ছুটির দিনে এমনিতেই সাম্প্রতিক সময়ে মেট্রোতে ভিড়ের পরিমাণ অন্যান্য দিনের থেকে বেশি থাকে। সেই সঙ্গে শীতে বেড়ানোর মরশুম শুরু হওয়ার পর থেকে রবিবার তিল ধারণের জায়গা থাকে না মেট্রোতে (Kolkata Metro)। এই পরিস্থিতিতে রবিবার মেট্রোর লাইনে আত্মহত্যার চেষ্টার (suicide attempt) ঘটনায় বিকালে ব্যাহত পরিষেবা। ফলে আপ ও ডাউনের একাধিক স্টেশনে আটকে পড়েন বহু যাত্রী। প্রায় ঘণ্টাখানেক ব্যাহত হয় দুই লাইনের মেট্রো চলাচল।
মেট্রো কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, শোভাবাজার সুতানুটী (Sobhabazar Sutanuti) স্টেশনে এক ব্যক্তি আত্মহত্যার চেষ্টায় লাইনে ঝাঁপ দেন। সেই সময় ডাউন লাইনে কবি সুভাষগামী একটি ট্রেন আসছিল। লাইনে ওই ব্যক্তিকে দেখে দ্রুত এমার্জেন্সি ব্রেক (emergency brake) কষেন চালক। কিন্তু তিনি দুই লাইনের ফাঁকে আটকে যান। ফলে সহজে তাঁকে বের করা সম্ভব হয় না।
মেট্রো কর্তৃপক্ষ দ্রুত দুপাশের লাইনের বিদ্যুৎ বিচ্ছিন্ন করে। শুরু হয় উদ্ধার কাজ। মেট্রো কর্মী সহ আরপিএফ (RPF) হাত লাগায় আটকে যাওয়া ব্যক্তিকে বের করে আনতে। সেই পরিস্থিতিতে ভিড়ে ঠাসা মেট্রোয় আটকে পড়েন যাত্রীরা। অনেকেই অসুস্থ বোধ করেন। সেই সঙ্গে বন্ধ হয়ে যায় দুই লাইনের ট্রেন চলাচল। এরপর সেন্ট্রাল থেকে কবি সুভাষ পর্যন্ত ও দমদম থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত মেট্রো চলাচল শুরু হয়।
–
–
–
–
–
–
–
–