Tuesday, December 16, 2025

ডবল ইঞ্জিন মধ্যপ্রদেশে করের টাকায় মন্ত্রীদের প্লেন সফর, বছরে খরচ ৩৩ কোটি!

Date:

Share post:

ক্ষমতায় থাকলে ধরাকে সরা জ্ঞান মধ্যপ্রদেশের (Madhyapradesh) ডবল ইঞ্জিন সরকারের। সাধারণ সফরেও মুখ্যমন্ত্রী থেকে অন্যান্য মন্ত্রীদের চাপতে হয় হেলিকপ্টার থেকে প্লেনে। তাও সেটা সরকারি টাকায় ভাড়া করা প্লেন। জনগণের করের টাকায় এভাবেই গত এক বছরে প্রায় ৯.২৫ লক্ষ টাকা প্রতিদিন প্লেন চড়ায় খরচ করেছেন মোহন যাদব (Mohan Yadav) সরকারের মন্ত্রীরা। খরচের অঙ্কটা মোট দাঁড়িয়েছে ৩২.৮৫ কোটি টাকায়। পুরোটাই জনগণের করের টাকায়।

২০২৩ সালের ডিসেম্বর মাসে ক্ষমতায় আসেন মোহন যাদব (Mohan Yadav)। বিধানসভায় প্রশ্নোত্তর পর্বে সরকারের তরফে তথ্য পেশ করা হয়, মুখ্যমন্ত্রী, অন্যান্য মন্ত্রী ও আধিকারিকরা মিলিয়ে এখনও পর্যন্ত ৬৬৬টি বিমান সফর করেছেন। এর মধ্যে ২৮৩টি সরকারি প্লেনে (government flight) ও ৪২৮টি বেসরকারি ভাড়া করা প্লেনে (private flight)। এর মধ্যে ৩৬.৩৯ কোটি টাকাই ব্যয় হয়েছে বেসরকারি বিমান ভাড়া করার জন্য। বিমান পরিবহন মন্ত্রকের (Ministry of Aviation) দাবি অনুযায়ী, বেসরকারি ভাড়ার বিমানে সফরের ৯০ শতাংশ করেছেন একা মুখ্যমন্ত্রী মোহন যাদব।

তবে এই ট্র্যাডিশন মোহন যাদব তাঁর পূর্বসূরী শিবরাজ সিং চৌহানের (Shivraj Singh Chouhan) থেকেই পেয়েছেন বলেও জানাচ্ছে তথ্য। ২০২৩ সাল পর্যন্ত মুখ্যমন্ত্রী শিবরাজ উড়ানে যে খরচ করেছেন তার হিসাব দাঁড়ায় প্রতি ঘণ্টায় ৪ লক্ষ টাকা করে। ২০২০ থেকে ২০২৩ পর্যন্ত বেসরকারি বিমান সংস্থার (private airlines) পকেটেই শিবরাজ দিয়েছেন ৩৭ কোটি টাকা। যদিও মোহন যাদব এক বছরেই সেই মাত্রা ছুঁয়ে ফেলেছেন।

কেন্দ্রের সরকার প্রতিটি খাতে সব রাজ্যকে যখন বরাদ্দ দেয় শীর্ষস্থানে থাকে মধ্যপ্রদেশ। যে কেন্দ্রের সরকার বাংলাকে প্রাপ্য বরাদ্দ দেওয়ার সময় ভুলেই যান, সেখানে মধ্যপ্রদেশে ভুরিভুরি বরাদ্দ। আর সেই টাকায় বিমান সফর করে বেড়ান মন্ত্রী-আমলারা। এমনকি সরকারি বিমান ব্যবহার করলে যেখানে খরচ কমে, সেখানে বেসরকারি বিমান ভাড়া করে খরচের অঙ্ক শুধুই বাড়িয়েছেন বিজেপির মুখ্যমন্ত্রীরা।

spot_img

Related articles

মোটা অঙ্কের বাজেট নিয়ে মিনি নিলামে নামছে কেকেআর, দল পেতে পারেন ঈশ্বরণ

মঙ্গলবার আবুধাবিতে ২০২৬ সালের আইপিএলের মিনি নিলাম(IPL Mini Auction)। ৭৭টি জায়গার জন্য নিলামে উঠবেন ৩৫০ ক্রিকেটার। এই ৩৫০...

বাংলা না কি জ্বলছে! গদি মিডিয়ার অপপ্রচারকে ধুয়ে দিলেন সাধু থেকে আমজনতা

বাংলা না কি জ্বলছে! এখানে খুন-জখমের রাজনীতি চলছে! আক্রান্ত হিন্দু! গদি মিডিয়া এই খবর করতে এসেছিল কলকাতায় আর...

রাজ্যের শিক্ষাক্ষেত্রকে কুক্ষিগত করার চেষ্টা! কেন্দ্রের অপচেষ্টার বিরুদ্ধে লোকসভায় সোচ্চার তৃণমূল

পশ্চিমবঙ্গ সহ দেশের বিভিন্ন প্রান্তের বিরোধী শাসিত রাজ্যগুলিকে বাগে আনতে না পেরে এবার দেশের যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো লঙ্ঘন করে...

মতুয়াদের সঙ্গে প্রতারণা! রাজ্যসভায় বিজেপির পর্দাফাঁস সাংসদ মমতাবালা ঠাকুরের

পশ্চিমবঙ্গে বসবাসকারী লক্ষ লক্ষ মতুয়াকে ভুল বুঝিয়ে তাঁদের সঙ্গে প্রতারণা করছে মোদি সরকার ও বিজেপি—এমনই অভিযোগ তুলে সোমবার...