Tuesday, November 11, 2025

ফের হার মহামেডান স্পোর্টিং ক্লাবের । আইএসএলে আত্মপ্রকাশের মরশুমে ক্রমশ তলিয়ে যাচ্ছে মহামেডান। টানা পাঁচ ম্যাচ হেরে লজ্জা আরও বাড়ল সাদা-কালো ব্রিগেডের। লিগে নবম হার তাদের। রবিবার কোচিতে কোচহীন কেরালা ব্লাস্টার্সের কাছে ০-৩ গোলে হার মহামেডানের। প্রথম গোলটিই হল গোলকিপার ভাস্কর রায়ের বিশ্রী ভুলে। গোল করে ও করিয়ে ম্যাচের সেরা নোয়া সাদিউ। ১২ ম্যাচে মাত্র ৫ পয়েন্ট নিয়ে লিগের লাস্টবয় তকমা ক্রমশ মজবুত করছে কলকাতার শতাব্দীপ্রাচীন ক্লাবটি। এদিন মহামেডানকে হারিয়ে ইস্টবেঙ্গলকে টপকে দশ নম্বরে উঠে এল কেরল। ১৩ ম্যাচে চতুর্থ জয়ে ১৪ পয়েন্ট তাদের। ক্লেটন সিলভারা নেমে গেলেন ১১ নম্বরে। এদিন হারের পর কোচ চেরনিশভকে সরানোর দাবি আরও জোরালো করলেন মহামেডান সমর্থকরা।

ম্যাচের প্রথমার্ধে মহামেডান লড়াই করলেও কেরলেই দাপট ছিল বেশি। ভাগ্য সহায় ছিল বলেই বিরতির আগেই পিছিয়ে পড়েনি আন্দ্রে চেরনিশভের দল। সহজ সুযোগ নষ্ট করেন কেরলের ফুটবলাররা। এদিন নোয়া সাদিউর পাশে কেরল পায়নি জেসুস জিমেনেজকে। তাতেও কেরলের ম্যাচ জিততে অসুবিধা হয়নি। তবে মহামেডানকে ডুবিয়েছেন গোলকিপার ভাস্কর।
৬২ মিনিট পর্যন্ত কোচির মাঠে হোম টিমকে আটকে রেখেও ভাস্করের মারাত্মক ভুলে পিছিয়ে পড়ে মহামেডান। তাঁর আত্মঘাতী গোলে এগিয়ে যায় কেরল। এরপর কেরলের আক্রমণের ঝড়ে কার্যত বিধ্বস্ত মহামেডান। ৮০ মিনিটে নোয়ার দুরন্ত হেডে ২-০ করে কেরল। তাঁর বুদ্ধিদীপ্ত হেড আটকানোর কোনও সুযোগই ছিল না মহামেডান গোলকিপারের কাছে। নির্ধারিত সময়ের শেষ মিনিটে মহামেডানের লজ্জা আরও বাড়ল। আলেজান্দ্রে কোয়েফের বক্সের উপর থেকে দুরন্ত শটে ৩-০ করে ব্লাস্টার্স।

আরও পড়ুন- গাব্বায় হারের লজ্জা থেকে বাঁচানোর পর মেলবোর্ন নিয়ে পরিকল্পনা শুরু আকাশ দীপের

 

 

 

 

 

Related articles

ধর্মেন্দ্রর অবস্থার অবনতি, রাতেই হাসপাতালে ছুটলেন শাহরুখ-সলমন

বর্ষীয়ান বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর (Dharmendra) শারীরিক অবস্থার অবনতি। রাতেই ব্রিচ ক্যান্ডি হাসপাতালে গেলেন শাহরুখ-সলমানরা (Shahrukh Khan - Salman...

সলমনই হামলার মাস্টারমাইন্ড? দিল্লি বিস্ফোরণে গ্রেফতার ব্যবহৃত গাড়ির মালিক

সাদা রঙের একটি হুন্ডাই আই–২০ গাড়ি ধীরে ধীরে এসে ট্রাফিক সিগন্যালের সামনে থামতেই মুহূর্তের মধ্যে ঘটে বিস্ফোরণ। সোমবার...

দিল্লি বিস্ফোরণের জের: কলকাতার সব থানাকে সতর্ক করেছে লালবাজার, গুরুত্বপূর্ণ মোড়ে চলছে নাকা চেকিং

দিল্লির লালকেল্লার কাছে মেট্রো স্টেশনের এক নম্বর গেটের সামনে ভয়াবহ বিস্ফোরণের জেরে দেশের রাজধানীর পাশাপাশি হাই অ্যালার্ট (High...

দিল্লির বিস্ফোরণের ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর! ঘটনাস্থলে স্বরাষ্ট্রমন্ত্রী, গ্রেফতার গাড়ির মালিক

দিল্লির বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার ১। বিষ্ফোরণ হওয়া গাড়ির মালিককে গ্রেফতার করল পুলিশ। প্রসঙ্গত, শনিবার সন্ধ্যায় লালকেল্লা মেট্রো স্টেশনের...
Exit mobile version