স্বস্তি দীর্ঘস্থায়ী হল না। মহিলা সাংবাদিককে হেনস্থার অভিযোগে এক সপ্তাহের মধ্যে ফের তন্ময় ভট্টাচার্যকে (Tanmaoy Bhattacharya) সাসপেন্ড করল CPIM। দলীয় তদন্ত কমিটির রিপোর্ট দেখার পরেই এই সিদ্ধান্ত বলে আলিমুদ্দিন সূত্রে খবর। দলীয় তদন্ত শেষের পরে ১৪ ডিসেম্বর প্রাক্তন বিধায়কের সাসপেনশন প্রত্যাহার করে সিপিএম। কিন্তু সংশ্লিষ্ট কমিটির তদন্ত রিপোর্ট খতিয়ে দেখে এবার বর্ষীয়ান CPIM নেতাকে ৬ মাসের জন্য সাসপেন্ড করল দল।

সাসপেনশন প্রত্যাহারের ১ সপ্তাহের মাথায় ফের তন্ময় ভট্টাচার্য সাসপেন্ড। প্রথমে সাসপেন্ড, তারপর, পরে ফের সাসপেন্ড । তন্ময় ভট্টাচার্যকে দ্বিতীয়বার সাসপেন্ড করল সিপিএম। মহিলা সাংবাদিককে হেনস্থার অভিযোগ ওঠার পর সাসপেন্ড করা হয় তন্ময়কে। তন্ময়ের সাসপেনশন প্রত্যাহার করে সিপিএম।

এক মহিলা সাংবাদিক ফেসবুক লাইভ করে CPIM নেতা তন্ময় ভট্টাচার্যের (Tanmaoy Bhattacharya) বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ করেন। সেদিনই তাঁকে সাসপেন্ড (Suspend) করে দল। গঠিত হয় তদন্ত কমিটি। বরানগর থানাতেও লিখিত অভিযোগ দায়ের হয়। জিজ্ঞাসাবাদের জন্য অনেকবারই থানায় হাজিরা দিতে হয় তন্ময়কে। দলের তরফের তদন্তেও তন্ময়কে তলব করা হয়। কিন্তু যিনি অভিযোগ করেছিলেন, সেই মহিলা সাংবাদিকের বয়ান আলিমুদ্দিন নথিভুক্ত করেছে বলে জানা যায়নি। তদন্ত শেষে সাসপেনশন প্রত্যাহার করে CPIM। শনিবার উত্তর ২৪ পরগনার জেলা গ্রুপে এই খবর জানান সিপিআইএমের জেলা সম্পাদক মৃণাল চক্রবর্তী। কিন্তু এবিষয়ে কোনও প্রেস বিবৃতি দেয়নি আলিমুদ্দিন স্ট্রিট। সূত্রের খবর, মহিলা সাংবাদিককে হেনস্থার ঘটনায় সরাসরি তন্ময়ের বিরুদ্ধে কোনও প্রমাণ না পাওয়া গেলেও অতীতে তাঁর বিরুদ্ধে আগে এই ধরনের অশালীন আচরণের প্রমাণ মিলেছে। সেই কারণেই সিপিআইএমের রাজ্য সম্পাদকমণ্ডলি তন্ময়কে ৬ মাস সাসপেন্ড করার সিদ্ধান্ত নেয়। এই বিষয়ে বৃন্দা কারাতেরও পরামর্শ নেওয়া হয়েছিল বলে সিপিএম সূত্রে খবর। সবমিলিয়ে ’অশালীন’ আচরণের জেরে তন্ময়কে দল থেকে ৬ মাস জন্যে সাসপেন্ড করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিকে এক মহিলা সাংবাদিককে হেনস্থা মামলায় মঙ্গলবার তন্ময়কে জামিন দিয়েছে কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। জামিনের শর্ত হিসেবে তন্ময় ভট্টাচার্যকে থানায় নিয়মিত হাজিরা দিতে হবে বলে নির্দেশ দিয়েছে আদালত। ১০ হাজার টাকার বন্ডে এদিন সিপিএম নেতার জামিন মঞ্জুর করে হাই কোর্ট। তদন্তে সহযোগিতার পাশাপাশি, অভিযোগকারিণীর সঙ্গে কোনও যোগাযোগ রাখতে পারবেন না তন্ময়- শর্ত আদালতের।

–

–
–

–
–

–

–
