Wednesday, November 12, 2025

ছেলের খেলা দেখতে নাকি টিকিট কেটে ফেলেছিলেন অশ্বিনের বাবা : সূত্র

Date:

ছেলের খেলা দেখতে নাকি টিকিট কেটে ফেলেছিলেন রবিচন্দ্রন অশ্বিনের বাবা। বর্ডার-গাভাস্কর ট্রফির শেষ দুই টেস্ট দেখতে অস্ট্রেলিয়া যাওয়ার কথা ছিল অশ্বিনের বাবা রবিচন্দ্রনের। কিন্তু ছেলের হঠাৎ অবসরে সবটাই নাকি বদলে যায়। এমনটাই খবর এক সর্বভারতীয় সংবাদমাদ্যমের।

গাব্বায় টেস্টের পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন রবিচন্দ্রন অশ্বিন। অশ্বিনের এই অবসরের সিদ্ধান্ত নাকি জানতেনই না পরিবারের লোকজন। এই নিয়ে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, বর্ডার-গাভাস্কর ট্রফির শেষ দু’টি টেস্ট দেখতে যাওয়ার কথা ছিল অশ্বিনের বাবা রবিচন্দ্রনের। ছেলের সম্ভবত শেষ অস্ট্রেলিয়া সফরে মাঠে হাজির থাকতে চেয়েছিলেন তিনি। সব প্রস্তুতিও সারা হয়ে গিয়েছিল। মেলবোর্ন এবং সিডনি টেস্টের টিকিটও কেটেছিলেন তিনি। কিন্তু অশ্বিন হঠাৎ অবসর নেওয়ায় শেষ মুহূর্তে সেই টিকিট বাতিল করে দিয়েছেন রবিচন্দ্রন। জানা যাচ্ছে, অবসরের সিদ্ধান্ত সরকারি ভাবে ঘোষণার কিছু ক্ষণ আগে নাকি ফোনে পরিবারের সদস্যদের বিষয়টি জানিয়েছিলেন অশ্বিন। শোনার পর অশ্বিনের বাবা রবিচন্দ্রন ছেলেকে আরও এক বার ঠান্ডা মাথায় ভাবার অনুরোধও করেছিলেন সিদ্ধান্ত বদলের। কিন্তু অশ্বিন জানান, চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন।

এদিকে অশ্বিনের অবসরের পর বিস্ফোরক মন্তব্য করেন বাব রবিচন্দ্রন। তিনি বলেন, বার বার অপমানিত হয়ে অবসর নিতে বাধ্য হয়েছেন তাঁর ছেলে। বিতর্ক তৈরি হওয়ায় এবং পরিস্থিতি সামাল দিতে অশ্বিন তাঁর বাবাকে বিরক্ত না করার আর্জি জানিয়েছেন।

আরও পড়ুন- গোয়ার কাছে ম্যাচ হারলেও, দলের খেলায় খুশি বাগান কোচ মোলিনা

Related articles

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...

বিজেপিকে সুবিধা করে দিতেই BLA নিয়োগে নয়া নির্দেশিকা ! কমিশনকে তোপ তৃণমূলের

জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে উত্তাল রাজনৈতিক মহল। বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়ম পরিবর্তন করে এক...

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...
Exit mobile version