Wednesday, August 20, 2025

ছুটির দিনে এমনিতেই সাম্প্রতিক সময়ে মেট্রোতে ভিড়ের পরিমাণ অন্যান্য দিনের থেকে বেশি থাকে। সেই সঙ্গে শীতে বেড়ানোর মরশুম শুরু হওয়ার পর থেকে রবিবার তিল ধারণের জায়গা থাকে না মেট্রোতে (Kolkata Metro)। এই পরিস্থিতিতে রবিবার মেট্রোর লাইনে আত্মহত্যার চেষ্টার (suicide attempt) ঘটনায় বিকালে ব্যাহত পরিষেবা। ফলে আপ ও ডাউনের একাধিক স্টেশনে আটকে পড়েন বহু যাত্রী। প্রায় ঘণ্টাখানেক ব্যাহত হয় দুই লাইনের মেট্রো চলাচল।

মেট্রো কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, শোভাবাজার সুতানুটী (Sobhabazar Sutanuti) স্টেশনে এক ব্যক্তি আত্মহত্যার চেষ্টায় লাইনে ঝাঁপ দেন। সেই সময় ডাউন লাইনে কবি সুভাষগামী একটি ট্রেন আসছিল। লাইনে ওই ব্যক্তিকে দেখে দ্রুত এমার্জেন্সি ব্রেক (emergency brake) কষেন চালক। কিন্তু তিনি দুই লাইনের ফাঁকে আটকে যান। ফলে সহজে তাঁকে বের করা সম্ভব হয় না।

মেট্রো কর্তৃপক্ষ দ্রুত দুপাশের লাইনের বিদ্যুৎ বিচ্ছিন্ন করে। শুরু হয় উদ্ধার কাজ। মেট্রো কর্মী সহ আরপিএফ (RPF) হাত লাগায় আটকে যাওয়া ব্যক্তিকে বের করে আনতে। সেই পরিস্থিতিতে ভিড়ে ঠাসা মেট্রোয় আটকে পড়েন যাত্রীরা। অনেকেই অসুস্থ বোধ করেন। সেই সঙ্গে বন্ধ হয়ে যায় দুই লাইনের ট্রেন চলাচল। এরপর সেন্ট্রাল থেকে কবি সুভাষ পর্যন্ত ও দমদম থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত মেট্রো চলাচল শুরু হয়।

Related articles

শিয়ালদহে ফিল্মি ড্রামা! কাঞ্চনার ‘রণচণ্ডী’ রূপে চমকাল যাত্রীরা

সকালের ব্যস্ত শিয়ালদহ স্টেশন হঠাৎ যেন সিনেমার সেট! নিত্যযাত্রীদের ভিড়ের মধ্যেই হাজির টলিপাড়ার পরিচিত মুখ কাঞ্চনা মৈত্র। গায়ে...

পরিযায়ী শ্রমিক ইস্যুতে কেন্দ্রকে চিঠি রাজ্যপালের, পাল্টা দাবি তৃণমূলের

রাজ্যের প্রায় ২১ লক্ষাধিক পরিযায়ী শ্রমিকের দুর্দশা নিয়ে কেন্দ্রকে সরাসরি চিঠি দিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। রাজভবন...

সুন্দরবনে বাড়ল কুমিরের সংখ্যা

সুন্দরবনে বাড়ল নোনা জলের কুমিরের সংখ্যা। বন দফতরের সর্বশেষ সমীক্ষা অনুযায়ী এখন এই সংখ্যা দাঁড়িয়েছে আনুমানিক ২৪২-এ। এর...

খড়্গপুর স্টেশনে মর্মান্তিক দুর্ঘটনা, লোহার বিমে চাপা পড়ে প্রাণ গেল ৮ বছরের শিশুর

খড়্গপুর রেলস্টেশমে মর্মান্তিক ঘটনা। লোহার বিম পড়ে গিয়ে মৃত্যু হল আট বছরের এক শিশুর। দুর্ঘটনাটি ঘটেছে খড়্গপুর রেলস্টেশনের...
Exit mobile version