) এলাকায় যান নিয়ন্ত্রণ করা হবে বলেও জানান মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী বলেন, “ক্রিসমাস মানে ভালোবাসা, আনন্দ, শান্তি, একতা।”

এর আগে বিভিন্ন অনুষ্ঠানের জন্য গান লিখেছেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। দুর্গাপুজো-কালীপুজো-ভাইফোঁটা-ছটপুজোর পরে এবারের শিল্প সম্মেলনের উদ্বোধনী সঙ্গীতও লেখেন মমতা। সেই গান দিয়েই শুরু হবে এবারের BGBS। এবারের কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের থিম সং-ও মুখ্যমন্ত্রীর ভাবনায় তৈরি। অ্যালেন পার্কে বড়দিনের উৎসবের সূচনায় নিজের লেখা গানের কথা জানান মমতা। বলেন, “প্রত্যেক উৎসবেই গান লিখি। তাই বড়দিনেও শান্তির জন্য গান লিখেছি। ছোট্ট করে একটা করেছি। সময় কম পেয়েছি। হাঁটতে হাঁটতেই পরশুদিন গান লিখে দিয়েছি।” রাজ্যের পর্যটন মন্ত্রী তথা সঙ্গীতশিল্পী ইন্দ্রনীল সেন জানান, ”৩৬ ঘণ্টা আগে ফোন করে তিনি জানালেন। সকাল পর্যন্ত তিনি বলছিলেন নানা সংশোধনের কথা।” মুখ্যমন্ত্রী বলেন, “২৪ ডিসেম্বরের রাতের প্রার্থনায় আমিও যোগদান করি। এবং এর জন্য আমি নিজেকে ভাগ্যবান মনে করি।” অনুষ্ঠান মঞ্চ থেকে শ্রোতাদের শোনানো হয় সেই গান। এরপরই মঞ্চে উপস্থিত ইন্দ্রনীল সেনকে বড়দিন উপলক্ষ্যে গান গাওয়ার অনুরোধ করেন মুখ্যমন্ত্রী।

১৯ ডিসেম্বর থেকে ক্রিসমাস ফেস্টিভাল শুরু হয়ে চলবে ৩০ ডিসেম্বর পর্যন্ত। ২০ ডিসেম্বর থাকছে শিল্পী রেমো ফার্নান্ডেজের গানের অনুষ্ঠান। খ্রিস্টান সম্প্রদায়ের তরফ থেকে ১৯ থেকে ২৩ ডিসেম্বর পর্যন্ত কলকাতার অ্যালেন পার্কে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ২৪ এবং ২৫ ডিসেম্বর অ্যালেন পার্ক বন্ধ থাকবে। একই সঙ্গে ওই দুদিন পার্কস্ট্রিটে যান চলাচল বন্ধ থাকবে বলে জানান মুখ্যমন্ত্রী। ২৬ ডিসেম্বর কলকাতা পুলিশ একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করবে। রাজ্যের তথ্য সংস্কৃতি ও পর্যটন দফতরের উদ্যোগে ২৭ থেকে বিভিন্ন সাংস্কৃতিক আয়োজন করা হবে ।

এদিন মুখ্যমন্ত্রী বলেন, “ক্রিসমাস মানে ভালোবাসা, আনন্দ, শান্তি, একতা। ঈশ্বরের কাছে প্রার্থনা। আমিও প্রার্থনা করি।”

Related articles

ঝুলনকে নিয়েই সাফল্যের উদযাপন স্মৃতিদের, বাঙালির গর্ব বিশ্বকাপজয়ী রিচা

পঙ্কজ রায় থেকে সৌরভ গঙ্গোপাধ্যায় বা ঝুলন গোস্বামী, ক্রিকেট বিশ্বের দরবারে বাংলার মুখ অনেকেই। কিন্তু সৌরভ-ঝুলনদের পাশে ছিল...

মায়ানগরীতেই স্বপ্নপূরণ, এক নজরে ব্যাটে বলে ধামাকাদার ম্যাচের স্কোর বোর্ড

মুম্বইকে বলা হয় মায়ানগরী। কত স্বপ্ন এখানে সফল হয়। এই মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ২০১১ সালে ২ এপ্রিল ওয়ানডে...

ক্রিকেটে বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের মেয়েরা: শুভেচ্ছা প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীর ও ক্রীড়ামন্ত্রীর

রবিবারের মধ্যরাতে রচিত হল নতুন ইতিহাস। প্রথমবার বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের মহিলা ক্রিকেট ব্রিগেড। ইতিহাস রচনা হওয়ার রাতে ভারতীয়...

দীপ্তি-শেফালিদের হাত ধরেই বিশ্ব জয়ের তৃপ্তি, ইতিহাস সৃষ্টি হরমনপ্রীতদের

বিশ্বসেরা ভারত(India)। মহিলাদের একদিনের বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চ্যাম্পিয়ন টিম ইন্ডিয়া। মুম্বই ইতিহাস সৃষ্টি ভারতীয় মহিলা দলের। প্রোটিয়াদের ...
Exit mobile version