মোহালিতে হুড়মুড়িয়ে ভেঙে পড়লো বহুতল, NDRF-এর সঙ্গে উদ্ধারকাজে সেনা

পাঞ্জাবের মোহালিতে (Mohali, Punjab) বড় দুর্ঘটনা। শনিবার সন্ধ্যায় ব্যস্ত শহরে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল এক বহুতল। সোহানা এলাকায় ৬-তলা ওই বহুতলের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা। ধ্বংসস্তূপ সরানোর কাজ চলাকালীন প্রাথমিকভাবে এক যুবতীকে উদ্ধার করা হয়। যদিও হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই তাঁর মৃত্যুর খবর মিলেছে। রাজ্য এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা (NDRF) বাহিনীর সঙ্গে উদ্ধার কাজে নেমেছে সেনা- জওয়ানরাও (Indian army)।

স্থানীয়দের দাবি, দুর্ঘটনাগ্রস্থ বহুতলের গ্রাউন্ড ফ্লোরে একটি জিম রয়েছে, শুক্রবার সন্ধ্যায় অনেকেই সেখানে শরীরচর্চা করছিলেন। প্রথম তলায় বাচ্চাদের টিউশন ক্লাস চলছিল। এছাড়াও অনেকে সেখানে পিজি (Paying Guest) হিসেবে থাকতেন। সকলেই চাপা পড়েছেন, ফলে মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা। বেআইনি নির্মাণের জেরে ভয়াবহ এই দুর্ঘটনা কী না, তা তদন্ত করে দেখা হবে বলে জানিয়েছেন মোহালির পুলিশ সুপার দীপক পারিক (Deepak Parik)।