Friday, August 22, 2025

বড়দিন দরজায় কড়া নাড়ছে।তারপরই বছর শেষের উৎসব। আর এই উৎসবের আবহে মাদক উদ্ধার শহরে।কলকাতা্ পুলিশের দাবি, বর্ষবরণের উৎসবে শহরের বিভিন্ন জায়গায় এইসব মাদক (Drug) পাচারের পরিকল্পনা ছিল পাচারকারীদের। কলকাতা পুলিশের (Kolkata Police) তৎপরতাতেই নিষিদ্ধ মাদক উদ্ধার হয়েছে।

গোপন সূত্রে খবর পেয়ে ফিল্মি কায়দায় শহরের দুই জায়গায় হানা দেয় পুলিশের দু’টি পৃথক দল। আর তাতেই উদ্ধার হয় নিষিদ্ধ মাদক। পাশাপাশি, দু’জন পাচারকারীও পুলিশের জালে আটক হয়েছে বলে জানা গিয়েছে।কলকাতা পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার সকালে কলকাতা পুলিশের মাদক দমন শাখা (Narcotics) শহরের দুটি আলাদা আলাদা জায়গায় হানা দেয়। তারপর পঞ্চসায়ের এলাকার একটি বহুতল আবাসন থেকে পারভেজ আলি নামে একজনকে গ্রেফতার করে। জানা গিয়েছে, ধৃতের কাছ থেকে কোকেন সহ একাধিক নিষিদ্ধ মাদক উদ্ধার করা হয়েছে। অন্যদিকে সার্ভে পার্ক থানা এলাকায় বাইপাসের ধারে আরেকটি বড়িতে হানা দিয়ে বেশ কিছু নিষিদ্ধ মাদক উদ্ধার করে পুলিশ। এর জন্য লিলুয়ার বাসিন্দা প্রসেনজিৎ রায় ওরফে অর্ঘ্যকে ফ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে।

এই দুই ঘটনার সঙ্গে কোনও বড় মাদকচক্রের যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।কলকাতা পুলিশ জানিয়েছে, ধৃত দু’জন একে অন্যের পরিচিত। তারা বিগত দু বছর ধরে মাদক পাচারের সঙ্গে জড়িত। তারা অড়িশা থেকে মাদক নিয়ে আসত এবং শহরের বিভিন্ন জায়গায় তা পাচার করত। পাচারে ব্যবহার করা হত বিভিন্ন বাইক পরিবহন সংস্থার বাইক। এই দুই যুবককে ময়ঙ্ক নামে এক ওড়িয়া ব্যক্তি মাদক সাপ্লাই করত বলে জানা গিয়েছে। তবে ধৃতদের সঙ্গে বড় কোনও মাদক চক্রেরে যোগাযোগ রয়েছে কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ।

 

Related articles

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...
Exit mobile version