Saturday, August 23, 2025

গোটা বিশ্ব এখন ঝুঁকছে এআই (AI) প্রযুক্তির দিকে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও অনুপ্রাণিত করছেন এআই নির্ভরতার ওপর। আর তার জেরে এবার ভারতেরই একটা বড় অংশের মানুষ হারাতে চলেছেন চাকরি। গুগলের (Google) নতুন সিদ্ধান্তে ১০ হাজার মানুষ হবেন কর্মহীন। যার বেশিরভাগটাই ম্যানেজার, ভাইস-প্রেসিডেন্ট পদে। ভারত থেকে একটা বড় অংশের মেধা যুক্ত এই সংস্থার এই পদে।

কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) যে ধরনের কাজকে সবথেকে বেশি সহজ করেছে তা হল ম্যানেজারদের কাজ, দাবি গুগল সিইও (Google CEO) সুন্দর পিচাইয়ের (Sundar Pichai)। আর এই দাবিকে মান্যতা দিচ্ছে বিশ্বের আরও একগুচ্ছ সংস্থা। যার ফলে শুধুমাত্র ২০২৪ সালে কর্মহীন হওয়ার তালিকা দেখলে আঁৎকে উঠতে হয়। ২০২৪-এর প্রথমার্ধে ৩৩৩টি সংস্থা (company) ৯৮ হাজার কর্মী ছাঁটাই করেছে। যার মধ্যে শুধুমাত্র মে মাসে ৩৯টি সংস্থা থেকে ছাঁটাই হয়েছেন ১০ হাজার জন। মাইক্রোসফট (Microsoft) ছাঁটাই করেছে বিভিন্ন বিভাগের ১ হাজার কর্মী। আর সবটাই কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বাড়ার কারণে।

এবার কোপ পড়ছে গুগল-এ। সুন্দর পিচাইয়ের (Sundar Pichai) দাবি, মূলত ম্যানেজার, ভাইস-প্রেসিডেন্ট, ডিরেক্টর পদে। ভারতে গুগলের (Google) চারটি দফতর। সবকটিতেই এই পদগুলিতে একাধিক উচ্চমেধার আধিকারিক রয়েছেন। এআই প্রযুক্তির প্রথম কোপ পড়তে চলেছে তাঁদের উপর। পিচাইয়ের দাবি ১০ শতাংশ ম্যানেজার পদে ছাঁটাই হবে। এর মধ্যে কিছু ব্যক্তিকে যোগ্যতার ভিত্তিতে অন্যত্র পদ দেওয়া হলেও বাকিরা সম্পূর্ণভাবে চাকরি হারাবেন।

Related articles

ফলতা প্রাথমিক বিদ্যালয়ে ইলিশ উৎসব, পড়ুয়াদের জন্য পাতে ভাপা–ভাজা ইলিশ

বাজারে ইলিশের যা আগুন ছোঁয়া দাম তাতে উচ্চবিত্তদেরই পাতে ইলিশ জোটাতে হিমশিম খাওয়ার জোগাড়। কিন্তু সেই  দুর্মূল্যের বাজারেই...

আমেরিকায় চিঠি–পার্সেল পাঠানোয় বিধিনিষেধ, সিদ্ধান্ত কেন্দ্রীয় ডাক বিভাগের 

ভারত–মার্কিন শুল্কযুদ্ধের জেরে এবার বড়সড় প্রভাব পড়ল ডাক পরিষেবায়। আমেরিকায় চিঠি ও পার্সেল পাঠানোর প্রক্রিয়ায় বিধিনিষেধ জারি করল...

ডেঙ্গি সংক্রমণ রুখতে তৎপর রাজ্য! জেলাগুলিকে একগুচ্ছ কড়া নির্দেশ মুখ্যসচিবের 

রাজ্যে ডেঙ্গি সংক্রমণ ক্রমশ বাড়তে থাকায় শনিবার নবান্নে জেলাশাসক ও স্বাস্থ্য দফতরের আধিকারিকদের নিয়ে জরুরি বৈঠকে বসেন মুখ্যসচিব...

দায় বেসরকারিকরণ নীতির! মোদিরাজে পাঁচ বছরে চাকরি হারিয়েছেন লক্ষাধিক কর্মী

মোদি সরকারের আমলে বিগত পাঁচ বছরে চাকরি হারিয়েছেন লক্ষাধিক সরকারি কর্মী। সম্প্রতি লোকসভায় এমনই চাঞ্চল্যকর তথ্য দিল কেন্দ্র।...
Exit mobile version