Saturday, August 23, 2025

গোয়ার কাছে ম্যাচ হারলেও, দলের খেলায় খুশি বাগান কোচ মোলিনা

Date:

গতকাল এফসি গোয়ার কাছে ২-১ গোলে হারে মোহনবাগান সুপার জায়ান্ট। এই হারের ফলে, টানা আট ম্যাচে অপরাজিত থাকার পর হারের মুখ দেখল সবুজ-মেরুন। তবে ম্যাচ হারলেও, দলের পারফরম্যান্সে খুশি বাগান কোচ জোসে মোলিনা। জানালেন, ম্যাচ হারলেও, দল ভাল খেলেছে।

ম্যাচের পর সাংবাদিকদ সম্মেলনে মোলিনা বলেন, “দুই দলের কাছেই ম্যাচটা কঠিন ছিল। আমরা আক্রমণের চেষ্টা যেমন করেছি, তেমনই ভাল ডিফেন্সও করেছি। প্রথম গোলটা খেয়েছি দুর্ভাগ্যবশত। আর যে কোনও ম্যাচেই প্রথম গোল খুবই গুরুত্বপূর্ণ। তবে আমরা অনেক চেষ্টা করেছি ম্যাচে ফেরার। আমরা ড্র করতে পারতাম। কিন্তু পারিনি। ওদের দ্বিতীয় গোলটা ভাল হয়েছে। আমরা শেষ পর্যন্ত চেষ্টা করেছি। ফর্মেশন বদলে রিজার্ভ বেঞ্চ থেকে অ্যাটাকারদের নামাই, যাতে ওরা গোল করতে পারে, অন্তত একটা পয়েন্ট যাতে পেতে পারি। কিন্তু ভাল ফিনিশিং করতে পারেনি ছেলেরা। দল ভাল খেলেছে। কিন্তু ভাগ্য আমাদের সঙ্গে ছিল না।“

এখানেই না থেমে মোলিনা আরও বলেন, “ফুটবলে এমন হতেই পারে। গোল করার অনেক চেষ্টা করেও অনেক সময় সফল হওয়া যায় না। আমরা গোলের সুযোগ তৈরি করেছি। একটা ভাল দলের বিরুদ্ধে নেমেছিলাম আমরা। যেখানে ভাগ্যের সহায়তা তেমন পাইনি। পরের ম্যাচে পাঞ্জাবের বিরুদ্ধে এই ম্যাচের ভুলগুলো মাথায় রাখতে হবে।“

এদিকে এই হার থেকেই শিক্ষা নিতে চান বলে জানান সবুজ-মেরুন কোচ। তিনি বলেন, “গোয়া ম্যাচে আমরা তো খারাপ খেলিনি। ম্যাচটা মোটেই সহজ ছিল না। কারণ, গোয়া যথেষ্ট ভাল দল। ওদের বিরুদ্ধে আমরা অনেকগুলো গোলের সুযোগ তৈরি করতে পেরেছি। আক্রমণের পরিস্থিতিতে আক্রমণ করেছি। যদিও দুটো গোল খেয়েছি, যা আমাদের পছন্দ নয়। তবে গোয়ার মতো আক্রমণাত্মক দলের বিরুদ্ধে আমাদের ডিফেন্স ভালই হয়েছে। আক্রমণে গোয়ার টেকনিক ও মুভমেন্ট যথেষ্ট ভাল। যখন কোনও দল জেতে, তখন যেমন সব কিছু ইতিবাচক থাকে না, তেমনই হারলেও সবকিছুই নেতিবাচক হয়ে যায় না। এই ফলে অবশ্যই আমি খুশি নই। তবে দলের খেলায়, ফুটবলারদের চেষ্টায় আমি খুশি।“

আরও পড়ুন- আজ লাল-হলুদের সামনে জামশেদপুর, তিন পয়েন্ট লক্ষ্য অস্কারের

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version