Wednesday, August 20, 2025

তদন্ত রিপোর্টের ভিত্তিতে ‘শাস্তি’! এবার ৬ মাসের জন্য তন্ময়কে সাসপেন্ড করল CPIM

Date:

স্বস্তি দীর্ঘস্থায়ী হল না। মহিলা সাংবাদিককে হেনস্থার অভিযোগে এক সপ্তাহের মধ্যে ফের তন্ময় ভট্টাচার্যকে (Tanmaoy Bhattacharya) সাসপেন্ড করল CPIM। দলীয় তদন্ত কমিটির রিপোর্ট দেখার পরেই এই সিদ্ধান্ত বলে আলিমুদ্দিন সূত্রে খবর। দলীয় তদন্ত শেষের পরে ১৪ ডিসেম্বর প্রাক্তন বিধায়কের সাসপেনশন প্রত্যাহার করে সিপিএম। কিন্তু সংশ্লিষ্ট কমিটির তদন্ত রিপোর্ট খতিয়ে দেখে এবার বর্ষীয়ান CPIM নেতাকে ৬ মাসের জন্য সাসপেন্ড করল দল।

সাসপেনশন প্রত্যাহারের ১ সপ্তাহের মাথায় ফের তন্ময় ভট্টাচার্য সাসপেন্ড। প্রথমে সাসপেন্ড, তারপর, পরে ফের সাসপেন্ড । তন্ময় ভট্টাচার্যকে দ্বিতীয়বার সাসপেন্ড করল সিপিএম। মহিলা সাংবাদিককে হেনস্থার অভিযোগ ওঠার পর সাসপেন্ড করা হয় তন্ময়কে। তন্ময়ের সাসপেনশন প্রত্যাহার করে সিপিএম।

এক মহিলা সাংবাদিক ফেসবুক লাইভ করে CPIM নেতা তন্ময় ভট্টাচার্যের (Tanmaoy Bhattacharya)  বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ করেন। সেদিনই তাঁকে সাসপেন্ড (Suspend) করে দল। গঠিত হয় তদন্ত কমিটি। বরানগর থানাতেও লিখিত অভিযোগ দায়ের হয়। জিজ্ঞাসাবাদের জন্য অনেকবারই থানায় হাজিরা দিতে হয় তন্ময়কে। দলের তরফের তদন্তেও তন্ময়কে তলব করা হয়। কিন্তু যিনি অভিযোগ করেছিলেন, সেই মহিলা সাংবাদিকের বয়ান আলিমুদ্দিন নথিভুক্ত করেছে বলে জানা যায়নি। তদন্ত শেষে সাসপেনশন প্রত্যাহার করে CPIM। শনিবার উত্তর ২৪ পরগনার জেলা গ্রুপে এই খবর জানান সিপিআইএমের জেলা সম্পাদক মৃণাল চক্রবর্তী। কিন্তু এবিষয়ে কোনও প্রেস বিবৃতি দেয়নি আলিমুদ্দিন স্ট্রিট। সূত্রের খবর, মহিলা সাংবাদিককে হেনস্থার ঘটনায় সরাসরি তন্ময়ের বিরুদ্ধে কোনও প্রমাণ না পাওয়া গেলেও অতীতে তাঁর বিরুদ্ধে আগে এই ধরনের অশালীন আচরণের প্রমাণ মিলেছে। সেই কারণেই সিপিআইএমের রাজ্য সম্পাদকমণ্ডলি তন্ময়কে ৬ মাস সাসপেন্ড করার সিদ্ধান্ত নেয়। এই বিষয়ে বৃন্দা কারাতেরও পরামর্শ নেওয়া হয়েছিল বলে সিপিএম সূত্রে খবর। সবমিলিয়ে ’অশালীন’ আচরণের জেরে তন্ময়কে দল থেকে ৬ মাস জন্যে সাসপেন্ড করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিকে এক মহিলা সাংবাদিককে হেনস্থা মামলায় মঙ্গলবার তন্ময়কে জামিন দিয়েছে কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। জামিনের শর্ত হিসেবে তন্ময় ভট্টাচার্যকে থানায় নিয়মিত হাজিরা দিতে হবে বলে নির্দেশ দিয়েছে আদালত। ১০ হাজার টাকার বন্ডে এদিন সিপিএম নেতার জামিন মঞ্জুর করে হাই কোর্ট। তদন্তে সহযোগিতার পাশাপাশি, অভিযোগকারিণীর সঙ্গে কোনও যোগাযোগ রাখতে পারবেন না তন্ময়- শর্ত আদালতের।

Related articles

JPC-র ঢাল দিয়ে লোকসভায় পেশ কালো আইন: সরব বিরোধীরা

গায়ের জোরে ২০২৩ সাল থেকে একের পর এক বিল পাশ, আইন পাশ করানোই নাগরিক পরিষেবা দিতে ব্যর্থ মোদি...

অভিনেত্রী নয়, ‘নেত্রী’ হওয়ার জন্য আয়নার সামনে ভাষণ প্র্যাকটিস সাবিত্রীর!

বাংলা সিনেমা জগতের কিংবদন্তি অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায় (Sabitri Chatterjee) নাকি রাজনৈতিক নেত্রী হতে চেয়েছিলেন! আয়নার সামনে দাঁড়িয়ে রীতিমত...

হিটলারি আঘাত: ‘গণতন্ত্র হত্যাকারী’ সংশোধনী বিলের বিরোধিতায় গর্জে উঠলেন মমতা

“কালো দিন, কালো বিল“ লোকসভায় সংবিধান সংশোধনী বিল পেশ হওয়ার পরেই গর্জে উঠলেন বাংলা মুখ্যমন্ত্রী তথা তৃণমূল (TMC)...

দেশে ফেরা হল না! আফগানিস্তানে বাসে ভয়াবহ আগুন লেগে মৃত ৭৮ যাত্রী

ভয়াবহ দুর্ঘটনা আফগানিস্তানে। ট্রাক ও মোটর সাইকেলের সংঘর্ষে জ্বলে উঠল আগুন। বিধ্বংসী অগ্নিকাণ্ড যাত্রীবোঝাই বাসে। মৃত্যু হয়েছে কমপক্ষে...
Exit mobile version