এন্টালিতে কংগ্রেস-বিজেপি হাতাহাতি থামাতে গিয়ে মাথা ফাটল পুলিশের

দুপক্ষের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়।

আম্বেদকর ইস্যু নিয়ে যখন উত্তাল সংসদ, তার আঁচ এসে পড়ল কলকাতাতেও। রণক্ষেত্রের চেহারা নিল এন্টালি। বৃহস্পতিবার দুপুরে দফায় দফায় হাতাহাতিতে জড়িয়ে পড়ে কংগ্রেস ও বিজেপি কর্মী-সমর্থকরা। আর সেই ঝামেলা থামাতে গিয়ে মাথা ফাটল পুলিশের। রাজ্যসভায় সংবিধান সংক্রান্ত বিতর্কে অমিত শাহ বলেন, এখন এক ফ্যাশন হয়েছে- আম্বেদকর, আম্বেদকর, আম্বেদকর, আম্বেদকর। এতবার যদি ভগবানের নাম নিত তব সাতজন্ম স্বর্গবাস হয়ে যেত। শাহের ‘ফ্যাশন’ মন্তব্যে ক্ষোভে ফেটে পড়ে বিরোধী শিবির।

বৃহস্পতিবার সকালে সংসদের প্রবেশ দ্বারের সামনে বিক্ষোভ দেখাতে থাকেন কংগ্রেস-সহ বিরোধী সাংসদরা।সংসদে পড়ে গিয়ে চোট পান বিজেপির সাংসদ প্রতাপ চন্দ্র সারঙ্গি। তার অভিযোগের আঙুল কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর দিকে। অভিযোগ, তিনি সিঁড়িতে দাঁড়িয়েছিলেন। তখন রাহুল গান্ধী নাকি একজন সাংসদকে ধাক্কা মারেন। সেই সাংসদ তার গায়ের উপর পড়লে তিনি পড়ে যান ও মাথা ফেটে যায়। রাহুল গান্ধীর বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগ আনেন কিরণ রিজ্জু।

কংগ্রেস এবং বিজেপি শিবিরের মধ্যে প্রথমে কথা কাটাকাটি, পরে হাতাহাতি লেগে যায়। এই ঘটনার আঁচে উত্তপ্ত হয়ে ওঠে কলকাতার এন্টালি। বৃহস্পতিবার দুপুরে কংগ্রেস কর্মী-সমর্থকরা ওই এলাকায় অমিত শাহের কুশপুত্তলিকা দাহ করে। তাতেই ক্ষোভে ফেটে পড়ে গেরুয়া শিবির। দুপক্ষের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশবাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে মাথা ফাটে এক পুলিশকর্মীর।