Friday, November 7, 2025

দলবিরোধী কাজে কড়া পদক্ষেপ তৃণমূলের, বহিষ্কার ২ তৃণমূল নেতা, সাসপেন্ডের পরে গ্রেফতার তরুণ

Date:

Share post:

বিশৃঙ্খল আচরণে কড়া পদক্ষেপ। দুই নেতাকে বহিষ্কার করল তৃণমূল। তাঁদের মধ্যে রয়েছেন তৃণমূল (TMC) অধ্যাপক সংগঠন ওয়েবকুপার সহ-সভাপতি মণিঙ্কর মণ্ডল (Monishankar Mandol), তৃণমূলের মাধ্যমিক শিক্ষক সংগঠনের কার্যকরী সভাপতি প্রীতম হালদার (Pritam Haldar)। দল বিরোধী কার্যকলাপের জন্য যুব তৃণমূলের সম্পাদক তরুণ তিওয়ারিকে (Tarun Tiwari) সাসপেন্ড করল তৃণমূল। এর পরই তোলাবাজির অভিযোগে গ্রেফতার করা হয় ওই যুবনেতাকে। দল বিরোধী কাজ কোনওভাবেই বরদাস্ত করা হবে না। আগেই কড়া বার্তা দিয়েছিলেন তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই কারণেই এই পদক্ষেপ বলে জানান তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh)।

শিক্ষক সংগঠনের দুই নেতা মণিশঙ্কর ও প্রীতমের বিরুদ্ধে তৃণমূল নেতৃত্বের কাছে বেশ কিছুদিন ধরেই দলবিরোধী কাজের অভিযোগ জমা পড়েছিল। সূত্রের খবর, এই বিষয় দল থেকে তাঁদের সতর্কও করা হয়। কিন্তু তার পরেও স্যোশাল মিডিয়ায় লাইভ করে দলের নির্দেশের বাইরে গিয়ে কথা বলেন তাঁরা। কুণাল জানান, এটা দলের সাংগঠনিক বিষয়ে। শিক্ষা সেল এই বিষয়ে ব্যবস্থা নিয়েছে। এই সেলের প্রধান ব্রাত্য বসু। তাঁর কাছে এঁদের বিরুদ্ধে বিশৃঙ্খল আচরণের নির্দিষ্ট অভিযোগ জমা পড়ে। তার পরই এই দুই নেতাকেও বহিষ্কারের কথা জানান দলের শিক্ষা সংগঠনের সভাপতি ব্রাত্য। তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদকের কথায়, অগাস্ট থেকে সরকারের বিরুদ্ধে চক্রান্ত চলছে। দলকে বদনাম করার চেষ্টা করছে বিরোধীরা। সেখানে দলের সৈনিক হিসেবে পাশে না থেকে, আরও বেশি দলকে বিপাকে ফেলার চেষ্টা বরদাস্ত করা হবে না।

এর সঙ্গেই যুব তৃণমূলের সম্পাদক তরুণ তিওয়ারিকেও সাসপেন্ড করেছে তৃণমূল। তাঁর বিরুদ্ধে বড়বাজার থানায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে তোলাবাজির অভিযোগ দায়ের হয়। তরুণের বিরুদ্ধে এই অভিযোগ দায়ের করেন এক ব্যবসায়ী। এর পরই তাঁর বিরুদ্ধেও কড়া অবস্থান নেয় তৃণমূল। তরুণ তিওয়ারিকে সাসপেন্ডের কথা চিঠি দিয়ে জানিয়েছেন যুব তৃণমূলের সভানেত্রী তথা সাংসদ সায়নী ঘোষ৷ সাসপেন্ড হওয়ার পরেই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

এই প্রসঙ্গে কুণাল বলেন, কিছু নথি, বক্তব্য সামনে এসেছে। খারাপ কাজ করেছে। ব্যবস্থা নেওয়া হয়েছে। তৃণমূল এত বড় দল, এত শাখা সংগঠন। কেউ খারাপ কিছু করলে রেয়াত করে না তৃণমূল, তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়। এটা ইতিবাচক বলে মন্তব্য তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদকের। নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই পুলিশ আইনানুগ ব্যবস্থা নিয়েছে বলে জানান কুণাল।

আরও পড়ুন- ডেলিভারি বাক্সে কাটা কাঁধ! অন্ধ্রপ্রদেশের বাক্স বদল নিয়ে তদন্তে পুলিশ

_

_

_

_

_

_

_

spot_img

Related articles

ব্রিটিশ-তোষণে লেখা ‘জন গণ মন’! বিজেপি সাংসদের অপমানজনক মন্তব্যের তীব্র প্রতিবাদ তৃণমূলের

ব্রিটিশদের তোষণ করতেই নাকি লেখা হয়েছিল ‘জন গণ মন’। ভারতের জাতীয় সঙ্গীত নিয়ে এই ন্যক্কারজনক মন্তব্য করে ফের...

চিংড়িঘাটা মোড়ে যানজট কমাতে নতুন সেতু নির্মাণের উদ্যোগ কেএমডিএ-র

ইএম বাইপাসের চিংড়িঘাটা মোড়ে দীর্ঘদিনের যানজট সমস্যার সমাধানে বড় পদক্ষেপ নিতে চলেছে কেএমডিএ। শান্তিনগর খালের উপর বর্তমান সরু...

নামের বানানভুল থেকে ডিটেনশন আতঙ্ক! এসআইআর আতঙ্কে মানসিক চাপে সাঁইথিয়ায় মৃত্যু বৃদ্ধের

ইলামবাজারের ঘটনার পর ফের এসআইআর আতঙ্কে মৃত্যু বীরভূমে। হৃদরোগে প্রয়াত হলেন সাঁইথিয়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বিমান...

বিহারে প্রথম দফায় অতিরিক্ত ভোটদানে নতুন সমীকরণ! চিন্তায় শাসক শিবির

বিহার বিধানসভা নির্বাচনের প্রথম দফায় ভোটদানের হার নিয়ে রাজনৈতিক চর্চা তুঙ্গে। বৃহস্পতিবার ১২১টি আসনে ভোটগ্রহণ শেষ হয়েছে। নির্বাচনী...