Sunday, August 24, 2025

প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতিতে বদল আনতে উদ্যোগী বনসল ও রাইস গ্রুপ

Date:

পশ্চিমবঙ্গের প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতিতে যুগান্তকারী পরিবর্তন আনতে যৌথ উদ্যোগ নিল প্রখ্যাত বনসল ক্লাসেস প্রাইভেট লিমিটেড এবং রাইস গ্রুপ (রাইস ইনস্টিটিউট অফ কম্পিটিটিভ এগজামিনেশনস প্রাইভেট লিমিটেড)। যৌথ ভাবে বাংলার পড়ুয়াদের পথ দেখাবে ‘রাইস-বনসল ইনস্টিটিউট’, যেখানে থাকবে আইআইটি-জেইই (IIT-JEE) এবং নিট (NEET)-এর মতো পরীক্ষার জন্য শ্রেষ্ঠ মানের কোচিং-এর ব্যবস্থা। বিশেষ পাওনা হিসেবে পড়ুয়ারা পাবেন এই দুই প্রখ্যাত প্রতিষ্ঠানের অভিজ্ঞতা ও দক্ষতা।

কোটা শহরে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে দুই সংগঠনের মধ্যে মউ চুক্তি স্বাক্ষরিত হয় এবং পোস্টার প্রকাশের মধ্যে দিয়ে এই সূচনার আনুষ্ঠানিক ঘোষণা করে তারা।

বনসল ক্লাসেস প্রাইভেট লিমিটেড-এর ডিরেক্টর সমীর বনসল বলেন, “এই যৌথ সংগঠনের সূচনা আমাদের কাছে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। গত ৪৩ বছর ধরে বনসল ক্লাসেস ভারতের বিভিন্ন কঠিন পরীক্ষাগুলির প্রস্তুতিতে পরিক্ষার্থীদের নানাভাবে সাহায্য করে এসেছে। আমাদের আশা, রাইস গ্রুপের সহযোগিতায় আমরা আমাদের সফল পদ্ধতিগুলি বাংলার পড়ুয়াদের সঙ্গেও ভাগ করে নিতে পারব। উন্নত প্রযুক্তি ও ব্যক্তিগত পর্যায়ে শিক্ষাদানের মাধ্যমে পশ্চিমবঙ্গের ছাত্র-ছাত্রীদের বিশেষ প্রয়োজন মেটানো হবে।”

এই বিষয়ে রাইস গ্রুপের চ্যান্সেলর প্রফেসর ড. সমিত রায় জানান, “১৯৮৫ সাল থেকে রাইস এডুকেশন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ছাত্রদের পাশেই রয়েছে। বনসল ক্লাসেসের সঙ্গে জোটবদ্ধ হওয়ায় সেই আঞ্চলিক দক্ষতার সঙ্গে মেলবন্ধন ঘটল জাতীয় মানের উৎকর্ষতারও। আশা করি, তা পূর্ব ভারতের ছাত্রদের জন্য বিশ্বমানের সুযোগ সৃষ্টি করবে।”

রাইস-বনসল ইনস্টিটিউট উন্নত শিক্ষাপদ্ধতি, ব্যক্তিগত মেন্টরশিপ, এবং উচ্চমানের শিক্ষায় সমান সুযোগ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে, যা পূর্ব ভারতের ছাত্রছাত্রীদের জন্য এক নতুন যুগের সূচনা করবে বলে আশা।

 

Related articles

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...

ফলতা প্রাথমিক বিদ্যালয়ে ইলিশ উৎসব, পড়ুয়াদের জন্য পাতে ভাপা–ভাজা ইলিশ

বাজারে ইলিশের যা আগুন ছোঁয়া দাম তাতে উচ্চবিত্তদেরই পাতে ইলিশ জোটাতে হিমশিম খাওয়ার জোগাড়। কিন্তু সেই  দুর্মূল্যের বাজারেই...

আমেরিকায় চিঠি–পার্সেল পাঠানোয় বিধিনিষেধ, সিদ্ধান্ত কেন্দ্রীয় ডাক বিভাগের 

ভারত–মার্কিন শুল্কযুদ্ধের জেরে এবার বড়সড় প্রভাব পড়ল ডাক পরিষেবায়। আমেরিকায় চিঠি ও পার্সেল পাঠানোর প্রক্রিয়ায় বিধিনিষেধ জারি করল...

ডেঙ্গি সংক্রমণ রুখতে তৎপর রাজ্য! জেলাগুলিকে একগুচ্ছ কড়া নির্দেশ মুখ্যসচিবের 

রাজ্যে ডেঙ্গি সংক্রমণ ক্রমশ বাড়তে থাকায় শনিবার নবান্নে জেলাশাসক ও স্বাস্থ্য দফতরের আধিকারিকদের নিয়ে জরুরি বৈঠকে বসেন মুখ্যসচিব...
Exit mobile version