কিশোরীর বোলিং-এ মুগ্ধ সচিন, ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

এদিন সুশীলা মীনার একটি বোল করার ভিডিও পোস্ট করেন সচিন।

এক কিশোরীর বোলিং-এ মুগ্ধ ভারতের প্রাক্তন ক্রিকেটার সচিন তেন্ডুলকর। যা পোস্ট করেছেন নিজের সোশ্যাল মিডিয়ায়। জানালেন , ছোঁয়া আছে জাহির খানের সঙ্গে। যার কথা বলা হচ্ছে তার নাম সুশীলা মীনা। বয়স মাত্র ১২ বছর। বাড়ি রাজস্থান। কিন্তু ইতিমধ্যে মন কেড়েছে নেটিজেনদের। বোলিং-এর গতি এবং দর্শনীয় ডেলিভারি, সবতেই মন কেড়েছে ক্রীড়াপ্রেমীদের। যার তালিকায় বাদ যাননি সচিন তেন্ডুলকর থেকে জাহির খানও। সুশীলার প্রশংসায় পঞ্চমুখ তাঁরা।

এদিন সুশীলা মীনার একটি বোল করার ভিডিও পোস্ট করেন সচিন। সেখানে তিনি লেখেন, “ মসৃণ, পরিশ্রমহীন। দেখতেও ভালো লাগছে। সুশীলা মীনার বোলিং অ্যাকশনে জাহির খানের ছায়া আছে। জাহির, তোমারও কি তাই মনে হয় না?” সচিনের পোস্ট শেয়ার করে জাহির খানও লিখেছেন, ‘একদম ঠিক বলেছ। সম্পূর্ণ সহমত। ওর বোলিং ধরন দেখে মুগ্ধ হতে হয়। ওকে এখন থেকেই প্রতিশ্রুতিমান মনে হচ্ছে।“

ইতিমধ্যেই সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে সুশীলার বোলিংয়ের ভিডিও। ঠিকভাবে পরিচর্যা করলে ভবিষ্যতে ভারতের ক্রিকেটদলের সম্পদ হয়ে উঠতে পারে। সেই আবেদনও করছেন নেটিজেনরা। আর এবার প্রশংসায় সচিন-জাহির খানরা।

আরও পড়ুন- এবার পৃথ্বীকে নিয়ে মুখ খুললেন এমসিএ কর্তা, বললেন , ‘ ও নিজেই ওর নিজের শত্রু’