বঙ্গ বিজেপিকে ‘ব্রাত্য’ করলেন অমিত শাহ! বাংলায় এলেও ‘না’ রাজনৈতিক কর্মসূচিতে 

বাংলায় এসেও বঙ্গ বিজেপি কোনও কর্মসূচিতে যোগ না দিয়েই ফিরে যাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই প্রথম বিজেপির ‘সেকেন্ড ইন কম্যান্ড’ বাংলায় এলেও বিজেপির কোনও কর্মসূচিতেই থাকছেন না। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের এই সিদ্ধান্তে বঙ্গ বিজেপির আক্ষেপ থেকেই যাচ্ছে। বঙ্গ বিজেপির অন্দরমহলে কান পাতলেই শোনা যাচ্ছে নেতৃত্বের আক্ষেপ, এবারই প্রথম আমরা একটা বৈঠক করারও সুযোগ পেলাম না অমিত শাহজির বঙ্গ সফরে। কেন তিনি বঙ্গ বিজেপি নেতৃত্বকে ব্রাত্য রাখলেন এই সফরে তা নিয়ে শুরু হয়েছে জল্পনা।

এর আগে বাংলায় এলে বঙ্গ বিজেপি নেতৃত্বের সঙ্গে বৈঠক না করে, দিক-নির্দেশনা না দিয়ে যেতেন না অমিত শাহ। কিন্তু শুক্রবার তাঁর বঙ্গ সফরে রাজ্যের বিজেপি নেতারা সময় চাইলেও অমিত শাহ সাফ জানিয়ে দিয়েছেন, এই সফরে তিনি কোনও রাজনৈতিক কর্মসূচি করবেন না। উল্লেখ্য, শুক্রবার উত্তরবঙ্গে একটি সরকারি কর্মসূচিতে যোগ দিতে এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। দুপুর একটা পর্যন্ত শিলিগুড়িতে নেপাল এবং ভুটানের সীমান্ত রক্ষাকারী সশস্ত্র সীমা বল বা এসএসবি–র প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে থাকবেন শাহ। এরপর এসএসবি আধিকারিকদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেই বিকেল তিনটে নাগাদ বাগডোগরা বিমানবন্দর থেকে দিল্লির উদ্দেশে রওনা দেবেন তিনি।

লোকসভা নির্বাচনের পর এটাই দ্বিতীয় বঙ্গ সফর অমিত শাহের। এবার সরকারি কর্মসূচিতে যোগ দিতে এসেছেন তিনি। এর আগেও একাধিকবার তিনি সরকারি কর্মসূচিতে যোগ দিতে বাংলায় এসেছেন। কিন্তু বঙ্গ বিজেপিকে ব্রাত্য রেখে যাননি। বঙ্গ বিজেপির নেতাদের সঙ্গে বৈঠক করে, তাঁদের নির্দেশনা দিয়ে তবে ফিরে গিয়েছেন দিল্লি। কিন্তু এবার অন্যথা হল। কিন্তু কেন, বঙ্গ বিজেপিরে ব্রাত্য রাখলেন শাহ? কেন এবারই প্রথম কোনও বৈঠক করারও সুযোগ দিলেন না তিনি? তবে কি বঙ্গ বিজেপি নেতৃত্বের প্রতি ক্ষুব্ধ তিনি। এবার বঙ্গ বিজেপি সদস্য সংগ্রহ অভিযানে চরম ব্যর্থ হয়েছে। টার্গেটের ধারেকাছেও পৌঁছতে পারেননি সুকান্ত-শুভেন্দুরা। তাই কি তিনি বাংলার বিজেপি নেতৃত্বের ডাকে গুরুত্ব না দিয়েই ফিরছেন? প্রশ্ন থেকেই যাচ্ছে। নইলে গত অক্টোবরে সরকারি কাজে বাংলায় এসে রাজ্যে বিজেপির সদস্য সংগ্রহ অভিযানের আনুষ্ঠানিক সূচনা করে গিয়েছিলেন তিনি, এবারে এলেন না কেন? বারবার ব্যর্থতায় রাজ্য বিজেপি নেতাদের কোনও বার্তা দেওয়ার নেই বলেই অমিত শাহ এবার কোনও বৈঠক রাখেননি বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। বঙ্গ বিজেপি নেতাদেরও কারও কারও যুক্তি, তিনি এবার কলকাতাতেও আসছেন না। শিলিগুড়িতে সরকারি কর্মসূচিতে আসছেন। তাই বঙ্গ বিজেপি নেতাদের সঙ্গে কোনও বৈঠক করলেন না। কিন্তু বিজেপিক একাংশই আবার মনে করছেন বাংলায় বর্তমান নেতৃত্বর পারফরম্যান্সে খুশি নন বলেই বাংলাতে এসেও এড়িয়ে গেলেন বিজেপি নেতাদের।