মন্দারমণির হোটলে তৃণমূল (TMC) নেতার রহস্যমৃত্যুর ঘটনায় পরিকল্পিত খুনের তত্ত্বই জোরাল হচ্ছে। সোমবার, ধৃত ২ যুবক-যুবতীকে বসিয়ে জেরা করা হয়। তাতে অবশ্য ধৃত তরুণী তৃণমূল নেতা আবুল নাসার আত্মহত্যা করেছেন বলেই দাবি করেন। কিন্তু তাঁর মামার সঙ্গে আবুল নাসার (Abul Nasar) ব্যবসায়িক শত্রুতার কথা স্বীকার করেন তাঁর সঙ্গিনী।

উত্তর ২৪ পরগনার আমডাঙা থেকে মন্দারমণি বেড়াতে গিয়েছিলেন আবুল। তাঁর স্ত্রী আমডাঙার আদহাটা পঞ্চায়েতের উপপ্রধান। শনিবার সকালে হোটেলের ঘর থেকে আবুলের ঝুলন্ত দেহ মেলে। পরে পুলিশ (Police) গিয়ে দেহ উদ্ধার করে। যে মহিলার সঙ্গে আবুল বেড়াতে গিয়েছিলেন, তাঁকে গ্রেফতার করে পুলিশ। তার সঙ্গে অপর এক অভিযুক্তকেও গ্রেফতার করা হয়েছে।

মৃত আবুলের স্ত্রী সুরাইয়া পরভিনের অভিযোগ, তাঁর স্বামীকে মন্দারমণি ডেকে নিয়ে গিয়ে খুন করা হয়েছে। খুনের নেপথ্যে ব্যবসায়িক কারণের কথা বলেন তিনি। এদিন ধৃত দু’জনকে মুখোমুখি বসিয়ে জেরা করে পুলিশ। পুলিশ (Police) সূত্রে খবর, ধৃত যুবক একাধিক প্রশ্নের উত্তর এড়িয়ে গেলেও তদন্তকারীদের জেরার জবাব দিয়েছেন যুবতী। প্রথম দিকে তদন্তকারীদের বিভ্রান্ত করার চেষ্টা করলেও প্রশ্নের মুখে পড়ে এক সময় মানসিক ভাবে ভেঙে পড়েন তিনি। পুলিশ সূত্রে খবর, ধৃত যুবতী স্বীকার করেন জমি সংক্রান্ত বিষয় নিয়ে তাঁর মামার সঙ্গে আবুলের ঝামেলা ছিল। এখন ধৃত যুবতীর মামার খোঁজ করছেন তদন্তকারীরা।

–


–

–

–

–

–

–

–
