Sunday, November 23, 2025

ডবল ইঞ্জিন মধ্যপ্রদেশে করের টাকায় মন্ত্রীদের প্লেন সফর, বছরে খরচ ৩৩ কোটি!

Date:

Share post:

ক্ষমতায় থাকলে ধরাকে সরা জ্ঞান মধ্যপ্রদেশের (Madhyapradesh) ডবল ইঞ্জিন সরকারের। সাধারণ সফরেও মুখ্যমন্ত্রী থেকে অন্যান্য মন্ত্রীদের চাপতে হয় হেলিকপ্টার থেকে প্লেনে। তাও সেটা সরকারি টাকায় ভাড়া করা প্লেন। জনগণের করের টাকায় এভাবেই গত এক বছরে প্রায় ৯.২৫ লক্ষ টাকা প্রতিদিন প্লেন চড়ায় খরচ করেছেন মোহন যাদব (Mohan Yadav) সরকারের মন্ত্রীরা। খরচের অঙ্কটা মোট দাঁড়িয়েছে ৩২.৮৫ কোটি টাকায়। পুরোটাই জনগণের করের টাকায়।

২০২৩ সালের ডিসেম্বর মাসে ক্ষমতায় আসেন মোহন যাদব (Mohan Yadav)। বিধানসভায় প্রশ্নোত্তর পর্বে সরকারের তরফে তথ্য পেশ করা হয়, মুখ্যমন্ত্রী, অন্যান্য মন্ত্রী ও আধিকারিকরা মিলিয়ে এখনও পর্যন্ত ৬৬৬টি বিমান সফর করেছেন। এর মধ্যে ২৮৩টি সরকারি প্লেনে (government flight) ও ৪২৮টি বেসরকারি ভাড়া করা প্লেনে (private flight)। এর মধ্যে ৩৬.৩৯ কোটি টাকাই ব্যয় হয়েছে বেসরকারি বিমান ভাড়া করার জন্য। বিমান পরিবহন মন্ত্রকের (Ministry of Aviation) দাবি অনুযায়ী, বেসরকারি ভাড়ার বিমানে সফরের ৯০ শতাংশ করেছেন একা মুখ্যমন্ত্রী মোহন যাদব।

তবে এই ট্র্যাডিশন মোহন যাদব তাঁর পূর্বসূরী শিবরাজ সিং চৌহানের (Shivraj Singh Chouhan) থেকেই পেয়েছেন বলেও জানাচ্ছে তথ্য। ২০২৩ সাল পর্যন্ত মুখ্যমন্ত্রী শিবরাজ উড়ানে যে খরচ করেছেন তার হিসাব দাঁড়ায় প্রতি ঘণ্টায় ৪ লক্ষ টাকা করে। ২০২০ থেকে ২০২৩ পর্যন্ত বেসরকারি বিমান সংস্থার (private airlines) পকেটেই শিবরাজ দিয়েছেন ৩৭ কোটি টাকা। যদিও মোহন যাদব এক বছরেই সেই মাত্রা ছুঁয়ে ফেলেছেন।

কেন্দ্রের সরকার প্রতিটি খাতে সব রাজ্যকে যখন বরাদ্দ দেয় শীর্ষস্থানে থাকে মধ্যপ্রদেশ। যে কেন্দ্রের সরকার বাংলাকে প্রাপ্য বরাদ্দ দেওয়ার সময় ভুলেই যান, সেখানে মধ্যপ্রদেশে ভুরিভুরি বরাদ্দ। আর সেই টাকায় বিমান সফর করে বেড়ান মন্ত্রী-আমলারা। এমনকি সরকারি বিমান ব্যবহার করলে যেখানে খরচ কমে, সেখানে বেসরকারি বিমান ভাড়া করে খরচের অঙ্ক শুধুই বাড়িয়েছেন বিজেপির মুখ্যমন্ত্রীরা।

spot_img

Related articles

আজ সোনা রুপোর দাম কত, জেনে নিন এক ঝলকে

২৩ নভেম্বর (রবিবার) ২০২৫ ১ গ্রাম ১০ গ্রাম পাকা সোনার বাট ১২৪২০ ₹ ১২৪২০০ ₹ খুচরো পাকা সোনা ১২৪৮৫...

নৈনিতালে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ল গাড়ি, মৃত ৩ স্কুলশিক্ষক

উত্তরাখণ্ডের নৈনিতালের (Uttarakhand Nainital) গরম পানি এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা। শনিবার রাতে নিয়ন্ত্রণ হারিয়ে ৬০ মিটার গভীর খাদে...

অপরাধী ধরতে গিয়ে হাইকোর্টে পুলিশ-আইনজীবী ঝামেলা, সোমবার নগরপালের রিপোর্ট নিয়ে আলোচনা

সাইবার অপরাধে (Cyber Crime) অভিযুক্ত এক দম্পতিকে ধরতে তাঁদের পিছু নিয়ে কলকাতা হাইকোর্টে ঢুকে পড়ে গার্ডেনরিচ থানার পুলিশ।...

সোমে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির শপথ গ্রহণে চমক, জেনে নিন উপস্থিত থাকবেন কারা

রবিতেই প্রধান বিচারপতি পদে মেয়াদ শেষ হচ্ছে বিচারপতি বি আর গভইয়ের। সোমবার দেশের ৫৩-তম প্রধান বিচারপতি (chief justice...