Saturday, December 6, 2025

গোয়ার কাছে ম্যাচ হারলেও, দলের খেলায় খুশি বাগান কোচ মোলিনা

Date:

Share post:

গতকাল এফসি গোয়ার কাছে ২-১ গোলে হারে মোহনবাগান সুপার জায়ান্ট। এই হারের ফলে, টানা আট ম্যাচে অপরাজিত থাকার পর হারের মুখ দেখল সবুজ-মেরুন। তবে ম্যাচ হারলেও, দলের পারফরম্যান্সে খুশি বাগান কোচ জোসে মোলিনা। জানালেন, ম্যাচ হারলেও, দল ভাল খেলেছে।

ম্যাচের পর সাংবাদিকদ সম্মেলনে মোলিনা বলেন, “দুই দলের কাছেই ম্যাচটা কঠিন ছিল। আমরা আক্রমণের চেষ্টা যেমন করেছি, তেমনই ভাল ডিফেন্সও করেছি। প্রথম গোলটা খেয়েছি দুর্ভাগ্যবশত। আর যে কোনও ম্যাচেই প্রথম গোল খুবই গুরুত্বপূর্ণ। তবে আমরা অনেক চেষ্টা করেছি ম্যাচে ফেরার। আমরা ড্র করতে পারতাম। কিন্তু পারিনি। ওদের দ্বিতীয় গোলটা ভাল হয়েছে। আমরা শেষ পর্যন্ত চেষ্টা করেছি। ফর্মেশন বদলে রিজার্ভ বেঞ্চ থেকে অ্যাটাকারদের নামাই, যাতে ওরা গোল করতে পারে, অন্তত একটা পয়েন্ট যাতে পেতে পারি। কিন্তু ভাল ফিনিশিং করতে পারেনি ছেলেরা। দল ভাল খেলেছে। কিন্তু ভাগ্য আমাদের সঙ্গে ছিল না।“

এখানেই না থেমে মোলিনা আরও বলেন, “ফুটবলে এমন হতেই পারে। গোল করার অনেক চেষ্টা করেও অনেক সময় সফল হওয়া যায় না। আমরা গোলের সুযোগ তৈরি করেছি। একটা ভাল দলের বিরুদ্ধে নেমেছিলাম আমরা। যেখানে ভাগ্যের সহায়তা তেমন পাইনি। পরের ম্যাচে পাঞ্জাবের বিরুদ্ধে এই ম্যাচের ভুলগুলো মাথায় রাখতে হবে।“

এদিকে এই হার থেকেই শিক্ষা নিতে চান বলে জানান সবুজ-মেরুন কোচ। তিনি বলেন, “গোয়া ম্যাচে আমরা তো খারাপ খেলিনি। ম্যাচটা মোটেই সহজ ছিল না। কারণ, গোয়া যথেষ্ট ভাল দল। ওদের বিরুদ্ধে আমরা অনেকগুলো গোলের সুযোগ তৈরি করতে পেরেছি। আক্রমণের পরিস্থিতিতে আক্রমণ করেছি। যদিও দুটো গোল খেয়েছি, যা আমাদের পছন্দ নয়। তবে গোয়ার মতো আক্রমণাত্মক দলের বিরুদ্ধে আমাদের ডিফেন্স ভালই হয়েছে। আক্রমণে গোয়ার টেকনিক ও মুভমেন্ট যথেষ্ট ভাল। যখন কোনও দল জেতে, তখন যেমন সব কিছু ইতিবাচক থাকে না, তেমনই হারলেও সবকিছুই নেতিবাচক হয়ে যায় না। এই ফলে অবশ্যই আমি খুশি নই। তবে দলের খেলায়, ফুটবলারদের চেষ্টায় আমি খুশি।“

আরও পড়ুন- আজ লাল-হলুদের সামনে জামশেদপুর, তিন পয়েন্ট লক্ষ্য অস্কারের

spot_img

Related articles

কলকাতা-লন্ডন বিমান ভাড়া কলকাতা-মুম্বইয়ের থেকে কম! হয়রানিতেও জুটল না বিশেষ ট্রেন

লক্ষ লক্ষ দেশবাসী গত ৭২ ঘণ্টার বেশি সময় ধরে দেশের নানা প্রান্তে বিপর্যস্ত। কারো বিয়ে, কারো পরীক্ষা আটকে...

বাংলাই দেখায় পথ: BLO মৃত্যুতে ক্ষতিপূরণের সিদ্ধান্তে বাধ্য হল কমিশন

বাংলায় মৃত্যু চার বিএলও-র। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন অন্তত ১৫ জন। গোটা দেশে ডবল ইঞ্জিন রাজ্যগুলিতে বিএলও...

চিহ্নিত ‘অযোগ্য’দের তালিকা, আদালতের নির্দেশে প্রকাশ এসএসসি-র

কলকাতা হাই কোর্টের নির্দেশে ফের এক তালিকা প্রকাশ এসএসসি-র। ২০১৬ এসএসসি নিয়োগ প্রক্রিয়ায় এসএলএসটি চাকরিপ্রার্থীদের মধ্যে ‘অযোগ্য’ চিহ্নিতদের...

কাজ করার সময়ই অসুস্থ BLO: হাসপাতালে ভর্তির সংখ্যা আরও বাড়ল

এসআইআর-এর সময় সীমা বাড়ানো হোক। এই দাবিতে রাজ্যের সিইও দফতরের সামনে লাগাতার আন্দোলনে বিএলও অধিকার রক্ষা মঞ্চ। যেভাবে...