“রাহুল গান্ধী আগে ছিলেন। পিছন থেকে অন্য সাংসদরা ধাক্কা দিচ্ছিলেন!”- বিজেপির মিথ্যাচারের পর্দা ফাঁস করলেন তাদেরই দলীয় সাংসদ মুকেশ রাজপুত। অভিযোগ বৃহস্পতিবার সংসদ চত্বরে রাহুল গান্ধীর ধাক্কাতেই নাকি তাঁরা পড়ে গিয়েছিলেন। অথচ হাসপাতালে বিছানায় শুয়ে মুকেশের স্পষ্ট মন্তব্য, কংগ্রেস সাংসদ তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী ছিলেন সামনে আর অন্যরা ছিলেন পিছনে। ধাক্কাধাক্কিতেই পড়ে গিয়েছেন তিনি। এই মন্তব্য থেকে স্পষ্ট, মুখ বাঁচাতে বিতর্ক অন্যদিকে ঘোরাতে চাইছে বিজেপি।

আম্বেদকরকে নিয়ে অমিত শাহর অপমানজনক মন্তব্য ধামাচাপা দিতে এবার সংসদে হাতাহাতি করে, ভুয়ো অভিযোগে তুলে ধামাচাপা চাইছে BJP। দিনের শুরুতে কংগ্রেস সাংসদ তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর (Rahul Gandhi) ধাক্কায় বিজেপি (BJP) সাংসদ প্রতাপ চন্দ্র সারেঙ্গির (Pratap Chandra Sarengi) মাথা ফেটেছে বলে অভিযোগ তোলে গেরুয়া শিবির। আহত হন আরেক বিজেপি সংসদ মুকেশ রাজপুত। দিনের শেষে রাহুলের বিরুদ্ধে মহিলা সাংসদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ তুলল বিজেপি। নাগাল্যান্ডের (Nagaland) সাংসদ ফাংগন কোনিয়াকের অভিযোগ, তাঁর গা ঘেঁষে দাঁড়িয়েছিলেন কংগ্রেস সাংসদ। যা শুনে রাজনৈতিক মহলের মত, এই অভিযোগ কেউ বিশ্বাস করবে না।

এদিকে রাত বাড়তেই অন্য ভিডিও প্রকাশ্যে। যদিও ভিডিওটির সত্যতা যাচাই করেনি ‘বিশ্ববাংলা সংবাদ’। সেখানে দেখা যাচ্ছে বিজেপি সাংসদ মুকেশ রাজপুত স্পষ্ট জানাচ্ছেন, রাহুল গান্ধী ছিলেন সামনে, আর অন্য সাংসদটা ছিলেন পিছনে। প্রশ্ন হচ্ছে কেউ সামনে থাকলে তিনি পিছন থেকে ধাক্কা দেন কী করে?

রাজনৈতিক মহলের মতে, আম্বেদকর ইস্যুতে মুখ পুড়েছে বিজেপির। সেই কারণেই লজ্জা ঢাকতে এখন ভুয়ো অভিযোগ তুলে বিরোধীদের কোণঠাসা করতে চাইছে গেরুয়া শিবির। কিন্তু সত্য প্রকাশ্যে আসতে বিজেপির মিথ্যাচারের পর্দা ফাঁস হচ্ছে।

আরও পড়ুন- সংবিধান বিরোধী ওয়াকফ বিল! কেন্দ্রকে তীব্র কটাক্ষ পুরমন্ত্রীর

_

_

_

_

_

_

_
