Tuesday, November 4, 2025

ফের হার মহামেডান স্পোর্টিং ক্লাবের । আইএসএলে আত্মপ্রকাশের মরশুমে ক্রমশ তলিয়ে যাচ্ছে মহামেডান। টানা পাঁচ ম্যাচ হেরে লজ্জা আরও বাড়ল সাদা-কালো ব্রিগেডের। লিগে নবম হার তাদের। রবিবার কোচিতে কোচহীন কেরালা ব্লাস্টার্সের কাছে ০-৩ গোলে হার মহামেডানের। প্রথম গোলটিই হল গোলকিপার ভাস্কর রায়ের বিশ্রী ভুলে। গোল করে ও করিয়ে ম্যাচের সেরা নোয়া সাদিউ। ১২ ম্যাচে মাত্র ৫ পয়েন্ট নিয়ে লিগের লাস্টবয় তকমা ক্রমশ মজবুত করছে কলকাতার শতাব্দীপ্রাচীন ক্লাবটি। এদিন মহামেডানকে হারিয়ে ইস্টবেঙ্গলকে টপকে দশ নম্বরে উঠে এল কেরল। ১৩ ম্যাচে চতুর্থ জয়ে ১৪ পয়েন্ট তাদের। ক্লেটন সিলভারা নেমে গেলেন ১১ নম্বরে। এদিন হারের পর কোচ চেরনিশভকে সরানোর দাবি আরও জোরালো করলেন মহামেডান সমর্থকরা।

ম্যাচের প্রথমার্ধে মহামেডান লড়াই করলেও কেরলেই দাপট ছিল বেশি। ভাগ্য সহায় ছিল বলেই বিরতির আগেই পিছিয়ে পড়েনি আন্দ্রে চেরনিশভের দল। সহজ সুযোগ নষ্ট করেন কেরলের ফুটবলাররা। এদিন নোয়া সাদিউর পাশে কেরল পায়নি জেসুস জিমেনেজকে। তাতেও কেরলের ম্যাচ জিততে অসুবিধা হয়নি। তবে মহামেডানকে ডুবিয়েছেন গোলকিপার ভাস্কর।
৬২ মিনিট পর্যন্ত কোচির মাঠে হোম টিমকে আটকে রেখেও ভাস্করের মারাত্মক ভুলে পিছিয়ে পড়ে মহামেডান। তাঁর আত্মঘাতী গোলে এগিয়ে যায় কেরল। এরপর কেরলের আক্রমণের ঝড়ে কার্যত বিধ্বস্ত মহামেডান। ৮০ মিনিটে নোয়ার দুরন্ত হেডে ২-০ করে কেরল। তাঁর বুদ্ধিদীপ্ত হেড আটকানোর কোনও সুযোগই ছিল না মহামেডান গোলকিপারের কাছে। নির্ধারিত সময়ের শেষ মিনিটে মহামেডানের লজ্জা আরও বাড়ল। আলেজান্দ্রে কোয়েফের বক্সের উপর থেকে দুরন্ত শটে ৩-০ করে ব্লাস্টার্স।

আরও পড়ুন- গাব্বায় হারের লজ্জা থেকে বাঁচানোর পর মেলবোর্ন নিয়ে পরিকল্পনা শুরু আকাশ দীপের

 

 

 

 

 

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...
Exit mobile version