রবিবাসরীয় সকালে মা ফ্লাইওভার থেকে ছিটকে পড়লো বাইক, মৃত ২

ছুটির সকালের শহরে দুর্ঘটনা। মা ফ্লাইওভারে (MAA Flyover) বাইকের বেপরোয়া গতির বলি ২। মৃত দুই যুবকের নাম দানিস আলম এবং অনিশ রানা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, চিংড়িঘাটা থেকে সায়েন্স সিটির দিকে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পরমা আইল্যান্ডের কাছে মা উড়ালপুলের বাঁকের গার্ডওয়ালে ধাক্কা মারে বাইকটি। চালকের মাথায় হেলমেট থাকলেও আরোহীর ছিল না। দুজনেই ছিটকে পড়েন নীচে। মৃতেরা বউবাজার এলাকার বাসিন্দা।

রবিবাসরীয় সকালে বাইকে বেরিয়ে আর বাড়ি ফেরা হল না ১৮ বছরের দুই যুবকের। সকাল সাড়ে ছয়টা নাগাদ এই বাইক দুর্ঘটনাটি (Bike Accident) ঘটেছে। বাইকটি উড়ালপুল থেকে নীচে পড়ার সঙ্গে সঙ্গে কর্তব্যরত তিলজলা ও প্রগতি ময়দান থানার (Pragati Maidan Police) পুলিশ কর্মীরা ২ যুবককে উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে (SSKM Hospital) নিয়ে গেলেও, তাঁদের বাঁচানো যায়নি। প্রাথমিক ধারণা, বেপরোয়া গতির কারণেই সাতসকালে এই দুর্ঘটনা।