Wednesday, August 27, 2025

সন্তান জন্মের খরচ ৬ লক্ষ! বিধানসভা কাঞ্চনের বিল নিয়ে চর্চা তুঙ্গে

Date:

সম্পর্ক-বিয়ে-সন্তান– সব কিছু নিয়েই খবরের শিরোনামে অভিনেতা-বিধায়ক কাঞ্চন মল্লিক (Kanchan Mallik)। এবার কন্যা ভূমিষ্ঠ হওয়ার সময় হাসপাতালের বিল নিয়েও হৈ চৈ। চিকিৎসার ক্ষেত্রে বিধায়করা খরচ পান। তার জন্য বিল দিতে হয়। আর মঙ্গলবার, সেই বিল জমা দিয়েছেন উত্তরপাড়ার বিধায়ক কাঞ্চন মল্লিক। অঙ্কটা ৬ লক্ষ টাকা। তার মধ্যে চিকিৎসক নিয়েছেন ৪লাখ টাকা আর দক্ষিণ কলকাতার বেসরকারি হাসপাতাল ২ লক্ষ। বিধানসভায় বিল জমা দিতেই শুরু হয়েছে চর্চা। স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় অবশ্য জানিয়েছেন, সব খতিয়ে দেখেই সিদ্ধান্ত।

সদ্য় কন্যাসন্তানের বাবা হয়েছেন বিধায়ক কাঞ্চন (Kanchan Mallik)। দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালে কন্যা কৃষভির জন্ম দেন বিধায়কের স্ত্রী শ্রীময়ী (Shreemoyee)। তার খরচ ৬ লক্ষ টাকা! নিয়মানুযায়ী, বিধানসভায় বিল জমা দিয়েছেন উত্তরপাড়ার তৃণমূল (TMC) বিধায়ক। যা দেখে তাজ্জব সকলে। চর্চা শুরু হয়েছে বিধানসভায়।

একমাত্র চশমার বিল ছাড়া বিধানসভায় (Assembly) বিধায়কদের স্বাস্থ্য ক্ষেত্রে বিলের কোনও উর্ধ্বসীমা নেই। কারণ এর আগে ৫০ হাজার টাকার চশমার বিল ধরিয়েছিলেন মানিকচকের বিধায়ক সাবিত্রী মিত্র। তার পর চশমার বিলের ক্ষেত্রে ৫ হাজার টাকা উর্ধ্বসীমা বেধে দেওযা হয়েছে। বাকি চিকিৎসার ক্ষেত্রে কোনও উর্ধ্বসীমা নেই। সেই মতো রিমবাসমেন্ট পাওয়ার জন্য বিল জমা দিয়েছেন কাঞ্চন। কিন্তু অঙ্ক দেখে জোর জল্পনা শুরু হয়েছে।

স্পিকার অবশ্য বলেছেন, “আমরা সব কাগজ পত্র দেখব। যাচাই করব। তারপরে যদি মনে হয় যে এই বিষয়টি নিয়ে কথা বলার প্রয়োজন রয়েছে তাহলে ডেকে পাঠাব। বিষয়টি আমাদের নজরে রয়েছে।” অনেক বেশি বিল হলে প্রয়োজনে হাসপাতালে সুপার অথবা চিকিৎসককে ডেকে পাঠিয়ে জানতে চান স্পিকার। এক্ষেত্রে কী হবে এখন সেটাই দেখার।

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...
Exit mobile version